বাংলাদেশ থেকে সবচেয়ে বেশী দেখা সাইট সমুহের মাঝে প্রথম আছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেইসবুক । প্রথম ২৫ টি সাইট এর নাম হচ্ছে :
১ । Facebook
২ । Google
৩ । Google.com.bd
৪ । Yahoo
৫ । youTube
৬ । Blogspot.com
৭ । Prothom Alo
৮ । bdnews24.com
৯ । banglanews24.com
১০ । Wikipedia
১১ । WoedPress.com
১২ । Techtunes
১৩ । oDesk
১৪ । LinkedIn
১৫ । Bdjobs.com Ltd
১৬ । Bikroy.com
১৭ । ESPN Cricinfo
১৮ । Twitter
১৯ । Daily Manab Zamin
২০ । পরিবর্তন । বাংলা নিউজ পোর্টাল
২১ । Blogger.com
২২ । somewhere in …. blog
২৩ । PRIYO.com
২৪ । adf.ly- let your links flight
২৫ । Windows Live
দেখা যাচ্ছে যে প্রথম ২৫ টির মধ্যে বাংলা ভাষার সাইট আছে ১০ টি । এর মধ্যে প্রথম আলো আছে ১ নং এ । এরপরে বিডি নিউজ ২৪ ডট কম , বাংলানিউজ২৪ ডট কম , টেকটিউনস , বিডি জব ডট কম , বিক্রয় ডট কম , ডেইলি মানব জমিন , পরিবর্তন , সামহোয়্যার ইন ব্লগ এবং প্রিয় ডট কম ।
৯ জানুয়ারী ২০১৩ এর বাংলাদেশের সাইট সমুহের অবস্থান আর বর্তমান অবস্থানের মাঝে বেশ পরিবর্তন লক্ষ করা যায় । টেকটিউন সামহোয়ার ইন ব্লগের অনেক পরে অনলাইন জগতে আসলেও তা সামহোয়ার ইন ব্লগের উপরে উঠে যায়। ৯ জানুয়ারী টেক-টিউনের পরেই ছিল সামহোয়ারিন ব্লগ । কিন্তু বর্তমানে টেক-টিউন আর সামহোয়ারইন ব্লগের মাঝে এসে গিয়েছে ৪ টি দেশী সাইট । সামহোয়ারইন ব্লগের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রিয় ডট কম । সামহোয়ার ইন ব্লগের ভিজিটর কমছে । পক্ষান্তরে প্রিয় ডট কমের ভিজিটর বাড়ছে । এ অবস্থা অব্যাহত থাকলে প্রিয় ডট কম যে কোন সময় সামহোয়ার ইন ব্লগের উপর উঠে যাবে । সেক্ষেত্রে টপ ২৫ এ সামহোয়ার ইন ব্লগের অবস্থান হবে সবার শেষে ।
সুত্র : এলেক্সা র্যাংকিং অনুসারে বানালাদেশ থেকে যে সাইটে সবচেয়ে বেশি যাওয়া হয়
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
তথ্যপূর্ণ পোষ্ট
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
প্রজন্ম ৭১
এটি কিছুক্ষন আগের তথ্য জিসান ভাই । আপনাকেও ধন্যবাদ এখানে লেখার সুযোগ করে দেয়ার জন্য।
যাযাবর
জানলাম আমাদের দেশের মানুষ কোন কোন সাইট বেশী দেখেন ।
প্রজন্ম ৭১
লিংকটি Bookmarks করে রাখুন । রোজ দেখতে পাবেন 🙂
আদিব আদ্নান
জানা ছিল না । জেনে ভাল লাগল ।
প্রজন্ম ৭১
জানার কোন শেষ নাই ।
ছাইরাছ হেলাল
‘প্রিয়’ আমি নিয়মিতই দেখি ।
আমার পছন্দের সাইট এটি ।
বুক মার্ক করলাম ।
প্রজন্ম ৭১
আপনি প্রিয়তে লিখতে পারেন ।
বনলতা সেন
জানলাম । সামুতে এখন গড় লগিন থাকে ১৫০ জন। আগে যখন এক লাখ আইডি ছিল তখন লগিন থাকতো গড়ে ৩০০ জন । সে হিসেবে এখন লগিন থাকা উচিৎ ৬০০ জন। ভাবার আছে অনেক কিছু । কেন এমন হবে সবচেয়ে বড় বাংলা ব্লগ সাইটের ? প্রিয় ডট কম দেখবো আজ থেকে ।
প্রজন্ম ৭১
ঐকিক নিয়মে তো তাই হওয়া উচিৎ ।
আকাশ
জানলাম অনেক কিছু ।
প্রজন্ম ৭১
🙂
হতভাগ্য কবি
জ্ঞান সমৃদ্ধ হইলো। ধন্যবাদ 😀
প্রজন্ম ৭১
-{@ -{@
শিশির কনা
জানলাম । তারপরেও সামুর তুলনা নেই । যদিও সামুতে মান সম্পন্য ব্লগার এখন নেই বললেই চলে। আমি কিন্তু সামুতেও লিখি 😛
প্রজন্ম ৭১
সামু দেশের প্রথম বাংলা ব্লগ । লিখুন আপনি সামুতে -{@ (y)