প্রিয় ব্লগার ভাই বোনেরা ,
আপনাদের জন্য চালু একটি অনলাইন রেডিও এখানে বিভিন্ন ব্লগ এবন ব্লগারদের লেখা নিয়ে আলোচনা হবে সাথে থাকবে আড্ডা গান ব্লগার এবং অনলাইন এক্টিভিস্টদের সাক্ষাৎকার। এই সব কিছু শুধু আপনাদের জন্য তাই সবার অংশগ্রহণ কামণা করছি।
ব্লগার এবং ফেসবুকার রেডিও ঘুরে আসুন এখনি আপনার মতামত জানাতে ভূলবেন না।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো উদ্যেগ
শুভ কামনা -{@
ছাইরাছ হেলাল
এগিয়ে চলুন ।
খসড়া
ভাল লাগলো।
বনলতা সেন
সবাই অংশ গ্রহন করলে ভালই হয় ।
হলুদ পরী সাদা নাকফুল
🙂
নীলকন্ঠ জয়
ভালো উদ্যোগ। শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
মজার রেডিও …সবার অংশগ্রহণে জমজমাট হোক..