সুপ্রিয় ব্লগার বন্ধুরা বর্তমান সময়ে সংবাদপত্র ছাড়া জীবন কল্পনা করা যায় না। অনেক প্রকার সংবাদপত্রের ছড়াছড়ি দেশে। এক্ষেত্রে এগিয়ে অনলাইন সংবাদপত্রগুলো। তাৎক্ষণিক সংবাদ পাওয়ার জন্য অনলাইন সংবাদপত্রের জুড়ি নেই। এই অনলাইন সংবাদপত্রের জগতে একটি নতুন সংযোজন প্রথম বার্তা ডট কম। যার শ্লোগান হচ্ছে ‘সংবাদ ও সংযোগে আমরাই প্রথম।
অনলাইন সংবাদপত্র http://prothombarta.com পড়ুন এবং লিখুন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে। গল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ, সাহিত্য সমালোচনা, লাইফ স্টাইল, শিশুতোষ সাহিত্যসহ সাহিত্যের যেকোন শাখায় লিখতে পারেন আপনি।
লেখা পাঠানোর ঠিকানঃ [email protected]
৬টি মন্তব্য
নীলকন্ঠ জয়
ভালো উদ্যোগ। ডিজিটাল দেশে হাজার হাজার পত্রিকা থাকুক তা নিয়ে আমার আপত্তি নেই। শুধুমাত্র মানসম্পন্ন পত্রিকা চাই। শুভ কামনা।