অনেক অনেকদনি পর আমার উঠোনে তোমার পায়ের দাগ! বুকের ভেতর পাড় ভেঙ্গে পড়ে। ছুটে যাই তোমার উঠোনে... হাট করে খোলা দরজা বাতাসে দাপায়; তুমি নেই......কিছু নেই তোমার বাড়ির উঠোন জুড়ে কেবলি আমার দীর্ঘশ্বাস; বৈশাখের দগ্ধ দুপুর পোড়ায় শহর; পোড়ায় মন; উন্মত্ত মাতাল হাওয়ায় অশান্ত আমি; আবার সেই ঝড়... সেই ভালোবাসা; আবার.............সেই তুমি !!!