মিস্টি প্রেমের গল্প – ৩

জিসান শা ইকরাম ৩ এপ্রিল ২০১৯, বুধবার, ১১:০১:০৭অপরাহ্ন গল্প ৬২ মন্তব্য

উত্তরার একটি পার্কে দুজনের প্রথম ডেটিং। বাসা থেকে নেমে রাস্তায় কিছুদূর গিয়ে বাসস্টান্ড। দাঁড়িয়ে আছে ঝিরি। প্রশ্ন ফোন দিয়েছে, ‘ঝিরি তুমি আসার সময় সাদা সুতো আর সুই নিয়ে এসোতো, আমার টি- সার্টের একটা বোতাম খুলে গেছে’। বলেই কল কেটে দিলো।

এমন কথা শুনে ঝিরি হতবাক, প্রথম ডেটিং তাদের, কত রোমান্টিকতায় পূর্ণ থাকবে সময়, এর মাঝে সুই সুতো! জীবনে কেউ প্রথম ডেটিং এ সুই সুতো নিয়ে গিয়েছে!

ঘন্টা খানেক পরে, উত্তরা লেক ঘেষে ঘন সবুজ গাছ পরিবেষ্টিত সিমেন্টের একটি বেঞ্চে দুজন যুবক যুবতীকে দেখা গেলো। যুবতীটি পরম যত্নে খুলে যাওয়া যুবকের বুকের কাছের একটি বোতাম সুই সুতো দিয়ে লাগাচ্ছে, লাগানোর পর দাঁত দিয়ে সুতো কাটছে। যুবতীর মনে স্বর্গীয় সুখ, সুধু বোতাম লাগানোতেই এত সুখ! দাঁত দিয়ে সুতো কাটার সময়ে যুবতীর নাক যুবকের বুকে স্পর্শ।
এই প্রথম যুবতীটি যুবকের শরীরের গন্ধ নাকে নিল, গন্ধটি অনেক চেনা।

মিষ্টি প্রেমের গল্প- ২

১৭১৮জন ১৩৩৬জন
0 Shares

৬২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ