বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;
আলসেমির আধ-বোজা চোখে প্রতুল বিস্ময়
ধ্যাত, এ-সব এমন করে জানান দিয়ে কি হয়?
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে!
হতেও তো পারে! কিছু একটা উছিলা নিয়ে
ভাবুক ঘড়িটা ঢং শব্দে ক্ষণ গণনা শুরু করে দিতে পারে
অথৈ উৎসবের।
২৫টি মন্তব্য
ফয়জুল মহী
অনুপম উপস্থাপন, প্রিয় শুভ কামনা অহর্নিশি। ♥♥।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না
আকাশে হেলান দিয়ে! মনে হয় কেউ আছেন ওখানটায় আকাশে হেলান দিয়ে। ভালো থাকুন সবসময় শুভ কামনা
ছাইরাছ হেলাল
আপনার মতামত তো খুঁজে পাচ্ছি না!
আরও ভাল থাকুন।
মনির হোসেন মমি
কাব্যিক মন
কাব্যিক কথন
পাতারা বলে কিছু জানতে চায়!
কেমনে কী!!
ছাইরাছ হেলাল
তার থেকে বলুন,
পাগল-মন কত কিছুই না ভাবে ইচ্ছে মতন! আমিও বলি কেমনে কী!
ভাল থাকবেন অনেক।
সাদিয়া শারমীন
ভাবুক ঘটিটা আসলেই ঢং শব্দে উৎসবের দিন ক্ষণ গণনা করে। ভাল লেগেছে।
ছাইরাছ হেলাল
ভালো থাকবেন আপনি।
রুমন আশরাফ
দারুন!!!!
ছাইরাছ হেলাল
অনেক দিন পর!
ধন্যবাদ।
রুমন আশরাফ
কর্মব্যস্ততার দরুন কিছুদিন দূরে ছিলাম। তবে বিচ্ছিন্ন হয়ে যাইনি। ভাল থাকবেন ভাই।
সঞ্জয় মালাকার
অসাধারণ লেখা শ্রদ্ধে দাদা পড়ে ভালো লাগলো খুব,
আপনার জন্য শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপনার জন্য ও শুভ কামনা।
ত্রিস্তান
কেবল ফাঁকিবাজির ধান্দা…🤔🤔
ছাইরাছ হেলাল
সব কিছু জেনে বুঝেও আমারা ধনুর্ণভঙ্গপণ নিয়ে
এক একটি মৌসুমি ধোঁকার অপেক্ষায় থাকি।
ধন্যবাদ।
আরজু মুক্তা
পাতারা ঝরে যাবে, তবে সাজবে নব পল্লবে। জিরাফের মতো গলা বাড়িয়ে ফুলের সৌন্দর্য আর সুঘ্রাণ নিন। বসন্ত আসিতেছে।
ছাইরাছ হেলাল
আচ্ছা তাহলে একটু অপেক্ষা নেই!
ভাল থেকে আমাদের পড়তে দিন।
সুরাইয়া পারভীন
পাতারা ঝন ঝন শব্দে শুনিয়ে যাচ্ছে বিষাদের সুর।
বসন্তের আগমনের সাথে সাথে বিষণ্ণতায় ঢেকে যায় প্রেয়সীর মন। বড্ড যন্ত্রণাদায়ক এই বসন্ত বিলাস।
চমৎকার লিখেছেন ভাইয়া
ত্রিস্তান
যেখানে সেখানে কেবল বসন্ত বিলাস দেখো, পাঠক হিসেবে আরেকটু মনোযোগী হও বুঝেছ??
ছাইরাছ হেলাল
আরে ব্যাপার না, এ-সব।
ছাইরাছ হেলাল
বসন্ত কিন্তু আসে-নি, তবে এলে দেখে নেব তার রঙ;
ভাল থাকুন আপনি।
জিসান শা ইকরাম
আবার জিরাফ গলা, জিপসি !!
জানালা দিয়ে এসবো আসে! 🙂
ছাইরাছ হেলাল
পড়তে হবে মন দিয়ে।
একটি চেয়ারের আকার আকৃতির জন্য জিপসি চেয়ার বলা হচ্ছে।
আর এ জিরাফ সে জিরাফ নয়।
ইসিয়াক
বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,
ভূমিকম্প-টম্প নয়,
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;
অসাধারণ কাব্যিক প্রকাশ।ভালো লাগলো।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিচ্ছি, পড়ার জন্য।