প্রিয় হাসিনা বুবু ,
পত্রের শুরুতেই আমার শত কুটি ছালাম ও কদমবুচি জানিবেন ।
আশাকরি আল্লাহ্র রহমতে সহি সালামতে ভালো আছেন।
পর সমাচার এই যে ,
আগামীকাল রবিবার আপনি নুতন মন্ত্রীসভা গঠন করিতে যাইতেছেন । ইহা অবগত হইয়া অন্তরের কিছু ইচ্ছা প্রকাশ করার তাগিদ অনুভব করিতেছি।
কেমন মন্ত্রী সভা চাই ?
গত মন্ত্রিসভা গঠন করিবার সময় আপনি রাগ এবং অনুরাগের বশে মন্ত্রীসভা গঠন করিয়াছিলেন। যদিও শপথ লইবার সময়ে রাগ এবং অনুরাগের বশে আপনি কোন সিদ্ধান্ত নিবেন না বলিয়া শপথ গ্রহন করিয়াছিলেন । এমন কিছু মানুষকে আপনি মন্ত্রী সভায় স্থান দিয়াছিলেন যে বিভিন্ন সময়ে তাহারা এমন সব কান্ড করিয়াছেন , তাহাতে হাসির বন্যা বহিয়া গিয়াছে দেশে । তৃতীয় স্তরের নেতাদের আপনি মন্ত্রী করিয়াছিলেন । বেশ কিছু আমলা ছিল আগের মন্ত্রী সভায় । মুলত আমলা দিয়ে দেশ পরিচালনা করিতে চাহিয়াছেন এবং করিয়াছেন। আমলারা জনতার চিন্তাকে বুঝিতে অক্ষম । তাহারা চাকুরী জীবনের প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত সাধারন জনতা হইতে কিভাবে দূরে থাকা যায় , তার চিন্তায় রত থাকেন।
#যোগাযোগ মন্ত্রী হিসেবে কোন দৌড় বিদ মন্ত্রীকে দেখতে চাইনা।
#স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চাইনা কোন ঝাকুনি মানুষকে ।
#দরবেশ বাবা কে ধারে কাছে রাখিবেন না । শেয়ার মার্কেট নিয়া দরকার হইলে আলাদা একটি মন্ত্রানলয় সৃষ্টি করুন ।
মন্ত্রী করুন অভিজ্ঞ এবং ঝানু রাজনীতিবিদদের । আমির হোসেন আমু , তোফায়েল আহমেদ , মোহাম্মদ নাসিম , সুরঞ্জিত সেনগুপ্ত ( কিছুটা কালো দাগ থাকিলেও এনাকে রাখুন ) , মতিয়া চৌধুরীর মত অভিজ্ঞ রাজনীতিবিদদের । আস্থা রাখুন এদের প্রতি , আওয়ামী লীগের সেই বিভেদের দিনে এনারাই তো আপনাকে দলের নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী করিয়া তুলিয়াছিলেন।
সামনের দিনগুলো খুব সহজ হইবে না । সেই দিনগুলোকে রাজনীতিবিদদের দিয়েই মোকাবেলা করুন। আমলামন্ত্রী দিয়ে নয়। আমার বিশ্বাস সিনিয়র এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে প্রথম হইতেই গত মন্ত্রীসভা গঠন করা হইলে অনেক সংঘাত এড়ানো সম্ভব হইত ।
বিশেষ আর কিছু লিখিলাম না । ভুলত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবেন ।
এখন ৮০
ইতি –
—- জিসান চাষী
২৪টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
দারুণ । একমত
জিসান শা ইকরাম
হুম ধন্যবাদ
প্রজন্ম ৭১
প্রায় সব মিলে যাচ্ছে । দরবেশ এর বিষয় জানিনা ।
জিসান শা ইকরাম
দরবেশ বাবা প্রথম বড় ধরনের ধাক্কায় জড়িত ।
প্রায় ১৫ লক্ষ শেয়ারে বিনিয়োগ কারী পথে বসেছে এই দরবেশের জন্য ।
মা মাটি দেশ
যাহা বলিছেন সত্য বলেছেন সহমত আপনার সাথে…সাথে সময়ের মাঝে যদি দেখিয়ে দিত বিশ্বজিৎতের মত সাগর রুনি,ইলিয়াস আলীর গুমের রহস্য তবে আরো কিছু বিসস্ততা পেত।
জিসান শা ইকরাম
সাগর রুনির রহস্য উদ্ঘাটন করা খুব জরুরী , এর দোষীদের ধরা হোক ।
ইলিয়াস আলীর বিষয়ে কিছুটা রহস্য আছে ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লিখেছেন ভাইয়া ..
এখন দেখার পালা…আবার নতুন করে ফুলের মতো পবিত্র বানায় কাকে কাকে…
জিসান শা ইকরাম
খারাপ প্রায় সবাই এখন ।
বেছে নিতে হয় কে অল্প খারাপ —
খসড়া
শপথ নেবেন তিনটার সময়। গতবারের ভুল কি তিনি আবার করবেন? মনে হয় না। আর বিতর্কিত দের বোধ হয় বাদই দেবেন।
জিসান শা ইকরাম
গতবারের ভুল আর করা উচিৎ না ।
অভিজ্ঞরা মন্ত্রীসভায় থাকলে দেশ যে ক্রান্তি কাল অতিক্রম করছে , এটি এড়ানো যেতো মনে হয় ।
ছাইরাছ হেলাল
হলফনামা না দেখলে রঙ্গীন বেড়ালদের সম্বন্ধে আম পাব্লিক অনেক কিছুই
জানতে পারত না ।
জিসান শা ইকরাম
ঠিক ঠিক , আম পাব্লিক এখন কিছুটা হলেও জানতে পারছে ।
মোঃ মজিবর রহমান
মাননীয় প্রধানমন্ত্রী প্রায় সময় বলেন, আমি কোন অন্যায় করিনাই। একথা বিশ্বাস করলাম। কিন্তু তিনি একজন দেশের প্রধান হিসেবে এই উত্তর সমীচিন নয় ও সন্তসজনক নয়। তিনি প্রধান তাঁর দায়ীত্ব শুধু পদ দেয়া না, কে কি করল তা ঠিকঠাক বুঝেও নেওয়া। একজন মার সন্তানকে ভুলের জন্য শাস্তি ও সঠিক পথ দেখানও কর্তব্য। ভবিষ্যতে জাতে খারাপ কিছু না ঘটে তাও খতিয়ে দেখতে হবে তাঁকে।
আপনার সাথে ১০০% সহমত।
জিসান শা ইকরাম
রাজনৈতিক অচলবস্থার অবসান চাই ।
মন্ত্রী পরিষদ খারাপ হয়নি।
লীলাবতী
গঠন হয়ে গিয়েছে । আপনার কথিত সবাই আছে ।
জিসান শা ইকরাম
হ্যা , প্রায় সবাই আছেন ।
হলুদ পরী সাদা নাকফুল
মাথায় কিচ্ছু ধুকে নাই 🙁
জিসান শা ইকরাম
কবিদের মাথায় এসব অনেক সময় ঢুকে না 🙂
রাতুল
কি যে করছে, জানিনা। দেখবো রাতে !!! আশা করি এমন কিছুই করবে 🙂
জিসান শা ইকরাম
এবার রাজনীতিবিদ প্রাধান্য পেয়েছে ।
শিশির কনা
আশা পুরন তো হলো । চিঠি কি শেষ ?
জিসান শা ইকরাম
হ্যা , যেমন প্রত্যাশা করেছিলাম , প্রায় তেমন হয়েছে ।
চিঠি লেখা কেবল শুরু ।
নীলকন্ঠ জয়
আপনার আশা কিন্তু পূরন হচ্ছে বড় ভাই
শুন্য শুন্যালয়
ভাইয়া আপনার চিঠি পড়েছে সে..আর কাজ ও করেছে সেভাবে ..
এক চিঠির এতো গুন 🙂 বেশি বেশি চিঠি লিখুন.