মেহেদী হাসান মানিক অক্টোবর ২৮, ২০১৩ at ১১:১৩ পূর্বাহ্ন হু কিন্তু আমিত ঘুমায়া পরছিলাম সারারাত জাইগা ছিলাম ^:^ ^:^ ^:^
জিসান শা ইকরাম অক্টোবর ২৮, ২০১৩ at ১০:১১ পূর্বাহ্ন আচ্ছা ঠিকাছে । তয় এই ছড়াটা দিলে ভালো হইত 🙂 মামার বাড়ি আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল, রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কূল। আম-কাঁঠালের বনের ধারে মামা-বাড়ির ঘর, আকাশ হতে জোছনা-কুসুম ঝরে মাথার ‘পর। রাতের বেলা জোনাক জ্বলে বাঁশ-বাগানের ছায়, শিমুল গাছের শাখায় বসে ভোরের পাখি গায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। কাঁদি-ভরা খেজুর গাছে পাকা খেজুর দোলে ছেলেমেয়ে, আয় ছুটে যাই মামার দেশে চলে।
মেহেদী হাসান মানিক অক্টোবর ২৮, ২০১৩ at ১১:১৪ পূর্বাহ্ন ;( ;( ;( ;( আরে মোমিন আপ্নে কেটা আপ্নারে চেনা চেনা লাগে যে ;? ;? ;?
মা মাটি দেশ অক্টোবর ২৮, ২০১৩ at ১:২৩ অপরাহ্ন মামা ভাইগ্না যেখানে বিপদ নেই সেখানে।যাক মামার সাথে ভাইগ্নাও পেয়ে গেলাম। ভাইগ্নাকে সবাই আদর দিয়েন।
মেহেদী হাসান মানিক অক্টোবর ২৮, ২০১৩ at ৮:০৯ অপরাহ্ন হ মামা 🙂 🙂 🙂 আহেন মিলামিশা বল্গাই \|/ \|/ \|/ \|/
২৩টি মন্তব্য
আফ্রি আয়েশা
স্ট্যাটাস ভালো হইছে । লাইক দিলাম 🙂
মেহেদী হাসান মানিক
হু :/ আপনি ইহানে কি হরেন ;? ;? ;?
আদিব আদ্নান
স্ট্যাটাস ভালই , তবে মন্তব্যের উত্তর ও দিতে হয় ।
মেহেদী হাসান মানিক
হু কিন্তু আমিত ঘুমায়া পরছিলাম সারারাত জাইগা ছিলাম ^:^ ^:^ ^:^
জিসান শা ইকরাম
আচ্ছা ঠিকাছে । তয় এই ছড়াটা দিলে ভালো হইত 🙂
মামার বাড়ি
আয় ছেলেরা আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
মামার বাড়ি পদ্মপুকুর
গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে
নাচে ঢেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে
লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে
হেসে না পায় কূল।
আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম
ঝরে মাথার ‘পর।
রাতের বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে
ভোরের পাখি গায়।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।
কাঁদি-ভরা খেজুর গাছে
পাকা খেজুর দোলে
ছেলেমেয়ে, আয় ছুটে যাই
মামার দেশে চলে।
মেহেদী হাসান মানিক
মামা এই কবিতাডা পুরাটা মনেছিল না
জিসান শা ইকরাম
🙂 -{@
আমার মন
মোমিন ভাই কিতা কইন এইসব।
মেহেদী হাসান মানিক
;( ;( ;( ;( আরে মোমিন আপ্নে কেটা আপ্নারে চেনা চেনা লাগে যে ;? ;? ;?
মা মাটি দেশ
মামা ভাইগ্না যেখানে বিপদ নেই সেখানে।যাক মামার সাথে ভাইগ্নাও পেয়ে গেলাম।
ভাইগ্নাকে সবাই আদর দিয়েন।
মেহেদী হাসান মানিক
হ মামা 🙂 🙂 🙂 আহেন মিলামিশা বল্গাই \|/ \|/ \|/ \|/
লীলাবতী
ইস্টাঠাস লাইক দিলাম 🙂
মেহেদী হাসান মানিক
থেঙ্কু
খসড়া
লাইক দিলাম
মেহেদী হাসান মানিক
থেঙ্কু -{@ -{@
তওসীফ সাদাত
(y) লাইক দিলাম
মেহেদী হাসান মানিক
থেঙ্কু -{@ -{@ :c
নীহারিকা
😀 (y) -{@
মেহেদী হাসান মানিক
\|/ :D)
নীলকন্ঠ জয়
মামা বাড়ি আইছেন যখন মামা বইলাই ডাকবেন। ভুল যেন না হয়।
মেহেদী হাসান মানিক
অক্কে মাম্মু \|/ \|/
রাইসুল জজ্
আড্ডা আড্ডা আড্ডা । আড্ডা দিলাম । 🙂
মেহেদী হাসান মানিক
এদ্দিনে 🙁 🙁 যাউকগা আইছেন যহন -{@