লেখাটা পড়লে আপনার গালে খুব জোরে একটা থাপ্পড় পরবে। সুতরাং মানসিকভাবে প্রস্তুত হোন। থাপ্পড় খাওয়ার জন্য অবশ্য আপনাকে একটু প্রাক্টিক্যাল ক্লাসও করতে হবে। মূলকথাঃ আমরা বাঙালীরা কত নীচ আজ এইটার একটা উদাহরন দিব। http://www.google.com.bd/ তে যান এবার ‘Mother’ লিখে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন? এবার আরেকটা কাজ করেন খাঁটি বাংলায় ‘মা’ লিখে সার্চ দেন যাদের বাংলা লেখার কোন সফট নাই তারা আমার এই লেখা থেকে কপি করে সার্চ দেন। এবার ফলাফল গুলো দেখেন। কি দেখলেন? কেবলমাত্র ভাষাগত পার্থক্যের কারনে ‘মা’ এই পবিত্র শব্দটি সার্চ করলে কত নোংরা লেখা আমরা দেখতে পাই। আমার প্রশ্ন হলঃ ১। ‘মা’ কি এতই সস্তা একটা শব্দ? ২। ‘মা’ কি কোন চটি শব্দ? বাংলাদেশে বুদ্ধিজীবীর সংখ্যা বেশি, এদেশে ব্লগারের সংখ্যা বেশি, বিশ্বের নামী দামি কোম্পানির ওয়েব সাইটের এস ই ও(সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) করা হয় বাংলাদেশী ফ্রিল্যান্সার দিয়ে, এদেশের আর্টিকেল রাইটাররা বিশ্বমানের। তাহলে ‘মা’ শব্দটি লিখে গুগলে সার্চ দিলে নোংরা রেজাল্ট আসবে কেন? কারন আছে। আমি কাউকে ছোট করছি না। নিচে কারণগুলো একটু দেখেন ১। টেক বিষয়ক ব্লগ ছাড়া যারা নিজের মনের তাগিদে ব্লগিং করে তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারনা নাই। ২। যারা জানে এস ই ও কি তারা বাংলায় ব্লগিং করে না, তারা ছোটে বিদেশি কোম্পানির কন্টেন্টের এস ই ও করার জন্য। আর তা না হলে চেষ্টা করে নিজের একটা ইংরেজি ব্লগ খুলে কিভাবে তাতে গুগল অ্যাডসেন্স লাগানো যায়। ৩। কিছু নিচু শ্রেনীর বেজন্মা সন্তান আছে যাদের কাজ চটি লেখা। এমনকি ‘মা’ নিয়েও এই বেজন্মাদের চটি লিখতে হয়। আমার কথা ‘সেক্স’ শব্দটি লিখে সার্চ দিলে সেক্স বিষয়ক যা খুশি আসুক, ‘চটি’ শব্দ লিখে সার্চ দিলে যা খুশি আসুক আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু ‘মা’ লিখে সার্চ দিলে কেন নোংরা গল্প আসবে? আমাদের কি কিছুই করার নাই? আজ থেকে ১৩ বছর আগে আমি ক্লাস ফাইভে পড়তাম। তখন কখনো ভাবিনি নিজের একটা ফোন থাকবে, নিজের একটা কম্পিউটার থাকবে, এত সহজে পৃথিবীর সমস্ত মানুষের সাথে কানেক্টেড হতে পারব। অথচ আজ সেই জিনিসগুলোই বাস্তব। তাহলে চিন্তা করেন এর পরের ১৩ বছরে কি হবে? আমার সন্তান, আপনার সন্তানের পড়াশুনা থেকে সব কিছুই হবে অনলাইন ভিত্তিক। যদি এইভাবেই চলতে থাকে তাহলে ভাবেনতো যদি আপনার সন্তান ‘মা’ লিখে গুগলে সার্চ দেয় তাহলে সে কি শিখবে? মা সম্পর্কে তার ধারনা কি হবে? আপনাদের সবার বিবেকের কাছে আমি এই প্রশ্ন রেখে গেলাম।
উপরের লেখাটি Mahmudul Hasan ভাইয়ের লেখা একটি স্ট্যাটাস।
বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে । আপানাদেরও ভাবাবে। সাধারণ ভাবে যে জিনিসগুলা বেশী সার্চ করা হয় বা যেই বিষয় সম্পর্কে বেশী আর্টিকেল লেখা হয় সেগুলোই সার্চ ইঞ্জিন প্রাধান্য দেয় এছাড়া কিওয়ার্ড অনুযায়ী অপ্টিমাইজ করলেও সার্চ ইঞ্জিনে ভাল র্যাঙ্ক পাওয়া যায়। এখন আমাদের কি করণীয় ?? আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হচ্ছে মা সম্পর্কে ভাল লেখার অভাবটা আমাদেরই পূরণ করতে হবে। আমরা কি পারি না ?? কিছুটা সময় মায়ের জন্য ব্যয় করতে?? আমরা যারা ভাল আর্টিকেল লিখতে পারি তারা ভাল ভাল আর্টিকেল লিখতে পারি তারা মা নিয়ে ভাল ভাল আর্টিকেল লিখুন । আর যারা সার্চ ইঞ্জিন সম্পর্কে ভাল জানেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের টিপস দিয়ে সহযোগিতা করুন। ব্লগার ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা মা নিয়ে পোস্ট করুন ট্যাগ লাইনে মা শব্দটি দিতে ভুলবেন না। আমার সম্মিলিত প্রচেস্টা চালালে অই সমস্ত সাইট বা লেখাগুলাকে হটিয়ে দেয়া অসম্ভব কিছু না। আসুন মা শব্দটির পবিত্রতা রক্ষা করি।
আপাতত আলোচনার জন্য আমাদের গ্রুপ বা এই পোস্টে খেয়াল রাখুন।
মাহমুদুল হাসান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
খুব ভালো একটি বিষয় নিয়ে লেখা পোস্ট —
যারা এ বিষয়ে অভিজ্ঞ তাঁদের পরামর্শ নেয়া যেতে পারে
আপাতত মা কে নিয়ে ভালো ভালো আর্টিকেল লেখা যায় , যাতে সার্চ ইঞ্জিন ‘ মা ‘ ভালো লেখার মাঝে খুজে নিবে। -{@
মেহেদী হাসান মানিক
হ্যা মামা। এটা আমাদেরই করতে হবে। আমরা মা নিয়ে বেশ কিছু পোস্ট করলে তা সার্চ ইঞ্জিনে ইনডেক্স হতে শুরু করলে আশা করি অই লেখা গুলা পিছনে পড়ে যাবে। তবে খেয়াল রাখতে অই লেখা গুলার ভিজিটর কিন্তু কম নয়।
জিসান শা ইকরাম
হ্যা জানি ওসবের ভিজিটর অনেক ।
তারপরেও আমরা চেস্টা করবো ।
আদিব আদ্নান
এগুলো জানা ছিল না ।
আমাদের অবশ্যই সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে ।
আমাদের সামান্য সাধ্য নিয়েই শুরু করব ।
মেহেদী হাসান মানিক
সম্মিলিত প্রচেস্টার বিকল্প নাই। মা নিয়ে কমপক্ষে ১০০-১৫০ শব্দের মধ্যে নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু লেখার চেস্টা করুন।
প্রজন্ম ৭১
গুড পোস্ট ।
নীলকন্ঠ জয়
অনেক ভালো পোষ্ট। কিন্তু গুগোল ভিজিটর দেখে সাইট সাজেশন দেয়। ভাবতে অবাক লাগে ঐ সাইটগুলো জন্য বিকারগ্রস্থের সংখ্যা অগণিত !!! 🙁
মেহেদী হাসান মানিক
হ্যা অইসব সিটের ভিজিটর অনেক।
প্রিন্স মাহমুদ
🙂 কিছু বলার নেই আমার । আমি আশাহত
খসড়া
শুধু ব্লগার ভাইদের সাহায্য কমনা করলেন? ব্লগার বোনেরা নাই। ! প্লিজ সবাইকে ডাকুন। অবশ্যই একটি যুদ্ধ করতে হবে তাতে সবার সহযোগিতা চাই।
মেহেদী হাসান মানিক
দুঃখিত ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিল। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
একজন নিষ্ঠাবান দেশপ্রেমিক
খুব ভালো লিখেছেন, মা লিখে সার্চ দিলে হ্যা এরকম নোংরা লেখাই আসে, কিন্তু আমরা কিন্তু তা চেইন্জ করতে পারি…
এবার কিভাবে, তা আমরা বলি, আমাদের সবার ই কোন না কোন নিজস্ব ব্লগিং ওয়েবসাইট আছে, সেইসব ওয়েবসাইটে আমরা যদি মা কে নিয়ে ভালো কিছু লেখা গল্প পোস্ট করে, ট্যাগস হিসেবে মা লেখাটাকে নির্বাচন করে দিয়, তাহলে অটোম্যাটিকালি গুগল ডাটাবেইস সেই লেখাটাকে ২৪ ঘন্টার মধ্য তাদের ডাটাবেইসে আপডেইট করে নিবে, গুগল সবস্ময় লেইটেস্ট জিনিসটাকে তাদের ডাটাবেইসে প্রথম রেসাল্ট হিসেবে প্রাধান্য দেয়, এভাবে আমরা সবাই যদি ভালো লেখা লিখে ট্যাগস দিয়ে, যদি আমাদের ব্লগিং ওয়েবসাইটে প্রকাশ করি তাহলে কিছুদুনের মধ্যেই সেই নোংরা লেখাগুলো, পেছনে চলে যাবে, তখন আর ” মা ” লিখে সার্চ দিলে বাজে কোন গল্প আসবে না…
আশা করি কথা বুঝতে পেরেছেন, আমি এখন ই এই নিয়ে কাজ করার জন্য মাঠে নামছি, পারলে আমাকে মা কে নিয়ে লেখা সুন্দর গল্প পাঠাতে পারেন, আমি তা সব ব্লগে আপনার নাম সহ আপডেইট করে দেওয়ার চেষ্ঠা করবো.…
আমার ইমেইল এ্যাডরেসঃ [email protected]
আর জিসান ভাইএর কাছে অনুরোধ, এই ব্লগে যতগুলো মাকে নিয়ে লেখা আছে সব্গুলো এডিট করে ট্যাগসে ” মা ” শব্দটি বসিয়ে দিন ২৪ ঘন্টার মধ্য কাজ হয়ে যাবে ইন্শাল্লাহ…
মেহেদী হাসান মানিক
ধন্যবাদ । আপনার সাথে একমত।
তবে লেখার ক্ষেত্রে কিছু রুলস মানতে হবে যেমন ১০০-১৫০ শব্দের একটি লেখায় ৩-৪ বার মা শব্দটি রাখতে হবে। সবার খেয়াল রাখতে হবে যাতে লেখাটি কপি পেস্ট না হয়। ইনিক হতে হবে। যদি স্প্যাম হিসেবে চিহ্নিত করে তাহলে সমস্যা। আর আমাদের নিয়মিত অই লেখা গুলা ভিজিট করতে হবে কারণ লেখাগুলা সাবমিট করলেই অইগুলা প্রথম পেইজে চলে আসবে না। কারণ চটি সাইটগুলা একটা শক্ত অবস্থান করে ফেলেছে ।
লীলাবতী
অবশ্যই মা এর সন্মান রাখার চেস্টা করবো ।
এই মেঘ এই রোদ্দুর
মনটাই খারাপ হলো
মায়ের সম্মান অবশ্যই রাখি এবং রাখব
আফ্রি আয়েশা
🙁 কিছু মানুষ এতো বিকৃত রুচির …
আমরা অবশ্যই এক সাথে এসবের বিরুদ্ধে কাজ করবো
আমার মন
প্রথম পেইজটা এমন, দ্বিতীয় পেইজ থেকে উল্টা পাল্টা
ছাইরাছ হেলাল
আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিতে হবে ।
জানা ছিল না এসব ।
শুন্য শুন্যালয়
এগুলো কে বা কিভাবে করে এগুলো জানা ছিলো না…সুন্দর পোষ্ট ভাইয়া …অবশ্যই এগুলোর বিরুদ্ধে কাজ করার চেষ্টা যাওয়া উচিত
ফাহিমা কানিজ লাভা
গত মা দিবসে আমি এটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে বলেছিলাম। সবাই সোচ্চার হই, মায়ের মান রাখি। এই পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টের জন্য ধন্যবাদ। মা কে নিয়ে পোস্ট দিলাম 🙂
মর্তুজা হাসান সৈকত
প্রয়াসটুকুনকে সাধুবাদ জানাই, অহ হ্যাঁ আরেকটা কথা ‘মা’ কে সবার উপরে, বিতর্কের ঊর্ধ্বে রাখুক সবাই।