তিনি জানেন যে তিনি আর কোনদিন হাটতে পারবেন না। তারপরেও তিনি খুশি, তার সন্তান বেচে আছে, তিনি বেচে আছেন।
আগুন লেগেছে ফ্লাটে। তিনি বুঝতে পারলেন সন্তানকে বাঁচাতে হলে ঝাঁপ দিতে হবে। ১৮ মাস বয়সের সন্তানকে কাছে টেনে নিলেন। ভালোবাসি তোমাকে বলে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। এরপর ঝাঁপ দিলেন জানালা থেকে। সন্তান সম্পূর্ণ সুস্থ এখন।
ভালোবাসি মা তোমায়।
লিংক ক্লিক করে বিস্তারিত দেখুন।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ একটি অনন্য দৃষ্টান্ত , মা বলেই এটি সম্ভব ।
লিংকটি কাজ করছে না ।
লীলাবতী
জি , মা বলেই এটি সম্ভব । লিংক এখন কাজ করে :p
খসড়া
মা বলেই পেরেছে।
লীলাবতী
হ্যা , মা বলেই পেরেছেন ।
শুন্য শুন্যালয়
এমন মা-কে স্যালুট।।
লীলাবতী
স্যালুট মাকে (3
মা মাটি দেশ
হৃদয় কারা পোষ্ট -{@
লীলাবতী
আমি পড়ে শেয়ার না দিয়ে পারলাম না ভাইয়া ।
জিসান শা ইকরাম
মা , সব দেশেই সব সমাজেই একই ।
জগতের সকল মা কে শ্রদ্ধা জানাই ।
লীলাবতী
মাকে আমরা যেনো কষ্ট না দেই ।
আগুন রঙের শিমুল
মা বলেই
লীলাবতী
হ্যা -{@
বনলতা সেন
মা ,মা-ই ।
এ জন্যই পৃথিবীটা চলছে আপন নিয়মে ।
লীলাবতী
মা এর তুলনা কেবল মা (3
ব্লগার সজীব
মা সব দেশেই একই মা ।
লীলাবতী
হ্যা , সব দেশের মা একই রকম ।