ফরিং এত হালকা সুন্দর মায়াময় একটি প্রাণী (3 ভালো না বেসে পারা যায়? ফরিংকে নিয়ে কোন স্মৃতি নেই এমন মানুষ কি আছে? খুব ছোট বেলায় ব্যাডমিন্টনের মত শলা দিয়ে নেট বানাতাম, গোলাকার স্থানে দিতাম মাকররসার জাল। জঙ্গলে ফরিং ধরতে যেতাম। ফুলের উপরে ফরিং দেখে পা টিপে টিপে যেন কোন শব্দ না হয়, এমনকি নিঃশ্বাসও বন্ধ করে নেট রাখতাম ফরিং এর গায়ে। মাকরসার জালে আটকে যেতো ফরিং। সে কি ফুর্তি তখন। ফরিং ধরে রাখতাম বোতলের মধ্য।কত কথা বলেছি বোতলের মধ্যে থাকা ফরিং এর সাথে। ভোরে ঘুম থেকে জেগে দেখতাম ফরিং নড়ে না। মরে গিয়েছে 🙁 আবার নতুন উদ্যমে ফরিং ধরতে যাওয়া। আবার বোতলে রাখা। কেনো যে বোতলে রাখা ফরিং গুলো মরে যেতো 🙁 কোথায় চলে গেলো সেই সব দিন।
এখন আর ফরিং ধরিনা। ভালোবাসি ফরিংকে। ফরিংও ভালোবাসে আমাকে।হয়ত এই ফরিং এর পুর্ব পুরুষ একে বলে দিয়েছিলো আমি ফরিং ভালোবাসি, তাই এসে বসে আমার আংগুলের উপর।
ছোট বেলার বোতলে আটকে রাখা ফরিং কে এখন ক্যামেরার মাঝে আটকে রাখি। এর চেয়ে ভালো আর ফটোতে আটকে রাখতে পারি নি।
ক্যামেরার ফ্রেমে আটকে রাখা আর একটি ফরিং
ফরিং এর ফটোর ষ্টক শেষ। আসুন একটি গান শুনু ফরিং নিয়ে। অবশ্য এটি ঘাস ফরিং এর গান । ন্যান্সির গাওয়া ঘাস ফরিং ভালোই লাগবে আশা করি।
মন ফরিং নাটকে তাহসেনের গান ‘ মেঘের পরে আলোর ভীড়ে তুমি প্রথম চেয়েছিলে ‘ শুনে দেখুন। ভালো লাগবেই লাগবে।
বাংলা সিনেমা ফরিং এর একটি গান প্রান ছুঁয়ে যায়। আজ যেমন করে…… গাইছে আকাশ
বাংলা নাটক ফরিং ধরা দিন দেখতে পারেন এখানে ক্লিক করে
সিনেমা প্রিয়দের হতাশার কিছু নেই। আপনারা দেখুন বাংলা সিনেমা ফরিং , ক্লিক ক্লিক করুন দ্রুত
আচ্ছা একটি কথা, এই পোষ্টে আমি কি কি দিলাম? আমি নিজেই ভুলে গিয়েছি। পরীক্ষা চলছে,পড়তে বসতে হবে। আপনারা বলে দিন কি কি দিলাম। আর দোয়া করুন আমার জন্য। আগামীকালও পরীক্ষা আছে।
৩৩টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
বাংলা সিনেমা ফড়িং তো পুরাই সেইরাম 😉
মেহেরী তাজ
সিনেমাটি দেখা উচিৎ প্রত্যক মাতা পিতার।
বোকা মানুষ
স্মৃতির গন্ধ মাখানো মিষ্টি লেখা। ভাল লাগলো!
মেহেরী তাজ
ধন্য হলাম ভাইয়া,ভালো লাগাতে পেরে।
জিসান শা ইকরাম
ফরিং তো আমিও এমন ভাবে ধরতাম 🙂
হাতের উপর ফরিং দেখে অবাক আমি।
ছবি ভালো হয়েছে, এর চেয়ে ভালো ছবির দরকার নেই।
গান দুটো বেশ ভালোই লাগলো।
নাটক, মুভি দেখিনি, দেখবো।
স্মৃতি, ফটো, গান, নাটক, মুভি
এক পোষ্টে এত কিছু ?
জিসান শা ইকরাম
পরীক্ষা ভালো হোক এই দোয়া করি
পরীক্ষার আগের রাতে ব্লগে?
পড়াশুনা প্রথম অগ্রাধীকার।
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া।ভাই বোনের আইডিয়া মিলে যাবেই। পরীক্ষা ভালো হয়েছে দাদা 🙂
ছাইরাছ হেলাল
গান শুনলাম,বেশ ভালই লাগল।
এই ফড়িং, তোমাদের যে এমন ভালোবাসে তাকে পরীক্ষায় পাস করিয়ে দিও।
মেহেরী তাজ
পরীক্ষা ভালো হয়েছে ভাইয়া 🙂 ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
এত্তো কিছু কখন দেখবো? তোমাকে ফরিং কন্যা বলি? ফরিং এর ছবি আর তোমার স্মৃতি কথা বেশি সুন্দর হইছে, বাকিগুলো আস্তে আস্তে চলবে। এই কয়টা ছবিতেই অনেক ভালো লাগা, স্টক শেষ হয়ে গেলেও সমস্যা নেই। ফিরে আসো পাশ করবার মিস্টি নিয়ে, আর আরো এমন ছবি আর পোস্ট নিয়ে।
মেহেরী তাজ
ধীরে ধীরে দেখবেন আপু।পরীক্ষা ভালো হয়েছে আপু। ছবি তোলার খুব ইচ্ছে,কিন্তু ভালো ক্যামেরা নেই 🙁
মামুন
অনেক সুন্দর একটি পোষ্ট! নস্টালজিয়ায় ভোগালো কিছুক্ষণ…
অনেক ধন্যবাদ।
মেহেরী তাজ
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আবির
রান্নায় পাঁচফোড়ন দিলে স্বাদের যেমন মাত্রা থাকে না তেমনি এই লেখারও কোন মাত্রা নেই, চেটে-চুটে যতিচিহ্নগুলো পর্যন্ত খেতে হয়। গান, ছবি, বর্ণনা, মুভি বাপরে এতো কিছু! অসাধারণ কইলেও কম হইবো।
মেহেরী তাজ
আপনি তো বেশ মজা করে মন্তব্য করতে পারেন 🙂 ধন্যবাদ ভাইয়া।
নওশিন মিশু
ফরিং সিনেমা দেখে আমার মনে হয়েছে, অবশ্যই সেই সব বাবা-মায়ের সিনেমাটা দেখা উচিত যাদের ঘরের বাচ্চারা শিশু থেকে কৈশরে পা রাখছে। বাবা-মায়েদের জন্য শিক্ষামূলক মুভি। ধন্যবাদ সবকয়টা Review এর জন্য।
মেহেরী তাজ
হ্যাঁ, আপু এটি একটি শিক্ষা মুলক মুভি। বুঝতে পেরেছেন আপনি,এজন্য ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছবি সহ খুব সুন্দর পোষ্ট স্মৃতিকে ফিরে দেখা।
মেহেরী তাজ
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাইয়া।
খেয়ালী মেয়ে
যা দিয়েছেন কম দেননি :p সময় নিয়ে দেখতে হবে…
ফড়িংকে আসলেই ভাল না বেসে পারা যায় না–তবে দুঃখ হলো আমি একটাও ফড়িং ধরতে পারিনি 🙁
মেহেরী তাজ
যাক পরী আপুর পছন্দ হয়েছে,আমার আর কিছুই চাইনা।পরী ফড়িং ধরতে পারবেনা এ কেমন কথা।শুরু করুন ফড়িং ধরা :p
লীলাবতী
তাজ আপু,এত কাছে ফরিং আসে আপনার?ছবি গান স্মৃতি মুভি সহকারে খুবই সুন্দর একট পোষ্ট দিলেন। পরীক্ষার জন্য দোয়া করছি আপু। ফরিং মুভিটি দেখেছি। মা বাবার সন্তানদের প্রতি আরো যত্নশীল হতে হবে,তাদের কিশোর বয়সের কিছু ভুল ধারনা থাকে, একে বুঝিয়ে সঠিক ধারনা দিতে হবে।
মেহেরী তাজ
ফড়িং কে ভালোবাসি,তাই সেও ভালবেসে আমার কাছে আসে লীলাপু। মুভি সম্পর্কে আপনার আমার চিন্তা ভাবনা মিলে গিয়েছে 🙂
ব্লগার সজীব
ওস্তাদ,পরীক্ষা যেনো ভালো হয়,খাস দিলে দোয়া করছি। পোষ্ট দিয়ে তো ফাটিয়ে দিলেন ব্লগ (y) -{@
মেহেরী তাজ
পরীক্ষা ভালো হয়েছে শিষ্য।শিষ্য একটা ছেড়া গান দিয়ে ব্লগ ফাটিয়ে দিলে ওস্তাদ কেন ফাটাবে না ? :p
স্বপ্ন
আপু এক পোষ্টে এত্ত কিছু? পরীক্ষা ভালো হচ্ছে তো?
মেহেরী তাজ
ভালো হয়েছে স্বপ্ন ভাইয়া 🙂
অরণ্য
পড়তে গিয়ে আমি আমার জল ফড়িংও ( https://www.youtube.com/watch?v=d59zN-ZwX2k ) খুঁজছিলাম। সেইবা বাদ থাকবে কেন?
মেহেরী তাজ
আপনারও জল ফড়িং আছে নাকি? আপনার জল ফড়িং এর কথা জানতে ইচ্ছে করছে ভাইয়া 🙂
শিশির কনা
এক পোষ্টে এত কিছু দিলেন।ছবি দেখলাম,স্মৃতি জানলাম,নাটক,সিনেমা দেখবো।গান শুনছি 🙂 ধন্যবাদ আপনাকে -{@
মেহেরী তাজ
আমি যে একের ভিতরে অনেক কিছু :p
সাইদ মিলটন
ফড়িং ধরলেই দাদী কইত ছাইরা দে নাইলে তুইও ফড়িং এর মতো শুকনা হৈয়া যাবি 😀
মেহেরী তাজ
আমি মনে হয় এ জন্যই শুকনা 🙁 🙁