প্রচেষ্টাটি ছোট কিন্তু সামগ্রিক বিবেচনায় বিশাল হতে পারে
প্রতি মাসে গড় বিদ্যুৎ বিল আসে ৬০০০/= থেকে ৬৫০০/=
আজ প্রিয়র আম্মু এ মাসের বিল দেখালো ৩৬৭৩/=
এসবের বিল গুলো তিনিই দিয়ে থাকেন , তাই প্রথমে বুঝতে পারিনি। এরপর পূর্বের মাসের বিল দেখালেন , মুখে হাসি । মনে পরে গেল , গত তিন মাস যাবৎ বাসায় ‘ বিদ্যুৎ সঞ্চয় ‘ অভিযান চলছে । কঠিন হুকুম সবার প্রতি – কোন রুমে কেউ উপস্থিত না থাকলে একটি ফ্যান বা লাইট যেন না জ্বলে । প্রথম মাসে অগ্রগতি তেমন আশাপ্রদ ছিলনা , দ্বিতীয় মাসে সন্তোষজনক , তৃতীয় মাসে তাঁর লক্ষ মাত্রা অর্জন
শুধু অপ্রয়োজনীয় ফ্যান , আর লাইট না জ্বালিয়ে এত বিদ্যুৎ সাশ্রয় !! আমরা হয়ত এসব ছোট খাট বিষয়ে নজর দেই না । এই সাশ্রয়কৃত বিদ্যুৎ তো আর একজন ব্যবহার করতে পারছেন । ভাবতে খারাপ লাগছে আমার – একজন সচেতন মানুষ হয়ে ৩০-৪০ % বিদ্যুৎ অপব্যয় করেছি ?
আমরা তো সবাই জানিই -‘ অপব্যয়কারী শয়তানের ভাই ।’
আসুন সবাই শুরু করি- নিজেদের বাসা থেকেইঃ
‘ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ? ‘
‘যে জাতি নিজে তাঁর ভাগ্য পরিবর্তন করে না ,আল্লাহ্ও তাঁদের ভাগ্যের পরিবর্তন করেন না’।
এটি আমার গতকালের ফেইসবুকের Status
১৬টি মন্তব্য
শিশির কনা
৩০% বিদ্যুত সঞ্চয় কম কথা নয়। শুরু করলাম । (y)
জিসান শা ইকরাম
শুরু করুণ 🙂
আদিব আদ্নান
যাক , অবশেষে আপনি মিতব্যয়ী ।
এমন প্রচেষ্টায় সবার মনযোগী হওয়া উচিৎ ।
জিসান শা ইকরাম
লজ্জা পাইলাম কিন্তু ।
প্রজন্ম ৭১
দেশের লুটেরা রাজনিতীবিদ আর আমলারা লুটেপুটে খাচ্ছে সব । সাধারনদের এগিয়ে আসতে হবে দেশ গঠনে । ভালো আইডিয়া দিলেন । (y)
জিসান শা ইকরাম
কি আর করা , নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব করার চেষ্টা এটি ।
সুখী মানুষ
আমার ভাই এরকম কুনু সমস্যা নাই … যেখানে বিদ্যুৎই থাকে না সেখানে আবার সাস্রয় কি !!!! ;?
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , ভালো বলেছেন , আপনি আসলেই একজন সুখী মানুষ 🙂
এই মেঘ এই রোদ্দুর
েআল্লাহর রহমতে এ বিষয়ে আমরা সবাই সচেতন থাকি
জিসান শা ইকরাম
ইনশ আল্লাহ –
ছাইরাছ হেলাল
অবশ্যই সচেতন ভাবে সাশ্রয়ী হওয়া জরুরী ।
জিসান শা ইকরাম
কিন্তু আমরা অনেকেই ভাবি – আমি তো বিল দেই , সাশ্রয়ের কি দরকার ?
বনলতা সেন
এমন করে ভাবলে আমরা সেই কবেই অন্য রকম হতাম ।
তবুও ভাল আমরা এমন করে ভাবতে শুরু করেছি ।
জিসান শা ইকরাম
আমাদের যারা নেতা , তারা এ বিষয়ে ভাবতে বললেও কাজে প্রমান করবেন না । তাই নিজেদের কাজ নিজেরাই করি।
মর্তুজা হাসান সৈকত
আমি নিজেও এরকম । তবে সবাই যদি এরকম হয় কিংবা হই তবে অচিরেই প্রত্যাশিত পরিবর্তন আসবে ।
জিসান শা ইকরাম
আসা উচিৎ পরিবর্তন
আসবে একদিন অবশ্যই —