এভাবে আর দিন যায় না সখি
ভালোবাসায় দেখা দিয়েছে রাজনীতির খরা
হরতাল, অবরোধে জীবনটা এখন ঘরে পড়ে গেছে বাঁধা।
ক্ষমতায় যারা তারা ঠিকই আছে
এসি রুমে বসে তারা আলোচনা করে
বাতাসে তাদের চুলটিও ওড়ে না।
বোকাচুদা জনগন আমরা মরছি পথে-ঘাটে
কেউ গুলি খেয়ে কেউ বাসে,
হে আল্লাহ্ এবার মুখ তুলে চাও
এই পিশাচদের হাত থেকে দেশটা বাঁচাও।
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
হরতাল , অবরোধ ভালো পাইনা
নীলকন্ঠ জয়
কবিতায় আপত্তিকর শব্দ কতটুকু গ্রহণযোগ্য জানা নেই। তবে ক্ষেত্রবিশেষে নিশ্চয়ই মানা যায় এবং আবশ্যক। প্রতিশব্দ থাকলে সেটাও ব্যাবহার করা যায় মনে হয়। একান্ত মতামত এটি।
ভালো লাগা সময়োপযোগী কবিতায়।
লীলাবতী
আমরা মরছি পথে ঘাটে 🙁
খসড়া
যার যার নিজস্ব দায়িত্ব পালনেই দেশ সুন্দর হবে।
শিশির কনা
দেশকে বাঁচাতেই হবে ।