বিনিদ্র-রাত জেগে থাকে একাকী-নিঃসঙ্গতার ঘূর্ণাবর্তে
একাকীর-আনন্দ-অবিশ্রামে,
শান্ত শীতল নৈশব্দের নিঃশব্দতার সাথে ঘুরে-ফিরে-হাসে-খেলে
সাড়া উঠোনের দূরতম-আলপনার আনাচকানাচ জুড়ে।
এক ফুঁয়ে নিভে না-যাওয়া এই নিদাঘের মাসে।
অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ
বন্ধ জানলায় টঙ্কার তোলে,
ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি
দূরে দাড়িয় দাঁতে দাঁত রাখে,
ছায়-ফাঁদের ফাঁক গলিয়ে অকস্মাৎ জাদুমন্ত্র বলে
বৃষ্টি-হীন তৃষ্ণা-সড়কে হুড়মুড় বাণ-বৃষ্টি! সে আসবেই
দিনক্ষণ মিলিয়ে সংকট কাটিয়ে;
লাফিয়ে ওঠা প্রবাদ-বৃষ্টি নয়, নিবির অস্তিত্বময়
বৃষ্টি-পরশ চাই, ঘূর্ণি-তোলা বেগে।
২২টি মন্তব্য
শাহরিন
আসবেই, আসতেতো হবেই।
ছাইরাছ হেলাল
প্রথম মন্তব্যকারী-কে অনেক অনেক ধন্যবাদ।
এই কি প্রথম শুনলাম, বুঝছি!!
আমরা বৃষ্টির জন্য অবশ্যই অপেক্ষা করি/করবো।
মনির হোসেন মমি
অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ
বন্ধ জানলায় টঙ্কার তোলে,
ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি
সুন্দর লেখা।
ছাইরাছ হেলাল
মনির ভাইকে দেখে ভাল লাগল।
আমরা অপেক্ষা করি তুমুল বৃষ্টির।
পড়ার জন্য ধন্যবাদ।
মনির হোসেন মমি
হুম।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বৃষ্টি আসবেই সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিতে,
কোমল ছোয়া দিতে।
এমন ভাবে একটু সহজ করে লেইখ্যেন ভাইসাব।
ছাইরাছ হেলাল
দিন তারিখ ঠিক করে তো লেখা সহজ বা কঠিন করা যায়-না বা হয়-ও-না।
এই অপারগতাটুকু মানতেই হবে।
বৃষ্টি আসেই সব কিছু ধুয়ে মুছে দিতে।
শাহরিন
আমিও ভোট দিলাম 🙂
ছাইরাছ হেলাল
নির্বাচন হচ্ছে বুঝি!!
ভোট কিন্তু লাগবেই।
জিসান শা ইকরাম
আচ্ছা, দুই ভোট আসলো আপাতত।
অন্য ভাষায় লিখলে অনুবাদ করে দিতে হবে 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা,
তয়,অনুবাদক কৈ পামু!!
শাহরিন
দেশের তাইলে এই অবস্থা!!! আমাদের কি হবে!!!
ছাইরাছ হেলাল
অনুবাদকের খোঁজে নামুন।
তৌহিদ
বৃষ্টি আসবেই, তাকে আসতেই হয়। মনের প্রশান্তি মেটাতে যে কোন বাধাকে পেড়িয়ে মনকে প্রসন্ন করার জন্য হলেও বৃষ্টিকে আসতে হয়ই।
ছাইরাছ হেলাল
প্রকৃতির নিয়মে বৃষ্টি, সে আসবেই, একটু দেরি হলেও।
রাফি আরাফাত
আসতে হবেই তাকে!
ছাইরাছ হেলাল
আসুক সে!!
সাবিনা ইয়াসমিন
বৃষ্টি বন্দনা শুরু করে দিয়েছেন ! বৃষ্টির আগে কালবৈশাখের কথা কিছুই লিখলেন না, তা-ইতো বৃষ্টি অভিমান করেছে মহারাজ। ড্যাস রেখে লেখাপড়া ঠিক না…
ছাইরাছ হেলাল
দাহ-তাপে বৃষ্টি বন্দনা না করে উপায় কী!
ফণি এড়িয়েছি, বোশখে বৈশাখি আসবে না তা কী হয়!
আসবে আসবে।
লেখা কৈ!!
বন্যা লিপি
বৃষ্টি এলো বলে!! আসবেই বৃষ্টি! কে আর রুধিবে তারে? আসতেই হবে।
ছাইরাছ হেলাল
আসতে তাকে হবেই, কেউ আটকাতে পারবে না।
ধন্যবাদ, অনেক দেরিতে পড়লেও।