দেয়াল ঝুলে আছে দেয়ালের গায়ে, লেপ্টে লেপ্টে,
দেয়ালে ঝুলে আছে ফেলে আসা জীবনের করুন মানচিত্র;
দেয়ালে ঝুলে আছে নিরুপায় ঝড়-পালানো মানুষের প্রতিচ্ছবি
সামান্য একটু আশ্রয়-প্রত্যাশা।
ক্রুর দেয়াল আড়ালে হাসে, অপেক্ষার জাল ফেলে,
বিষদাঁত লুকিয়ে, এবারে সে নেবে তীব্র প্রতিশোধ
আগুনের লেলিহান শিখা জ্বেলে, এক নিমিষে; নিয়েছে;
মুহূর্তে কেড়েছে অসহায় প্রাণ, প্রাণের আকুতি ঠেলে ফেলে;
কিন্তু দেয়াল জানেনা, দেয়ালের পরে-ও দেয়াল থাকে,
অ-টপকানোর পিচ্ছিল প্রাচীর নিয়ে!
আশাহত দেয়াল গালে-হাতে কাঁদতে বসে
এবারেও টেঁসে গেল না!
পাথরে বেধেছে যে প্রাণ, হারাবে-না সে কিছুতেই।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
দেয়াল কিছু প্রাণ নিতে পারলেও, সব প্রাণ নিতে পারেনা,
আশা হত দেয়াল কাঁদতেই থাকুক।
ভাল্লাগছে।
ছাইরাছ হেলাল
আশাহত দেয়াল একটু বেদনা বয়ে বেড়াবে এটিই স্বাভাবিক।
রাফি আরাফাত
পাথরে বেধেছে যে প্রাণ, হারাবে-না সে কিছুতেই।কেন জানি একটু বেশি ভালো লাগছে লাইনটা। ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য ধন্যবাদ।
শাহরিন
হারাতে দিব না, হারিয়ে যাবে না।
ছাইরাছ হেলাল
অবশ্যই কিছুই হারিয়ে যাবে না।
ধন্যবাদ।
মনির হোসেন মমি
বাপেরও বাপ আছে ঠিক যেমন দেয়ালেরও দেয়াল।তাই সাধু সাবধান।সুন্দর লেখা।
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর করেই বলেছেন।
ধন্যবাদ।
বন্যা লিপি
ভঙ্গুর দেয়াল একসময় না একসময় ভেঙে পড়বেই…. এটাই স্বাস্বত। যে দেয়ালে সময়ের আঁচড় পড়েনা। তাতো কালের স্বাক্ষী!!
ছাইরাছ হেলাল
দেয়াল ভেঙ্গে গেলে যাক, ভেঙে লুটিয়ে গুড়িয়ে যাক, সমস্যা নেই।
পরিকল্পিত ভাবে ঘাড়ে-গর্দানে পড়লেই জীবনের সংশয় তৈরি হয়।