বেশ কিছুদিন ব্যস্ততার কারণে প্রিয় সোনেলার সোনা মানুষদের লেখা পড়া হয়না, নিজের লেখা হয়না। ব্যবসার কারণ বাদেও সামাজিক কিছু অ-উপেক্ষণীয় কাজ, এবং গতকাল অনুষ্ঠেয় নির্বাচনের প্রচার কাজে পরম ব্যস্ত সময় কাটিয়েছি। একটানা দশ দিন নির্বাচনের প্রচার কাজে ব্যস্ত ছিলাম। স্বাভাবিক ভাবেই এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে ১৯৭১ এর পরাজিত রাজাকারদের প্রতি সহানুভুতিশীল দল এবং জোটের বিরুদ্ধে ছিল এই প্রচারণা। ইতোমধ্যে নির্বাচনের ফলাফল সবাই জেনে গিয়েছেন। কেন এমন অভাবনীয় ফলাফল হলো, এর অনেক বিশ্লেষণ ভবিষ্যতে পাওয়া যাবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা, অতীত অভিজ্ঞতা, বিবেচনা ইত্যাদির উপর নির্ভর করে ভবিষ্যতে কিছু লেখার ইচ্ছে পোষন করছি।
প্রত্যাশার চাপ নিজেকে ছাড়িয়ে যায় অনেক সময়ই,
সময়ের মই বেয়ে ওঠা হয়না চূড়ায় মায়া মমতায়
তারপরেও অপেক্ষায় থাকি তার,
ঘটনা বহুল ২০১৮ অতীত হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। মহাকালের গর্ভে তলিয়ে যাবে এই ২০১৮ সন, আর ফিরে আসবেনা। তবে ঘটনা গুলো থেকে যাবে আমাদের মাঝে। আমরা ভালো কি মন্দ সময় ছিলাম ২০১৮ সনে তা নিরুপণ করবে আগামী ২০১৯ সন।
সোনেলা ব্লগে এই সময়ে আমরা অভাব বোধ ( মিস ) করেছি শুন্য শুন্যালয় , নাসির সারওয়ার , আগুন রঙের শিমুল , প্রহেলিকা , লীলাবতী , মিষ্টি জিন , , ইকরাম মাহমুদ , , ব্লগার সজীব , মেহেরী তাজ , অরণ্য এবং আরো অনেক ব্লগার/ লেখকে। পেশাগত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা এবং নানাবিধ কারণে এই সমস্ত ব্লগারগন সোনেলায় নিয়মিত আসতে পারেননি বা কেহ কেহ একেবারেই আসতে পারেননি। ২০১৯ সনে এনাদের সবার পদচারনায় মুখরিত হবে সোনেলার উঠোন এই প্রত্যাশা করি।
২০১৮ সনে প্রাপ্তিও কম নয় সোনেলার। এই বছরে সোনেলা পেয়েছে নিয়মিত কয়েকজন ব্লগার, লেখক। যারা অত্যন্ত আন্তরিকতার সাথে সোনেলার উঠোনে বিচরণ করছেন। এনাদের মধ্যে প্রথম থেকে সোনেলার প্রতিটি লেখা পড়েন এমনও আছেন। সাবিনা ইয়াসমিন ,তৌহিদ , ,পথহারা পাখি , বন্যা লিপি , , এনাদের মধ্যে অন্যতম। সোনেলায় আরো বেশী বেশী লেখা ও সময়ের প্রত্যাশা করি উনাদের কাছে।
সেই কত অযুত নিযুত বছর আগে দেখা হয়েছিল আমাদের
তার পরে খসে পরেছে অজস্র পালক, রঙ বদলে গিয়েছে দুজনের
অনিঃশেষ মুগ্ধতায় এখনো মগ্ন হয়ে থাকা, যেন ফিরে পাওয়া আবার,
কলম দিয়ে লেখা হয়না কত বছর হয়ে গেলো। তাই বলতেও পারিনা আজকাল লিখতে বসলে কলম থেমে যায়, কলম চলে না। ল্যাপটপ, ট্যাব, মোবাইলের যুগে কি বলা যায় এখন? আঙ্গুল চলে না? বা ল্যাপটপ, ট্যাব, মোবাইলের বাটন টেপা থেমে যায়? ভাইরে লেখা একটি প্রবাহমান স্রোতের মত, যখন আসবে তা বাঁধ দিয়েও আটকানো যায়না। ইচ্ছে করলেই জোর করে লেখা যায় না।
সবাইকে আগত নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা।
২০টি মন্তব্য
ইঞ্জা
Happy New Year ভাইজান। (3 -{@ \|/
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ ২০১৯ -{@
মায়াবতী
শুভ নববর্ষ ভাই জান -{@
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ ২০১৯ -{@ মায়াবতী
মোঃ মজিবর রহমান
সোনেলার পুরাতন নোতুন সব ব্লগারদের আন্তরিক অভিনন্দন।
আপনাকে আরো পাওয়ার আশা রাখি শ্রদ্ধেয় ভাইজান।
জিসান শা ইকরাম
অনেক ধন্যবাদ ভাই -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ হউক সবার প্রতিটি দিন -{@
শুভ নব বর্ষ -{@
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ ২০১৯ -{@ মনির ভাই।
তৌহিদ
পাশে আছি, কাছেই আছি। আর আপনাকে মিস করছি।
নতুন বছর নিয়ে আসুক নতুন আগমনি বার্তা।
ভালো থাকবেন ভাইয়া।
জিসান শা ইকরাম
শুভ নববর্ষ ২০১৯ -{@ তৌহিদ ভাই।
সারাক্ষণ ভালো থাকুন।
বন্যা লিপি
শুভ কামনা, শুভেচ্ছা ধন্যবাদ -{@সাথে আছি থাকতে ইচ্ছুক।সহযোগিতায় চেয়ে চেয়ে অনেক বিরক্ত করবো রাগ করতে পারবেন না।
মাহমুদ আল মেহেদী
আসলেই ভাইয়া মনের কথাটা বলছেন যে জোর করে লেখা আসে না। কয়েকদিন ধরে আমি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। কি করব বুঝতে পারছি না। শুভ কামনা ও শুভ নববর্ষ ।
নাসির সারওয়ার
পেশাগত ব্যস্ততাই লেখা হচ্ছেনা। তবে ঢু মারি যখন সময় পাই। সবার লেখায় হয়তে মন্তব্য করা হয়না যার একটা অপরাধ বোধও আছে নিজের কাছে।
অনেক ভালো লিখিয়াদের ভীরে এই সোনেলা আরো হৃষ্ট পুষ্ট হোক। নতুন বছরের চাওয়া।
শুভ নববর্ষ
রিমি রুম্মান
সোনেলার সকল ব্লগারদের ইংরেজী নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।
প্রহেলিকা
আপনাদেরকে, সোনেলাকেও খুব মিস করি। সোনেলা নয় আদতে একটা আলাদা জগৎ সৃষ্টি হয়েছিল। লেখালেখি বা প্রাণবন্ত ব্লগিং এর কত স্মৃতি এখানে জমা আছে!
সুরের মত মাঝে মাঝে সময়েরও তাল কেটে যায়। তবুও আশাবাদী সেই তাল আবারও জোড়া লাগবে, সুর ফিরে আসবে।
নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া!
গালিবা ইয়াসমিন
“ভাইরে লেখা একটি প্রবাহমান স্রোতের মত, যখন আসবে তা বাঁধ দিয়েও আটকানো যায়না। ইচ্ছে করলেই জোর করে লেখা যায় না।” – একদম আমার মনের কথা বললেন ভাইয়া । আমিও ব্লগে সময় দিতে পারছিনা অনেক দিন ধরে , কিন্তু আপনি আমাকে মনে রেখেছেন , আমার খোঁজ খবর রেখেছেন ; এই সোনেলা শুধুমাত্র একটা ব্লগ না, এটা একটা পরিবার ।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে -{@
সাবিনা ইয়াসমিন
২০১৯ এর শুভেচ্ছা,,শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
নানা Happy New Year 2019.
অনেক ভালো থেকো।
ছাইরাছ হেলাল
নদী-জলে বয়ে যাবে অজস্র-ক্ষণ
গিয়েছে যেমন আগেও।
রিতু জাহান
জীবন তার নিয়ম মতো চলে। কিছু পথ হারায় কিছু পথ বাঁক ঘোরে। এটাই জীবন।
সোনেলা পরিবার এমন এক উঠোন যে সকল বাঁকেই হেসে ওঠে। এক নরম সবুজ ঘাসের মাদুর। ক্লান্তিতে হ্যালানে নির্ভরতার পরম বন্ধু এ উঠোন।