নাভিমূল ছিঁড়ে তীব্র চিৎকারে জানান দেয়া—
আমি এসেছি আরেকজন পূণ্যবতী শিশু
এখন আমায় ছুঁয়ে ঈশ্বর আছেন
প্রসব ব্যথার যন্ত্রণার পরেও মায়ের স্বর্গীয় হাসি আছে
বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন ,
সেই ভাবনায় একাগ্র চিত্তে নিয়োজিত
আমার মা-জননী ।
তার বৃদ্ধা-তর্জনী-মধ্যমা-অনামিকা-কনিষ্ঠা জুড়ে
খাদ্যের আয়োজন—
আর বাবার তর্জনীর উপর ভর করে ,
মাটির কাঠিন্যে আছাড় খেয়ে রক্তাক্ত ;
আবারও কান্না এবং নিরাপদ আশ্রয়ও ।
বাবা-মা তোমাদের তর্জনী ব্যস্তই র’য়ে গেলো ।
এই পৃথিবীর সমান্তরাল জীবন-যাপনের ভেতরে ভেতরে
আমিও একজন আজন্ম শিশুই থেকে গেলাম ।
যে এখনও তোমাদের তর্জনীর উপর ভর করে বাঁচে ,
এই পাপী মধ্য-বয়সে ।
অন্যদিকে মুখোশের আড়ালে অভিনীত ,
ক্ষয়ে যাওয়া চরিত্রটি আর পূর্ণবয়ষ্ক হলোনা
কেবল ধারণ করে গেলো অগুণতি পাপ ।
হ্যামিল্টন , কানাডা
২৮ সেপ্টেম্বর , ২০১৩ ইং
২৪টি মন্তব্য
প্রজন্ম ৭১
অসাধারণ লিখেছেন নীলাদি (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ……………… প্রজন্ম ৭১
নীলকন্ঠ জয়
“প্রসব ব্যথার যন্ত্রণার পরেও মায়ের স্বর্গীয় হাসি আছে
বেঁচে থাকতে খাদ্যের প্রয়োজন ,
সেই ভাবনায় একাগ্র চিত্তে নিয়োজিত
আমার মা-জননী ।”
অনেক ভালো লাগা নীলাঞ্জনা দি। শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া ভালো লাগাটুকু যত্ন করে রেখে দিলাম… 🙂
আমার মন
🙂 চমৎকার কথামালা গাঁথেন তো আপনি। -{@ নিয়মিত পড়ব এখন থেকে।
নীলাঞ্জনা নীলা
স্বাগতম আমার এই ব্লগ আঙিনায় । -{@
জিসান শা ইকরাম
এভাবেই থেকো তুমি
বাবা মা এর কাছে শিশু হয়ে ।
অন্যদিকে যাই হোকনা কেন , দেখার দরকার নেই ।
নীলাঞ্জনা নীলা
না না কোথাও দেখবো না তোমাকে ছাড়া গো নানা… (3 -{@
প্রিন্স মাহমুদ
অসাধারন ।
নীলাঞ্জনা নীলা
আমি কিন্তু বড়োই সাধারণ 🙂
ব্লগার সজীব
নীলাদি অনেক দিন পরে পোস্ট দিলেন। এত ভালো লেখা থেকে আমাদের বঞ্চিত করছেন কেনো 🙁
নীলাঞ্জনা নীলা
কি করবো ভাইয়া ? জীবনটাই তেজপাতা…ধনেপাতা যেদিন হবো , সেদিন রোজ…কথা দিলাম 🙂
রকিব লিখন
প্রথম টুকু অসারাধণ লেগেছে কিন্তু শেষের দর্শন টুকু বুঝলাম না।।
নীলাঞ্জনা নীলা
শেষের দিকটা হলো এই যে মধ্য কিংবা বৃদ্ধ আমরা কিন্তু বাবা-মায়ের কাছেই নিজেদেরকে রাখি…নিজেরা বাবা-মা হয়ে যাই…এরপর জীবনের সমাপ্তি…বোঝাতে পারলাম কি ?
ফরহাদ ফিদা হুসেইন
অসাধারণ লিখেছেন আপু!
নীলাঞ্জনা নীলা
ভাইয়া সাধারণ আমি কিন্তু আমি , সেটা জানো তো ? 🙂
শুন্য শুন্যালয়
অসাধারন আপু…
নীলাঞ্জনা নীলা
সাধারণ আমিটার সাজানো শব্দগুলো এতো সুন্দর মন্তব্য পেয়ে নাচছে… 🙂
খসড়া
তুলি তার মুষ্ঠি বদ্ধ হাত
সুতিব্র চিতকারে যানাচ্ছে তার অধিকার। তর্জনি একজনই নাড়াতে পারতেন। তিনি বঙবন্ধু।
আসুন সুকুমারের মত প্রতিজ্ঞা করে যাই এ বিশ্বকে করে যাব নবজাতকের জন্য জঞ্জাল মুক্ত।
নীলাঞ্জনা নীলা
প্রতিজ্ঞা করার চেয়ে পালনে বিশ্বাসী…শেষে যদি না পারি !
পাগলা জাঈদ
অসাধারণ, আমি সব বষয়ে লেখার চেষ্টা করি কিন্তু এই একটা বিষয় নিয়ে আমার লেখার ক্ষমতা নেই, আপনার তা আছে, এবং আপনি মারাত্মক লিখেছেন, আমি অভিভূত ।
নীলাঞ্জনা নীলা
কে বলেছে আপনার এই বিষয় নিয়ে লেখার ক্ষমতা নেই ? অবশ্যই পারবেন । একটু সময় নিজের ভেতরের যে আপনিটা আছে তাকে কিছুটা নাড়া-চাড়া করলেই (y)
আফ্রি আয়েশা
অসাধারন 🙂
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ -{@