বৃষ্টি এলো বলে

ছাইরাছ হেলাল ১৬ মে ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৪১:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

বিনিদ্র-রাত জেগে থাকে একাকী-নিঃসঙ্গতার ঘূর্ণাবর্তে
একাকীর-আনন্দ-অবিশ্রামে,
শান্ত শীতল নৈশব্দের নিঃশব্দতার সাথে ঘুরে-ফিরে-হাসে-খেলে
সাড়া উঠোনের দূরতম-আলপনার আনাচকানাচ জুড়ে।
এক ফুঁয়ে নিভে না-যাওয়া এই নিদাঘের মাসে।

অন্ধকার আর দাহ-তাপের তুমুল ঢেউ
বন্ধ জানলায় টঙ্কার তোলে,
ফণি এড়িয়ে বর্ষার উজান-পাখি
দূরে দাড়িয় দাঁতে দাঁত রাখে,
ছায়-ফাঁদের ফাঁক গলিয়ে অকস্মাৎ জাদুমন্ত্র বলে
বৃষ্টি-হীন তৃষ্ণা-সড়কে হুড়মুড় বাণ-বৃষ্টি! সে আসবেই
দিনক্ষণ মিলিয়ে সংকট কাটিয়ে;
লাফিয়ে ওঠা প্রবাদ-বৃষ্টি নয়, নিবির অস্তিত্বময়
বৃষ্টি-পরশ চাই, ঘূর্ণি-তোলা বেগে।

৬৮০জন ৪৯৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ