ধনুকের ভালোবাসা

ছাইরাছ হেলাল ১৪ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০৭:৩২:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

রাতের বুকে বালতি বালতি জ্যোৎস্না ঢেলে
চাঁদ হেসে ওঠে, ধ্রুপদ আলোর নিপুণ মূর্ছনায়
অনন্ত-তৃষ্ণা ডানা মেলে, নিভৃতে রোপণ করা
স্বপ্ন অভিলাষে, ঝাঁপায় এদিকে-ওদিকে;
খুবই স্বাভাবিক,

ঝকানো বিজ্ঞাপনে নটি সুখের মিচকে হাসি
একটি নিলে একটি ফ্রি, দু’টিতে তিনটি!!
শহুরে অহংকার ছুঁয়েছে চুল থেকে পায়ের নখ অব্দি;
এই-ই হয়।

আলোকসুন্দরী পাখিরা আধারেই খুঁজে নেয় উলুবন
ভাগ্যের দোহাইয়ের জিকিরে, বাঁকে বাঁকে।
অস্বাভাবিক নয় কিছুই এখন,

সময়দৈর্ঘ্যের আমি-তুমি,
তুমি-আমি,
তুমি-তুমি
এখন শুঁকিয়ে যাওয়া দীঘল নদী,
এক কুড়ি বজ্র দাগাই হলো সার
কিছুতেই ছুঁলো না জলবৃষ্টি।
এমন হতেই পারে,

না-জল না-বাতাসেও সারা শরীরের আলপথ জুড়ে
রঙিন জোয়ার, ঝাঁকে ঝাঁকে ধুম লাগা ধনুক ভালোবাসায়
সুগন্ধি বিছানা উর্বর আবার,
সাধের শরীরী আহ্লাদে এমন হতেই পারে।

দেখা হবেনা, কথাও না আর, না-কথার খৈ ফুটিয়ে বিনা কারণে
নিরন্তর খিস্তি-খেঁউড় হবে না, জ্ঞানী জ্ঞানী কথার তুবড়ি ছুটবেনা,
এমন কথাবলা মোটেই ঠিক না, ঠিক না;

মূখ-বধিরতায় এ কোন্‌ অনড় ম্লেচ্ছ সুখ!
হেলে যাওয়া যৌবনকুটিরে!
সহস্র সহস্রাব্দের নিভাঁজ ভালোবাসা ফেলে রেখে
অভেদ্য ধোঁয়ার নিপুণ বুননে নিঃসঙ্গতার আঁক এঁকে!!

১জন ১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ