জল সমুদ্রে

ছাইরাছ হেলাল ৭ ডিসেম্বর ২০১৪, রবিবার, ০৩:৫৫:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

হে ইশ্বর,
তুমি ইশ্বর হলে কেন!
হলেই যদি,কোকিল চোখা জ্যোৎস্না হলে না কেন!
বুনো লতা পাতায় ঘেরা বন জ্যোৎস্না,
শুকনো নদী,পাথুরে পথ বা সুউচ্চ হিম শ্রেণি।
নিয়তির গুণটানা নৌকা
মাতাল মৃন্ময় নিঃস্পৃহতা
যন্ত্রণার ঝিনুক মুক্তো
নবান্নের শিশু,বন্ধ্যা নারী
শিশুর স্বর্গ-খিলান!

দেখ,
আমিও একদিন ইশ্বর হব
লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে
ধীরে হেঁটে যাব ধীর পায়ে,রাজপথ বেয়ে রাখালের পিছু নিয়ে।

ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন।

==============================================
সবাইকে অশেষ ধন্যবাদ,নিজ গুনে এতটা পথ পেরিয়ে সাথে এসেছেন বলে।
আমি নিজে হলে লম্বা দিতাম সেই কখন!

৮২৬জন ৮২৬জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ