বিয়ের আসর

ইসিয়াক ১৮ জানুয়ারি ২০২০, শনিবার, ০৭:৪৪:৫৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

চড়ুই পাখি বউ সেজেছে,
ঘোমটা দিলো মাথায়।
টুনটুনিটা তাই না দেখে
নাচছে পাতায় পাতায়।

শ্যামা বলে, গয়না আনো ।
ময়না বলে, বর এলো কই?
শালিক বলে, পোলাও খাবো,
সাথে চাই টক মিঠা দই ।

প্যাঁচা বলে চল রে ভাই,
এই আনন্দে গান সবে গাই।
ছন্দে ছন্দে দুলি আনন্দে,
সুরে সুরে সুর মিলাই ।

পাঁজি কাকটা দস্যি ভীষণ,
প্যাঁচারে দিলো এক খোঁচা।
বিয়ের আসর পণ্ড হলো,
দায় হলো মান নিয়ে বাঁচা ।

৭৪৩জন ৬০৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ