আমি নিম্নমধ্যবিত্ত এক প্রাণী।
অন্যের গোলামীতে প্রাইভেট চাকুরী
মাস শেষে হিসেব কষে মাইনেটা আসে হাতে
বাড়তি ইনকাম নেই,
আমাদের মাইনেটাও বাড়েনা!
দিনদিন বেড়ে যায় হিসেবের খাতা
বাকি পড়ে দোকানে -দোকানে,
বেড়ে যায় পাঁজরের ব্যথা!
এই বুঝি মাথা তুলে দাঁড়াবো!
হঠাৎ তাকিয়ে দেখি পিছুটানে পড়ে আছি
মাসটা কী করে চালাবো?
চালডাল, শাকপাতা খেয়ে দিন চলে যায়।
বাজারে আনাজপাতি ক্রমে ভুলে যায় আমাদের সাধ্য!
বউয়ের শাড়ী গয়নাগাটি আকাশ-কুসুম স্বপ্ন।
ছেলে-পুলের বায়নাটা বাদ দিলাম সব’ই
জীবনে বাঁচার জন্য বাঁচি !
পেটে লাথি মারে কারা?
কিছু দেখতে নেই, বলতে নেই
হয়েছি সর্বহারা।
চাকুরীটা চলে যাবে ভয়ে ভয়ে থাকি!
তোমাদের পকেট ভারী
মাইনেটাও বাড়ছে
আমাদের সম্বল আনমনে কাঁদছে।
নুন আনতে পানতা শেষ
রক্তটা চুষে নিচ্ছো বেশ!
পালের হাওয়ায় নৌকার দাঁড় কে টানবে?
আমাদের জীবনে কে-বা সুখ আনবে??
১৮টি মন্তব্য
নুর হোসেন
“নেতা হলে নীতি বদলে বদলে চরিত্র,
পরের টাকায় গাড়ি হাকায় বাড়ী বনায় স্বর্গ”
-আপনার কলমের জোর দেখে আমার কবিতার ২লাইন লিখে দিলাম।
আসলে মধ্যবিও আর নিম্নবিও ছাড়া বাকীরা গলাকাটা ক্যাপিটাল,
আমাদের গলাটা তাদের কাছে গচ্ছিত।
নড়লে চড়লে এক টানেই দেহ থেকে মাথা আলাদা।
বর্তমান সময়ে মধ্যবিও ধরে রেখে লাভ নেই, দাসের দলে নাম লিখিয়ে যা খুশি রোজগার করতে পারলেই অনেকটা হা-হুতোশ করতে হতো না।
অসাধারণ লিখে
ক্ষিপ্ততা প্রকাশ করেছেন কবিতায়, আবার বিদ্রোহী হতে ইচ্ছে করছে।
শিরিন হক
বাস্তবতার নিরিখে দাড়িয়ে যখন সবজি কাটছিলাম তখনি মাথায় এলো কবিতার চরণ।আসলে আমরা কিছু করতে পাড়িনা বলতেও পারিনা এভাবেই ধুকেধুকে মরছি মরবো কারন নিন্মধ্যবিত্তের কিছুই করার থাকেনা হাপিত্যেস চাড়া।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার কবিতার লাইন দুটিও চমৎকার।
ভালোথাকুন।
মাহবুবুল আলম
আমি নিম্নমধ্যবিত্ত এক প্রাণী।
অন্যের গোলামীতে প্রাইভেট চাকুরী
মাস শেষে হিসেব কষে মাইনেটা আসে হাতে
বাড়তি ইনকাম নেই,
আমাদের মাইনেটাও বাড়েনা!”
নিন্মমধ্যবিত্তের জীবনের টানাপোড়েন নিয়ে লেখা কবিতাটি ভাল লাগলো।
শুভ কামনা!
শিরিন হক
ধন্যবাদ
মাহবুবুল আলম
“আমি নিম্নমধ্যবিত্ত এক প্রাণী।
অন্যের গোলামীতে প্রাইভেট চাকুরী
মাস শেষে হিসেব কষে মাইনেটা আসে হাতে
বাড়তি ইনকাম নেই,
আমাদের মাইনেটাও বাড়েনা!”
নিন্মমধ্যবিত্তের জীবনের টানাপোড়েন নিয়ে লেখা কবিতাটি ভাল লাগলো।
শুভ কামনা!
শিরিন হক
ধন্যবাদ আপনার সুচিন্তিত মত প্রকাশের যন্য।
ভালথাকুন সুহৃদ।
এস.জেড বাবু
চাকুরীটা চলে যাবে ভয়ে ভয়ে থাকি!
তোমাদের পকেট ভারী
মাইনেটাও বাড়ছে
আমাদের সম্বল আনমনে কাঁদছে।
নুন আনতে পানতা শেষ
রক্তটা চুষে নিচ্ছো বেশ!
প্রতিটি চাকুরীজীবীর মনের অব্যাক্ত কথা।
উত্তরণের পথ জানা নেই।
সুন্দর লিখেছেন
শুভকামনা
শিরিন হক
ধন্যবাদ আপনার সুচিন্তিত মত প্রকাশের যন্য।
ভালথাকুন সুহৃদ।
প্রদীপ চক্রবর্তী
নিম্নমধ্যবিত্তদের চাকরি নামক সোনা হরিণটি আজ এক ঝলসানো রুটি।
বাস্তবতার সকল দিক এই কবিতায় ফুটে উঠেছে।
.
বেশ লিখলে দিদি।
শিরিন হক
ধন্যবাদ আপনার সুচিন্তিত মত প্রকাশের যন্য।
ভালথাকুন সুহৃদ।
মোহাম্মদ দিদার
বাস্তবতার নিরিখে গভীর জীবন বোধের বহিঃপ্রকাশ।
আপনার লেখা শব্দ গুলি, এক একটা শব্দই নয় শুধু।যেনো বুকের গহীনে চেপে থাকার দরুণ, হঠাৎ করেই বুক ফেটে বেরিয়ে আসা আর্তনাদ।
শিরিন হক
ধন্যবাদ আপনার সুচিন্তিত মত প্রকাশের যন্য।
ভালথাকুন সুহৃদ।
ছাইরাছ হেলাল
সুখ নামক সোনার হরিণ খুঁজে খুঁজে হয়রান
সোনা নয় মাটির হরিণ অধরাই থেকে যায়।
শিরিন হক
ধন্যবাদ আপনার সুচিন্তিত মত প্রকাশের যন্য।
ভালথাকুন সুহৃদ।
সুপর্ণা ফাল্গুনী
একদম সত্যি কথা। ধন্যবাদ
শিরিন হক
ধন্যবাদ
জিসান শা ইকরাম
নিম্নমধ্যবিত্তদের জীবন এমনই,
কবিতা ভালো হয়েছে খুব।
নিয়মিত লেখুন,
শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ