মানুষ একসময় প্রকৃতি থেকেই তাঁর অসুখ বিশুখের পথ্য আহরন করতো। বিভিন্ন গাছ , লতা , পাতা বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হতো। এসবে কোন পার্স প্রতিক্রিয়া নেই। মানুষ যত আধুনিক হচ্ছে , এসবকে পরিত্যাগ করছে। তবে চীন এবং ভারতে এই ভেষজ চিকিৎসা নিয়ে বর্তমানে ব্যাপক গবেষণা হচ্ছে।
তুলসী পাতার কিছু গুনাগুন নিয়ে আজ এই পোস্ট।
জ্বর হলে জলের মধ্যে তুলসী পাতা, গোল মরিচ এবং মিশ্রী মিশিয়ে ভাল করে সেদ্ধ করুন৷ অথবা তিনটে দ্রব্য মিশিয়ে বড়ি তৈরি করুন৷ দিনের মধ্যে তিন-চার বার ঐ বড়িটা জলের সঙ্গে খান৷ জ্বর খুব তাড়াতাড়ি সেরে যাবে৷
* কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান৷ এতে উপকার পাবেন৷
* মুখের দুর্গন্ধ দূর করতে দিনে 4-5 বার তুলসী পাতা চেবান৷
* ঘা যদি দ্রুত কমাতে চান তাহলে তুলসী পাতা এবং ফিটকিরি একসঙ্গে পিষে ঘা এর স্থানে লাগান কমে যাবে৷
* শরীরের কোন অংশ যদি পুড়ে যায় তাহলে তুলসীর রস এবং নারকেলের তেল ফেটিয়ে লাগান এতে জ্বালা কমবে৷ পোড়া জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ সেখানে কোন দাগ থাকবে না৷
* ত্বকের চমক বাড়ানোর জন্য এছাড়া ত্বকের বলীরেখা এবং ব্রোনো দূর করার জন্য তুলসী পাতা পিষে মুখে লাগান৷
* বুদ্ধি এবং স্মরণ শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন 5-7 টা তুলসী পাতা চিবান৷
লেখাটির অংশ বিশেষ ফেইসবুক এর একটি গ্রুপ থেকে নেয়া হয়েছে ।
১৮টি মন্তব্য
বনলতা সেন
এত গুন ? বাসার টবে তাহলে তুলসী গাছও লাগাতে হবে ।
শিশির কনা
জি এত গুন । লাগান লাগান 🙂
জিসান শা ইকরাম
বাহ ! তুলসী পাতা দেখছি অনেক আমার অনেক কাজে দিবে ।
বিশেষ করে শেষেরটা তো অধিক প্রয়োজন আমার , কিছু মনে রাখতে পারিনা।
শিশির কনা
হায় হায় বলেনকি , আমাদেরকে আবার ভুলে যাবেননা তো ?
যাযাবর
উপকারী পোষ্ট । ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
আপনাকেও ধন্যবাদ
ছাইরাছ হেলাল
এখনও স্মরণ শক্তি যা আছে তা যথেষ্ট কিন্তু আমি তুলসী গাছ শুদ্ধ খেতে চাই ।
চাই আরও আরও স্মরণ শক্তি ।যেন লিখতে গিয়ে আটকে না পরি ।
শিশির কনা
গাছ শুদ্ধ খাবেন ? গাছের সাথে কিছু শিকরও খাবেন । আর কিছুটা মাটি। ব্যাস পেটের মধ্যে তুলসী গাছ হয়ে যাবে । আর চিন্তা নাই 🙂
"বাইরনিক শুভ্র"
আমার কাছে এক বিভীষিকার নাম “তুলসি গাছ” । ছোট বেলায় জ্বর,কাশি বা হাঁচি যাই হোক না কেন মা জোর করে তুলসি পাতার রস গেলাত । যদিও উপকারি ,কিন্তু এখনও তুলসি পাতার নাম শুনলে গা শিউরে ওঠে ।
শিশির কনা
এখন থেকে আবার খাবেন । উপকার ই যদি না পেলেন , আমার এই পোস্ট দেয়া তো ব্যর্থ হয়ে যাবে।
লীলাবতী
তুলসী গাছ পাবো কই ? এত তো মহা ঝামেলায় ফেললেন।
শিশির কনা
গ্রামের আত্মীয়দের বলবেন , ঠিক নিয়ে আসবে ।
আদিব আদ্নান
স্মরণ শক্তি কমানোর বুদ্ধি দেন ।
খুবই ঝামেলা স্মরণের এ ভার বহন ।
শিশির কনা
কমানোর বুদ্ধি দেব কেন ? পাতা খান বেশী করে ।
সোনিয়া হক
তুলসী পাতার এত গুনের জন্যই কিন্তু একসময় প্রতি বাঙ্গালি বাড়িতে তুলসী গাছ ছিল। যা এখন শুধুমাত্র হিন্দু বাড়িতে সীমাবদ্ধ। এই সমস্ত চিকিৎসা হামেশাই লাগতো ।
শিশির কনা
হ্যা আপু , সত্য বলেছেন আপনি।
প্রজন্ম ৭১
জানলাম অনেক কিছু । এতকিছু আছে আমাদের চতুর্দিকে , অথচ আমরা তা জানিনা ।
হতভাগ্য কবি
ছোট বেলায় কাশী হইলেই তুলসী পাতা ভর্তা কইরা খিতাম। পুষ্ট দেখে স্মৃতিকাতর হয়ে গেলাম।