দেশ বাঁচাও

মোকসেদুল ইসলাম ২৩ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০৪:৪৭:৩৬অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

এভাবে আর দিন যায় না সখি
ভালোবাসায় দেখা দিয়েছে রাজনীতির খরা
হরতাল, অবরোধে জীবনটা এখন ঘরে পড়ে গেছে বাঁধা।
ক্ষমতায় যারা তারা ঠিকই আছে
এসি রুমে বসে তারা আলোচনা করে
বাতাসে তাদের চুলটিও ওড়ে না।
বোকাচুদা জনগন আমরা মরছি পথে-ঘাটে
কেউ গুলি খেয়ে কেউ বাসে,
হে আল্লাহ্ এবার মুখ তুলে চাও
এই পিশাচদের হাত থেকে দেশটা বাঁচাও।

৫৪৫জন ৫৪৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ