সুধাময়ী হাসি, হাসিতে ভুবন হাসে
মুহূর্তের পরে শোক ভুলে যাই দেখে।
তোর পবিত্র হাসি, নিরখিতে ভালবাসি,
এ হাসি অনন্ত সুখ জীবনে আমার
চঞ্চল দৃষ্টি কি অপরূপ সৃষ্টি বিধাতার।
বাক্যে বাহারি জাদুর ছোঁয়া অকপটে করে খেলা তোর ওষ্ঠে সারাক্ষণ
চিত্ত নীরে প্রতিবিম্ব হয় তোর মায়াজাল।
বুকের পাঁজরে রেখে তোরে চেপে এক সর্গীয় সুখ পাই
এ জীবন পূর্ণতা পায় একটি বাক্যি শুনে
তোর মুখে যখন মা ডাক শুনতে পাই।
২৩টি মন্তব্য
বন্যা লিপি
কাঙ্খিত ডাক এ ডাক। প্রতিটি মেয়ের মা হয়ে ওঠার এ এক পরম অনুভূতি। তোমার জাদুসোনা ছেলেরা ভালো থাকুক তোমার অসীম মমতায়। জীয়ন,জায়ানের জন্য আমার অকৃত্রিম ভালোবাসা রইলো। সাথে তোমাকে অভিবাদন। 💜💜💜
শিরিন হক
প্রিয় মিতা কবিতাটা লিখেছি ছোটটাকে নিয়।ওকে নিয়ে কবিতা না লিখে পারলাম না। দোয়া করো দুজনের জন্য। বড়টা দেখে তো ভিষণ রাগ। ভাবছি ওকে নিয়ে ও লিখবো। নইলে রক্ষা নেই।
নিতাই বাবু
শ্রদ্ধেয় কবি শিরিন হক দিদির জন্য শুভকামনা সারাক্ষণ।
শিরিন হক
দাদা কবি বলে লজ্জা দিবেন না। কবি হওয়ার দুঃসাহস আমার নেই।ভালোলাগা থেকে মাঝে মাঝে একটু লিখি পাশে আছেন এটুকু পরম পাওয়া।
ছাইরাছ হেলাল
‘মা’ ডাকটির বিকল্প যে কিছু নেই/হয়-ও না।
আপনার লেখায় খুব-ই সুন্দর করে তুলে ধরেছেন।
শিরিন হক
শুভকামনা জবাব। পাশে আছেন বলেই কিছু লিখতে উদ্বুদ্ধ হই।
মাসুদ চয়ন
সন্তানের মতো মমতাময়ী মায়ের স্বচ্ছ শুভ্র ভালোবাসা।খুব সুন্দর কবিতা।
মাসুদ চয়ন
সন্তানের প্রতি
শিরিন হক
ধন্যবাদ জবাব। এভাবে পাশে থাকুন
শিরিন হক
খুবই ভালো লাগে যখন কিছু লিখলে কেউ পাশে থেকে উৎসাহ দেয়।ধন্যবাদ
শিরিন হক
ধন্যবাদ জবাব
মাসুদ চয়ন
অবশ্যই আপু।লিখে যান।পাশে আছি।
আরজু মুক্তা
বাচ্চারা স্বর্গীয়।।
শাহরিন
সব মায়েদের প্রিয় ডাক। আমরা মেয়েটা মাঝে মাঝে দুষ্টুমি করে আমাকে মাম্পো বলে 🙂
শিরিন হক
শুভকামনা
শিরিন হক
মা শব্দটা সত্যি এক শর্গীয় অনূভূতি।
মনির হোসেন মমি
মা এর ডাক প্রতিটি নারীর এক বিস্ময়কর স্বপ্ন।সন্তানের প্রতি এমন ভালবাসার কাব্য অবাক করে।ভাল থাকুক সকল ও শিশুরা।
শিরিন হক
ধন্যবাদ জবাব। আসলেই এক সর্গীয় অনুভূতি
শিরিন হক
স্যরি ধন্যবাদ
জিসান শা ইকরাম
নারীকে মা তে রূপান্তরিত করে সন্তান,
সন্তানের হাসি, স্পর্ষ নারীকে এনে দেয় স্বর্গিয় সুখ।
সন্তান ও মাতৃত্ব নিয়ে খুব ভালো একটি কবিতা।
পিচ্চি বাবুটার জন্য শুভ কামনা।
শিরিন হক
ধন্যবাদ জনাব। দোয়া করবেন।
সাবিনা ইয়াসমিন
জগতে মধুরতম সম্বোধন মা। প্রিয়তম হলো সন্তান। মা-সন্তানের সম্পর্ক স্বর্গ থেকে আসে, তাইতো সব কিছুর উর্ধে থাকে মা-সন্তানের ভালোবাসা।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
একদম ঠিক আপু। মায়ের অনুভুতির কাছে সব তুচ্ছ। শুভকামনা।