চড়ুই পাখি বউ সেজেছে,
ঘোমটা দিলো মাথায়।
টুনটুনিটা তাই না দেখে
নাচছে পাতায় পাতায়।
শ্যামা বলে, গয়না আনো ।
ময়না বলে, বর এলো কই?
শালিক বলে, পোলাও খাবো,
সাথে চাই টক মিঠা দই ।
প্যাঁচা বলে চল রে ভাই,
এই আনন্দে গান সবে গাই।
ছন্দে ছন্দে দুলি আনন্দে,
সুরে সুরে সুর মিলাই ।
পাঁজি কাকটা দস্যি ভীষণ,
প্যাঁচারে দিলো এক খোঁচা।
বিয়ের আসর পণ্ড হলো,
দায় হলো মান নিয়ে বাঁচা ।
২২টি মন্তব্য
রেহানা বীথি
বাহ্, বেশ সুন্দর শিশুতোষ ছড়া।
ইসিয়াক
অনেক ধন্যবাদ আপুৃ।
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর ছন্দময় ছড়া পাখিদের নিয়ে। শুভ কামনা রইলো আপনার জন্য
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো আপু্
অনন্য অর্ণব
দারুন ছন্দের ব্যাঞ্জনা।
ইসিয়াক
শুভকামনা রইলো্ ভাইয়া।
মাহবুবুল আলম
বাহ্ বেশ সুন্দর!
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো ভাইয়া।
সুপায়ন বড়ুয়া
“চড়ুই পাখি বউ সেজেছে,
ঘোমটা দিলো মাথায়।
টুনটুনিটা তাই না দেখে
নাচছে পাতায় পাতায়। “
টিয়া পাখি ছবি আঁকে
তোমার চোখের পাতায়।
লিখলেন মজার কবিতা
পড়ে নিলাম সবিতা।
শুভ কামনা।
ইসিয়াক
কৃতজ্ঞতা জানবেন দাদা ।
ভালো থাকুন সবসময় ।
সাবিনা ইয়াসমিন
পাখিদের বিয়েতেও গোলমাল লাগে!
ছন্দে ছন্দে ছড়া কবিতা বেশ ভালো লাগলো ইসিয়াক ভাই।
শুভ কামনা 🌹🌹
ইসিয়াক
ধন্যবাদ ও শুভকামনা জানবেন আপু।
ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ছড়া নাকি কবিতা!
সে যাই হোক ছন্দবদ্ধোতা সুন্দর লাগছে।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
ফয়জুল মহী
দারুণ ছন্দ বর্ণ । শুভেচ্ছা l
ইসিয়াক
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
শুভকামনা।
পর্তুলিকা
অনেক সুন্দর কবিতা। শুভেচ্ছা নিন কবি।
ইসিয়াক
ভালো থাকুন সবসময় ।
মোহাম্মদ দিদার
ছন্দের তালে মন ভুলিয়ে দিলেন,
চা টা যে ঠান্ডা হলো, সে পাচ টাকা কে দিবে শুনি?
ইসিয়াক
অনেক ধন্যবাদ ভাইয়া্
জিসান শা ইকরাম
এত সুন্দর বিয়ের আসর পন্ড করে দিল কাক!
ছন্দ ভাল হয়েছে।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাইয়া।