আজব শহর ঢাকা
হয় না ভুলেও ফাঁকা
নানান জনের নানান রুচি
কারো সাথেই মিলে না বুঝি ।
দাওয়াত দিলে অনুষ্ঠানে
দেখা মিলে সবার সনে
সবাই থাকে একলা একা
মিলাদ ছাড়াও হয় না দেখা ।
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর
ঢাকায় নাকি টাকা উড়ে!
ধরতে পারলে শান্তি ফিরে?
ঢাকার এত যান জট
মনের সাথে খায় হোঁচট
তারপরও ছাড়তে নারাজ
আজব শহর ঢাকা ।
বাঁচতে হলে একলা বাঁচবো
যুদ্ধও করব নয়ত মরবো
ছাড়বো না তবু ঢাকা
লাগুক আমার যতই একা
তবুও তো আছি আমি ঢাকা ।
১২টি মন্তব্য
জবরুল আলম সুমন
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর… এই নিয়েই আমরা বেঁচে থাকি। চরম বাস্তবতা ফুটে উঠেছে তোমার লেখায়। ব্লগে আসার জন্য অভিনন্দন তোমাকে। ধন্যবাদ রুবা।
তামান্না রুবাইয়াত
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
rumi
বাঁচতে হলে একলা বাঁচবও
যুদ্ধও করব নয়ত মরবো
জিসান শা ইকরাম
” দাওয়াত দিলে অনুষ্ঠানে
দেখা মিলে সবার সনে
সবাই থাকে একলা একা
মিলাদ ছাড়াও হয় না দেখা ”
বাস্তব কথা লিখেছেন , তারপরেও আজব শহর থেকে যাওয়া যাবেনা কোথাও 🙂
সোনেলায় স্বাগতম।
শুভকামনা ।
tamanna
khushi holam vaiya..oi din ak anty bolchilo..”dhaka chere kothay r jabo” tai likhlam ar ki …
Ajharul H Shaikh
Sobi to holo dhakar goveero tol kOThai? Dhaker rupoker sondrzer jhilik pelam na! Asha korchi proborti kale aponar lekhai goveer vabe tuli Taan deben!shuvo kamon roilo!
tamanna
thik ache ami chesta korbo … dhonnobad,,,
ছাইরাছ হেলাল
সহজে সুন্দর ভাবে ঢাকার বাস্তবতা ছন্দে ছন্দে সুন্দর করে বলেছেন ।
সোনেলায় স্বাগত আপনি ।
বনলতা সেন
যান্ত্রিক ও নগর সভ্যতার প্রতিচ্ছবি কবিতায় উঠে এসেছে ।
tamanna
thanks bonolota shen…
প্রিন্স মাহমুদ
দারুন । দারুন । লিখতে থাকুন ।
সুরাইয়া পারভীন
ঘরের সাথে ঘর
দরজা লাগালেই পর… নিদারুণ সত্য কথন
চমৎকার লিখেছেন