মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ির চাকঢালায় কিশোরী মেয়েকে লম্পট বাবা কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনায় ধর্ষিতা মেয়ে উম্মে হাবিবা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক অভিযুক্ত সুপারের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেছেন সচেতন মহল।
ধর্ষিতার লিখিত অভিযোগে জানা যায়- ‘চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আবু বক্কর ছিদ্দিক এর সাথে ১৯৯৯ সনে তার মায়ের বিবাহ হয়। তাদের পরিবারে এক মেয়ে ও দুই ছেলে আছে। বড় মেয়ে উম্মে হাবিবা (১৫)। বিগত ২০০৩ সনে তাদের বিবাহ বিচ্ছেদ হলে পরবর্তীতে আবু বক্কর ছিদ্দিক তার বড় মেয়ে উম্মে হাবিবাকে চাকঢালা এলাকায় নিয়ে আসে।
গত রমজানের দুই দিন পূর্বে সৎমায়ের অনুপস্থিতিতে উম্মে হাবিবাকে তার পাষণ্ড পিতা জোর করে ধর্ষণ করে। কিছুদিন পর পুনরায় তার পিতা ধর্ষণ করলে সে তার মায়ের কাছে চলে যাওয়ার প্রস্তুতি নিলে তার পিতা শপথ করে আর কখনো জঘন্য এধরনের কাজ করবে না মর্মে অঙ্গিকার করে। ভয়ে সে ধর্ষণের কথা কাউকে জানায়নি। কিন্তু গত ৮ আগস্ট গভীর রাতে মৌলানা আবু বক্কর তার মেয়েকে জোর করে আবারো ধর্ষণের চেষ্টা করলে পরের দিন মেয়ে উম্মে হাবিবা তার খালার বাড়িতে চলে যায় এবং ঘটনার বিষয়টি এলাকায় জানাজানি হয়।
এ বিষয়ে অভিযুক্ত মৌলানা আবু বক্কর ছিদ্দিক এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- তার বড় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর তার বড় মেয়ে উম্মে হাবিবাকে আশ্রয় দিয়েছিলেন। তবে অভিযোগের বিষয় অস্বীকার করে তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবী করেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এএসএম শাহে দুল ইসলাম বলেন- বিষয়টি তিনি এক জনপ্রতিনিধির কাছ থেকে শুনেছেন। এসব বিষয়ে যতদ্রুত সম্ভব থানার সহযোগিতা নিয়ে আলামত সংগ্রহ করতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, বাদীর মৌখিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
পশুর চেয়েও নিকৃষ্ট এই লম্পট আবু বক্কর ছিদ্দিক।
শুন্য শুন্যালয়
পশু নিকৃষ্ট নয় ভাইয়া , তারা নিজেদের সন্তানকে হয়তো খেয়ে ফেলে তবে জীবনধারনের জন্য, আর তাদের মধ্যে তো বিবেক দেয়নি সৃষ্টিকর্তা। এইসব পাষন্ডদের গালি একমাত্র সে নিজে। ঘেন্না হচ্ছে।
পারভীন সুলতানা
আমার আর ঘৃণা হয় না । কেননা ডাক্তার বলেই সাধারণ জনারন্যে মেশার সুযোগ হয়েছে আমার , আমি জানি নরকের কীট ও এদের চেয়ে উন্নত।
রিমি রুম্মান
কি ভয়ংকর সংবাদ ! এসব পড়ে পড়ে অসুস্থ হয়ে যাচ্ছি যেন। আমার বাবার জন্যে প্রতিদিন মোনাজাতে চোখে জল ঝরে আপু। আর ওই কিশোরী মেয়েটি বোধ হয় মৃত্যুর আগ অবধি তাঁর বাবাকে অভিশাপ দিয়ে যাবে। 🙁
পারভীন সুলতানা
আর তাই আমার অনুরধ একটু চারপাশ সম্পর্কে সজাগ থাকুন । আমাদের নিজেদের না হউক, আশেপাশের শিশুদের রক্ষা করুন।
সঞ্জয় কুমার
মেয়েরা কোথায় নিরাপদ ???
পারভীন সুলতানা
মেয়েরা শুধু মাতৃ জঠরে নিরাপদ ।
সঞ্জয় কুমার
সেটাও বা কি করে বলি । । কিছুদিন আগেই তো একটা মেয়ে মাতৃগর্ভে থাকা কালীন গুলি খেয়েছিল । এছাড়া এবরোশন তো আছেই । সাধারণ ঘটনা । আমরা মানুষ কবে হব ?
পারভীন সুলতানা
খুব কঠিন প্রশ্ন ? আসলেই আমরা কবে মানুষ হব?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধিক্কার ঐসব নর পিচাস পুররুষদের। (y)
পারভীন সুলতানা
নর পিচাস সম্ভবত লজ্জা পাবে আপনার মুল্যায়নে, ওরা তার চেয়ে নিকৃষ্ট কিছু একটা ।
মরুভূমির জলদস্যু
সব মানুষের ভিতরেই নাকি পশু বাস করে। কিছু কুছু আবার উল্টো, পশুগুলি মানুষের রূপে বাস করছে।
পারভীন সুলতানা
সেটাই অবাক করা বিষয় ।
আজিম
বিশ্রি।
পারভীন সুলতানা
ঘৃণা প্রকাশের জন্য কোন শব্দ পাইনি যা পরিপূর্ণ ।
নীলাঞ্জনা নীলা
আপু আমি এসব নিতে পারছি না।
পারভীন সুলতানা
তবুও তা ঘটছে , আমাদের আসে পাশেই । উপেক্ষা করি সাধ্য কি ?