পরিচয়টা নেটেই । টুক টাক মন্তব্য আলাপচারিতায় কেমন যেন মায়ায় জড়িয়ে পরা তাঁর সাথে । যখন দেখা হোল , মুগ্ধ হয়ে গেলাম তাঁর মুখে রাজ্যের সরলতা দেখে।ছোট খাটো , হাসি লেগে আছে সারা চোখে মুখে।
এরপর আমরা একসাথে পারি দিয়েছি অনেকটা সময় । সময়ে আমাদের সম্পর্ক উত্তীর্ণ হয়েছে বহু আগেই । যতটা আমাকে তিনি শ্রদ্ধা করেন , ততটাই আমি তাঁকে স্নেহ করি । সরলতাই তাঁর সবচেয়ে বড় গুন । অন্যকে উপকার করার জন্য ঝাঁপিয়ে পরেন , সময় নষ্ট করেন এজন্য , নিজের নাওয়া খাওয়া ভুলেই । মানুষকে ভালোবাসার দূর্লভ গুন তাঁর আছে । বেঁধে রাখতে পারেন মানুষকে ভালোবাসা দিয়ে । বন্ধু বাৎসল্য । কত বন্ধু আছে তাঁর তা হয়ত তিনি নিজেও জানেন না ।
আমার জন্য তাঁকে প্রচুর ভুগতে হয়েছে । নিষেধ করেছি অনেক , কিন্তু আমার কথাকে পাত্তা দেননি। একটি সময়ে প্রায় সবার সাথে যুদ্ধ করেছে আমার জন্য । স্রোতের বিপরীতে দাড়িয়েছে অমিত সাহস আর তেজ নিয়ে। আমার প্রতি তাঁর ভালোবাসা , আস্থা আমাকে আরো বেশী দায়িত্বশীল করেছে ।
কতটা আন্তরিকতা থাকলে একজন অন্য জনের আত্মীয় হয় ? রক্তের সম্পর্কই শুধু আত্মীয়তার মাপকাঠি নয় । তাঁর সাথে আমার এখন আত্মার সম্পর্ক । সে সম্পর্ক পারিবারিক গণ্ডির অনেক উর্ধ্বে এখন । সে আমাকে বুঝে , আমিও তাঁকে বুঝি ।
আজ তাঁর জন্মদিন । এক সময়ে প্রিয় মানুষদের নিয়ে জন্মদিনের পোষ্ট দিতাম । মন্তব্যের বন্যায় ভাসত সে সব পোষ্ট । আজ আমার বিচরন এই সোনেলা ব্লগে । খুবই ছোট এক ব্লগ পরিবার । এখানে মন্তব্যের বন্যায় ভাসবে না এই পোষ্ট । তারপরেও অনেক আন্তরিকতা নিয়েই লিখছি এটা । আবেগ প্রকাশে বরাবরই ব্যর্থ আমি।
লাভ ইউ মামা (3 অনেক অনেক ভালো বাসি তোমাকে ।
শুভ জন্মদিন শিপু ভাই
-{@
সোনেলায় আমার সেঞ্চুরি পোষ্ট তাঁকেই উৎসর্গ করলাম।
২৪টি মন্তব্য
মিসু
শুভ জন্মদিন -{@
জিসান শা ইকরাম
মন্তব্যে প্রথম শুভেচ্ছা দেয়ার জন্য ধন্যবাদ ।
পুষ্পবতী
জন্মদিনের শুভেচ্ছা জানাবেন আমার পক্ষ থেকে,আপনি ঠিকই বলেছেন কিছু সম্পর্ক আছে আত্মার যা রক্তের সম্পর্কের চেয়ে অনেক মল্যবান।
রিমঝিম বর্ষা
উনি কি এখনও বরিশালে বইস্যা আছেন? তারে ফিরতে কও তাত্তাড়ি। ক্ষিধা লাগছে। জন্মদিনের পাট্টি চাই। 😀
ছাইরাছ হেলাল
সম্পর্ককে সম্পর্ক দিয়ে বাঁধার অনন্য উদাহরন হিসেবে মেনে নিতে হচ্ছে ।
সম্পর্কের চিরকালীনতা আমারা এ ভাবেই বুঝতে চাই ।
শুভ জন্মদিন মামা ।
প্রজন্ম ৭১
শুভ জন্মদিন শিপু ভাই। মনে পরে গেলো সেই সব দিনের কথা।
আজিম
কিছু কিছু বন্ধন এভাবেই অবিচ্ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার না হলেও ।
সুন্দরভাবে তা প্রকাশের জন্য ধন্যবাদ ।
নীল রঙ
শুভ জন্মদিন জানাবেন আমার তরফ থেকে। -{@
লীলাবতী
শুভ জন্মদিন শিপু ভাই -{@ । আমরা জন্মদিনের পার্টি চাই । ‘ রক্তের সম্পর্কই শুধু আত্মীয়তার মাপকাঠি নয় ‘ সত্যি বলেছেন জিসান ভাইয়া ।
মশাই
জন্মদিনের শুভেচ্ছা রইল। সব সম্পর্ক এভাবেই বেড়ে উঠুক আন্তরিকতার সাথে।
খসড়া
শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা।
রিমি রুম্মান
প্রিয় মানুষগুলো ভাল থাকুক সবার ভালোবাসায় …
শুভ জন্মদিন ____ অচেনা শিপু ভাই… -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
সুন্দর করে লিখেছেন, আপনাদের এই সম্পর্ক দীর্ঘ হোক ।। শিপু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দেবেন।।
আর আপনাকে সেঞ্চুরি পোস্টের অভিবাদন।। 🙂 -{@
ওয়ালিনা চৌধুরী অভি
চমৎকার লিখেছেন । না দেখেই লোকটার উপর শ্রদ্ধা জন্মে গেলো । শুভ জন্মদিন শিপু ভাই ।
আশা জাগানিয়া
শুভ জন্মদিন শিপু ভাই -{@
অলিভার
এগিয়ে যাক বন্ধুত্বের ভেলা এভাবেই, আনন্দে উল্লাসে কাটুক প্রতিটি মুহূর্ত।
জন্মদিনের শুভেচ্ছা -{@
কৃন্তনিকা
যার জন্মদিন তিনি কৈ?
বাই দ্যা ওয়ে, শুভ জন্মদিন জানাবেন আমার পক্ষ থেকে 🙂 🙂 🙂
শুন্য শুন্যালয়
জন্মদিনের কেক কি কেউ আপনার কাছে চেয়েছিলো ভাইয়া, যে পোস্ট দিয়েই ভয়ে পালিয়েছিলেন?
যাই হোক, শিপু ভাই ভাইয়াকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাবেন। প্রিয় মানুষের জন্য আমাদের সত্যিকারের আবেগ কখনোই প্রকাশ করা যায়না। ভালো থাকুক এ অসম বন্ধুত্ব।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ জন্ম দিন শিপু ভাইয়া।
শাহানা আফরিন স্বর্ণা
শুভ জন্মদিন।
শুভ মানে সুন্দর। সুন্দরের সংগা আপনি 🙂
শুভ অর্থ ,কোন অনর্থ যাতে না হয়।
শুভ মানে সুখ, সুখের যেন বৃষ্টি হয়।
শুভ মানে হাসিমুখ ,যেন দেখতে পাই সবসময়।
আর শুভ মানে ভালবাসা, (3 🙂
মেহেরী তাজ
শুভ জন্মদিন শিপু ভাইয়া…….
আপনি কি পার্টী দেওয়ার ভয়ে লুকায়ে গেলেন নাকি????
জিসান শা ইকরাম
প্রিয় মানুষ, প্রিয় ব্লগার শিপু ভাইকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
শুভ জন্মদিন——
বন্যা লিপি
শুভ জন্মদিন শিপু আপনাকে 💐💐💐