নিমগ্নের গ্রন্থ-পাঠ

ছাইরাছ হেলাল ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৩:২৪:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
নেহায়েত অভ্যাসবশত নয়;

ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের
অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;
লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে
পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত
নিত্য নূতনের দিগন্তে;

পাঠ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে
আজান ভেসে আসে শব্দহীন দীঘল
সাদা প্রজাপতির মত;

শুরু হয়ে যায়, যার যার মত কাগুজে প্রলাপ
দৃকপাত-হীন অনস্তিত্ব থেকে অস্তিত্বের মামুলি প্রবেশে।

ছবি……নেট থেকে।

৪৩৮জন ৩১৬জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ