অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
নেহায়েত অভ্যাসবশত নয়;
ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের
অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;
লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে
পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত
নিত্য নূতনের দিগন্তে;
পাঠ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে
আজান ভেসে আসে শব্দহীন দীঘল
সাদা প্রজাপতির মত;
শুরু হয়ে যায়, যার যার মত কাগুজে প্রলাপ
দৃকপাত-হীন অনস্তিত্ব থেকে অস্তিত্বের মামুলি প্রবেশে।
ছবি……নেট থেকে।
২৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এইসময় প্রার্থণা করাটাই মঙ্গল সবার জন্য।নিরবে নিভৃত্যে বিধাতাকে স্মরণ করা উচিত। করোনা আমাদের অনেক কিছু শেখালো, করালো যা আমাদের অনেকের ই অভ্যাস ছিল না। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
হ্যা, আমরা এ অসহায় দিনে অনেক কিছুই শিখেছি।শিখছি,
যা আমদের সামান্য জীবনে অনেক কাজে দেবে, আপনিও ভাল থাকবেন।
বন্যা লিপি
নিমগ্ন প্রার্থনাই আমাদের এখন একমাত্র উপায়, নিবিষ্ট প্রার্থনায় আবার ফিরে আসুক সোনালী সকাল।
ছাইরাছ হেলাল
নিবিষ্ট প্রার্থনাটুকুই আমাদের সম্বল,
আপনি ভাল থাকবেন।
ইসিয়াক
অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
নেহায়েত অভ্যাসবশত নয়;
বিপদে আল্লাহ ই একমাত্র ভরসা ভাইয়া।
তিনিই পারেন সব বিপদ থেকে উদ্ধার করতে।
শুভকামনা জানবেন ।
প্রার্থণা আছি। প্রার্থণায় থাকুন সবাই।
জগতের সকল মানুষের ভালো হোক রইলো এই কামনা।
ছাইরাছ হেলাল
আপনার ও আপনাদের নিরাপদ জীবন কামনা করি।
ভাল থাকুন।
এস.জেড বাবু
প্রার্থনার সাথে নৈমিত্তিক অভ্যাস ঠিক রাখুন-
ঘুম না পেলেও ঘুমের চেষ্টা করুন-
আর জেগে থাকা অন্য অবসর সময়টা আপনার আমার আমাদের সকলের জন্য প্রার্থনা করুন-
বিধাতার মন গলবে এমন নিবিড় একান্ত প্রার্থনায়-
আশা রাখি একদিন উদ্ধার হবে সমগ্র মানব জাতি।
শুভকামনা
ছাইরাছ হেলাল
রুটিনে কোন ব্যত্যয় নেই, হয় ও না।
এ সময়ে এ মুহূর্তে বাড়তি নিবেদন আমাদের করতেই হয়।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখবেন এমন প্রার্থনাই করি।
নৃ মাসুদ রানা
অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,
নেহায়েত অভ্যাসবশত নয়;
ছাইরাছ হেলাল
নিরাপদে থাকুন।
ধন্যবাদ।
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন । ভালো লাগলো । ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
হালিম নজরুল
নেহায়েত অভ্যাসবশত নয়;
ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের
অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;
লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে
পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত
নিত্য নূতনের দিগন্তে;
——–চমৎকার
ছাইরাছ হেলাল
আমাদের প্রার্থনায় রাখবেন নিরাপদে থেকে।
ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে, “
এটাই নিজেকে ব্যস্থ রাখার সঠিক সময়।
ব্যস্থ থাকুন। ভাল থাকুন।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
মহামহিমের আছে আকুল প্রার্থনাই আমাদের এক মাত্র উপায়।
ভাল থাকবেন আপনি।
সুপায়ন বড়ুয়া
আপনি ও ভাল থাকবেন
নির্ভয়ে নিশ্চিন্তে থাকেন।
বিপদ কাটবেই।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাই।
সাবিনা ইয়াসমিন
আমি এই লেখাটির পাশ কেটে যেতে চাচ্ছিলাম, গিয়েছিও। কিন্তু বারবার, কয়েকবার ফিরে এসেছি। কারণ লেখাটি অস্তিত্বহীন নয়। সমগ্র অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে। যত মামুলিই হোক, আমরা আস্থা খুঁজি অস্তিত্বেই 🙂
এর বেশি মাথায় আসছে না। ভয় লাগে।
ছাইরাছ হেলাল
এক মাত্র তাঁর-ই সাহায্য চাই, এবং তা পাবো তাও আশায় রাখি।
তাও এড়িয়ে জান নি দেখে ধন্যবাদ, আল্লাহ আমাদের ভয় কাটিয়ে নিরাপত্তায় জড়াবেন অবশ্যই।
নিরাপদে থাকুন সবাইকে নিয়ে।
সুরাইয়া পারভীন
রাতের শেষ প্রহরে অভেদ্য নিমগ্ন পাঠই একমাত্র মুক্তির উপায়।
চমৎকার লিখেছেন ভাইয়া
ছাইরাছ হেলাল
এর মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদের মুক্তি দিবেন।
ভাল থাকবেন আপনি।
জিসান শা ইকরাম
ভীতি মস্তিস্ককে স্থবির করে দিয়েছে,
রক্ষা করো প্রভু আমাদের।
ছাইরাছ হেলাল
প্রভুর দয়া ছাড়া এ বিপদে মুক্তির উপায় নেই।