তুই

শিরিন হক ২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ১০:১২:০৮অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য

সুধাময়ী হাসি, হাসিতে ভুবন হাসে
মুহূর্তের পরে শোক ভুলে যাই দেখে।
তোর পবিত্র হাসি, নিরখিতে ভালবাসি,
এ হাসি অনন্ত সুখ জীবনে আমার
চঞ্চল দৃষ্টি কি অপরূপ সৃষ্টি বিধাতার।

বাক্যে বাহারি জাদুর ছোঁয়া অকপটে করে খেলা তোর ওষ্ঠে সারাক্ষণ
চিত্ত নীরে প্রতিবিম্ব হয় তোর মায়াজাল।
বুকের পাঁজরে রেখে তোরে চেপে এক সর্গীয় সুখ পাই
এ জীবন পূর্ণতা পায় একটি বাক্যি শুনে
তোর মুখে যখন মা ডাক শুনতে পাই।

১জন ১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ