১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের একজন বীর আমাদের জাতীর অহংকার বীর বিক্রম খেতাব পাওয়া বান্দরবানের আদিবাসী মুক্তিযোদ্ধা ইউকে চিং মারমা (৮০) মারা গেছেন।
শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এর আগে কয়েক দফা চিকিৎসা নেয়ার পর বাসায়ই ছিলেন তিনি। বৃহস্পতিবার আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে শুক্রবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন এই বীর যোদ্ধা।
আগামী রোববার তাঁর শেষকৃত্ত্ব অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রভাষা বাংলার দাবীতে যখন বাংলা ভাষাভাষীরা সোচ্চার ঠিক তখনই ইউকে চিং ১৯৫২ সালে যোগদেন ইস্ট পাকিস্তান রাইফেলস এ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হবার সাথে সাথে তিনি পরিবার-পরিজন ত্যাগ করে জীবনের মায়া না করে একটি স্বাধীন দেশ ও নতুন এক পতাকা দেখার প্রত্যয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালে ২৫ মার্চ ইপিআরের নায়েক হিসেবে রংপুর জেলার হাতিবান্ধা বিওপিতে কর্মরত ছিলেন। পরাধীনতার শেকল থেকে দেশেকে মুক্ত করতে ও নিজেদের অধিকারের কথা চিস্তা করে বিওপিতে কর্মরত এক বিহারি ও ২ পাঞ্জাবিকে হত্যা করেন এবং ৯ বাংগালী ইপিআর সৈনিককে নিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন। নিজের জীবন বাজি রেখে নয় মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার তাঁকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেন।
আদিবাসী এই মুক্তিযোদ্ধা ক্রীড়া পাগল হিসাবে এলাকার ক্রীড়ামোদীদের কাছেও বেশ পরিচিত। দেশের আদিবাসী বীরদের মধ্যে তিনিই হলেন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় একমাত্র বীরবিক্রম উপাধি পাওয়া বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
২৭টি মন্তব্য
মা মাটি দেশ
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্ত্বার মাগফিরাত কামনা করছি। -{@ (y)
প্রজন্ম ৭১
তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
ওয়ালিনা চৌধুরী অভি
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি -{@ -{@ আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ।
প্রজন্ম ৭১
আমাদের গর্বিত পুর্ব পুরুষ এই সমস্ত বীরেরা ।
জিসান শা ইকরাম
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
পোষ্টের জন্য ধন্যবাদ ।
এমনি হাজারো লাখো বীরের জন্মভূমি আমাদের এ দেশ।
প্রজন্ম ৭১
এনারাই আমাদের গর্ব ।
আজিম
এই বীর মুক্তিযোদ্ধার কথা আমি শুনেছি।
প্রচন্ড সাহসী ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাই ইনাকে।
সাহসী এই বীরের মৃত্যু-সংবাদ জানিয়ে পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ আজিম।
আগুন রঙের শিমুল
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
প্রজন্ম ৭১
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি -{@
সিনথিয়া খোন্দকার
বীর বিক্রম ইউ কে চিং মারমা’র শুধু নামই জানতাম। আরো কিছু তথ্য শেয়ার করে জানার সুযোগ দেয়ার জন্য লেখককে ধন্যবাদ।
বীর মুক্তিযোদ্ধার জন্য শ্রদ্ধা।
প্রজন্ম ৭১
ধন্যবাদ আপু ।
ছাইরাছ হেলাল
এই বীরের জন্য অকৃত্রিম শ্রদ্ধা । তাঁর কথা অল্পই জানতাম ।
প্রজন্ম ৭১
আমিও তেমন জানতাম না, গতকাল নেট ঘেটে এটুকু পেলাম।
শুন্য শুন্যালয়
গভীর শ্রদ্ধাঞ্জলি জানাই এই বীর মুক্তিযোদ্ধা কে। আপনাকে ধন্যবাদ তার সম্পর্কে কিছু জানার সুযোগ করে দেবার জন্য। আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে নিয়মিত পোস্ট দেয়া প্রয়োজন।
প্রজন্ম ৭১
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নিয়মিত পোষ্ট অবশ্যই দরকার। শুরুও করেছিলাম। বীর শ্রেষ্টদের দিয়ে। এরপর আর সময় করে উঠতে পারিনি আপু। দেখি আবার শুরু করতে পারি কিনা ।
মশাই
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ।
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তার সম্পর্কে কিছুই জানতাম না তাই নিজেই লজ্জিত।
প্রজন্ম ৭১
কেউই তেমন মনে হয় জানতামনা। ধন্যবাদ আপনাকে।
বনলতা সেন
আপনার লেখা না দেখলে এই বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে জানা হত না ।
আপনাকে ধন্যবাদ ।
শ্রদ্ধা এই বীরকে । শান্তিতে থাকুন চির নিদ্রায় ।
প্রজন্ম ৭১
আপনাকেও ধন্যবাদ ।
খসড়া
সশ্রদ্ধ সালাম । ভাল থাকুন অকুতোভয় বীর।
প্রজন্ম ৭১
সশ্রদ্ধ সালাম । ভাল থাকুন অকুতোভয় বীর।
আজিজুল ইসলাম
উক্যচিং মার্মা, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আপনার মাঝের সাহস এবং শক্তি আমাদের মাঝে আমরা ধারন করে যেন এগিয়ে চলতে পারি, সেই কামনা করি।
আপনার আত্মা শান্তি পাক, শান্তিতে ঘুমান আপনি।
প্রজন্ম ৭১
এনারাই আমাদের পথ প্রদর্শক ।
লীলাবতী
মুক্তিযোদ্ধা বীর বিক্রম ইউকে চিং মারমা এর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি । আমাদের সন্তানেরা যেন তাঁর মত বীরকে আদর্শ হিসেবে নিয়ে পথ চলতে পারে ।
প্রজন্ম ৭১
ধন্যবাদ লীলাবতী এমন মন্তব্যের জন্য ।
ব্লগার সজীব
শ্রদ্ধা এই বীরের প্রতি।