ভ্রষ্টা নারী

শুন্য শুন্যালয় ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৮:৩০:২৯পূর্বাহ্ন বিবিধ ৩২ মন্তব্য

প্রতিদিন একটি করে স্বপ্ন গেঁথে দেয় মেয়েটি
রংচটা ডায়েরীর পাতায়,
পাপের গন্ধগুলো মিলিয়ে দেয়
ছোট ছোট ভালোবাসার শুভ্র বল দিয়ে
ঠিক যেন ন্যাপথলিন।

দিন গড়াতে গড়াতে চাপা পরে যায় সে ডায়েরী
ছোট থেকে বড় হওয়া শিশুদের ভারি ভারি বইয়ের ভারে,
সংসারের ষড়যন্ত্রের কলে কাটা পরে সময়, নিজে।
বাহবা কুড়ায়, পেয়ে খুশি ছদ্মবেশীদের।
ভিতু নারী একদিন অসীম সাহসিকতায়
একা একা পাড়ি দিলো অচেনা অন্ধকার পথে;
সবাই কাঁদলো, বড় বেশি সহনশীল ছিল, কেউবা বললো
এমন আত্মত্যাগী মেয়ে আজকাল দেখাই যায়না, এমনি
আরো কত কি।

কোন একদিন এক ডায়েরী বেরিয়ে এলো,
ওটি তখন ছেড়া মলাটে
পোকাদের প্যালেস।
আধ মুছে যাওয়া জোড়াতালি শব্দ পড়ে
সবাই বলে উঠলো
ছিঃ এতো ছিল এক ভ্রষ্টা নারী…

৬৫৮জন ৬৫৮জন

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ