হে ইশ্বর,
তুমি ইশ্বর হলে কেন!
হলেই যদি,কোকিল চোখা জ্যোৎস্না হলে না কেন!
বুনো লতা পাতায় ঘেরা বন জ্যোৎস্না,
শুকনো নদী,পাথুরে পথ বা সুউচ্চ হিম শ্রেণি।
নিয়তির গুণটানা নৌকা
মাতাল মৃন্ময় নিঃস্পৃহতা
যন্ত্রণার ঝিনুক মুক্তো
নবান্নের শিশু,বন্ধ্যা নারী
শিশুর স্বর্গ-খিলান!
দেখ,
আমিও একদিন ইশ্বর হব
লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে
ধীরে হেঁটে যাব ধীর পায়ে,রাজপথ বেয়ে রাখালের পিছু নিয়ে।
ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন।
==============================================
সবাইকে অশেষ ধন্যবাদ,নিজ গুনে এতটা পথ পেরিয়ে সাথে এসেছেন বলে।
আমি নিজে হলে লম্বা দিতাম সেই কখন!
৪৭টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমিও একদিন ইশ্বর হব
লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে
ধীরে হেঁটে যাব ধীর পায়ে,রাজপথ বেয়ে রাখালের পিছু নিয়ে।
আপনি লেখালেখির বাইরেই থাকুন, তবে এমন লেখা পাবো।
ঈশ্বর, রাখাল শব্দগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভাগ্যিস বের হয়নি, নইলে এই লেখার কাছে এসে হেসে গড়াগড়ি দিতো।
দেখ, একদিন আমিও ঈশ্বর হবো। একদিন আমিও ঈশ্বর হবো। ইচ্ছে পূরন হলে ঈশ্বর জিতে যাবে তো, এমন করে ঈশ্বর ভাবতে পারবেনা যে…
ছাইরাছ হেলাল
আমাকে লেখালেখির বাইরে রাখার সুগভীর ষড়যন্ত্র ! তাও হয়ত ইশ্বরের(ঈশ্বর নয়)ইশারায়।
নাহ, এবারে সত্যি সত্যি ইশ্বর হতেই হবে দেখছি।
লিখতে পারিনা বলে কত কী শুনতে হবে কে জানে! ইশ্বর সাক্ষী থাকুক এহেন জাতীয় দুর্দিনের দুর্বিপাকে।
শুন্য শুন্যালয়
ষড়যন্ত্র কে করছে তা দেখতে পাচ্ছি, এমন লেখা জমিয়ে রেখে বাইরে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। শুনুন, আবার এমন বললে ষড়যন্ত্রের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও স্লোগান তুলবো, বলে রাখলাম। লিখতে পারেন না? তাও আপনি? এটা বলার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কয় জনম কে জানে… ইশ্বর হোন ঠিক আছে, তবে আমাদের দিকেও একটু নজর রেখেন, কোকিল চোখা জ্যোৎস্না হলে আপনাকে আবার কোন নিশিতে পাবে ঠিক নেই।
ছাইরাছ হেলাল
বুঝি ভাই সবই বুঝি, লিখতে পারিনা বলে এমন ঝাড়ি দিচ্ছেন!
একদিন আমিও ল্যাখক হব লিকে লিকে আকাশ বাতাস সব ভরিয়ে ফেলব।
তখন আর কেউ কিচ্ছু বলতে পারবে না।
শুধুই অপেক্ষা মাত্র।
শুন্য শুন্যালয়
হি হি, আমি লেখক আর আপনি লিখতে পারেন না বলে ঝাড়ি দিচ্ছি, ভাবুন তো দৃশ্যটা। একা একাই ভাবুন। অন্য কেউ এই দৃশ্য ভাবলেই জোরে হেসে উঠবে। দেয়ালে লেখার অভ্যাস তো আগেই রপ্ত করেছেন এখন দেখছি আকাশ বাতাসও ভরিয়ে ফেলতে চাচ্ছেন। আমি চাইলেই তা পারবেন এও জানি, তাছাড়া ইচ্ছে বাতি যার হাতে সে সবই পারে।
শুন্য শুন্যালয়
টেস্ট প্লেয়ারদের মতো ধিরে ধিরে হাফ সেঞ্চুরি করলেও আপনাকে অভিনন্দন, সৃষ্টি অল্প হলেও অনেক দামী। জল সমুদ্রের অতলে ডুবে যাওয়া, ইচ্ছে পূরনের বাতি হাতে। লেখাটা একটু মন খারাপ করিয়ে দেয়া।
ছাইরাছ হেলাল
সময়দৈর্ঘ্যের আমলনামায় রেকর্ড করে হলেও হাপ(হাফ) চেঞ্চুরী আনন্দের অবশ্যই।
আমার লেখা আর আরশোলার পাখি হওয়া একই মহামূল্যবান ঘটনা।
তবে এমন করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চালু থাকপে।
অনেক ধন্যবাদ।
আবির
অতল সাগরে ডুব দেওয়ার আগে ইচ্ছেগুলো পূরণ হোক, অনেক শব্দের অর্থই আমি জানি না কমেন্ট আর কিভাবে করি কন ! লাঠি চকলেটে মুখ লালের সুখ, কি আজব আজব কথা, পড়েইতো মাথা ঘুরাচ্ছে আপনি লেখার সময় ঘুরায়নি?
ছাইরাছ হেলাল
আপনার মুখে চন্দন পড়ুক, ডুপ দিয়ে হলেও যেন ইচ্ছে পূরন হয়।
এ সব আবজাব লেখা লিখতে মাথা লাগে না। মাথা না থাকার অনেক সুবিধে, যা খুশি লিখে ফেলা যায়।
মাথা ঘুরান্টির কোন কারবার ই থাকে না।
মামুন
ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন। – অসাধারণ!
সেই দিনের অপেক্ষায় ই রয়েছি…
শুভ সকাল।
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর করে মন্তব্যের জন্য অবশ্যই ধন্যবাদ।
আমিও অনেক অপেক্ষায় ইচ্ছে পূরণের।
জিসান শা ইকরাম
হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন -{@
গ্যালারীতে দাঁড়িয়ে তালি দিয়ে ফাটিয়ে দিচ্ছি
ব্যাটটা উচু করুন এক হাতে, অন্য হাতে হেলমেট
এরপর সেঞ্চুরির জন্য ঝেড়ে পিটান 🙂
ছাইরাছ হেলাল
আপনাকেও অভিনন্দন, তবে কপি-পেস্ট মন্তব্য গ্রহন যোগ্য নয়।
জিসান শা ইকরাম
এখান থেকে কপি হয়ে অন্য হাফ সেঞ্চুরী পোষ্টে গিয়েছে
তিনি অবশ্য এখনো আপত্তি দেন নি 🙂
অরণ্য
ছাইরাছ ভাই, ভালো লাগল লেখাটি।
সাথে অভিনন্দন। উইনিং এর “ইচ্ছে করে” আপনার জন্যে…
https://www.youtube.com/watch?v=WtD5GMZuR_Q
Have great time.
ছাইরাছ হেলাল
আগে না শোনা সুন্দর গানটির জন্য ধন্যবাদ।
অনেক গান আছে আশেপাশে, শুনছি এখন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন। -{@ (y)
ছাইরাছ হেলাল
পড়ার জন্য শুভেচ্ছা।
হৃদয়ের স্পন্দন
সত্যি কি ইশ্বর হওয়া যায়? ললিপপ খেতে খেতে ইশ্বর না হতে পারি মিষ্টি কন্ঠের কোকিল হবার স্বাদ কেমনে লুকাই….
ভালো লেগেছে
ছাইরাছ হেলাল
হয়ত ইশ্বর হওয়া যায় না যাবে না,ইচ্ছে যে করে হতে।
ইচ্ছে বশের মন্ত্র অজানা এখনো।
স্বপ্ন নীলা
অভিনন্দন হেলাল ভাই — আপনার মত কবি/লেখকের সাথে না থেকে পারি !!
অসাধারণ লেখনী আপনার
শুভকামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্য এই সামান্য লেখাটি আনন্দিত হলো।
ধন্যবাদ আপনাকে, আপনারা সাথে নিয়েছেন বলেই লিখতে পারছি, লিখছি।
লীলাবতী
আপনি ইশ্বর হবেন নাকি? নাস্টেক ট্যাগ খেলেন বলে।এসব লেখা আবার বদ হজম না হয় অনেকের।উপমা গুলো এত ভালো লেগেছে, লাঠি চকলেট নিয়ে লাল মুখের সুখ……… অসাধারন।
হাফ সেঞ্চুরী পোষ্টে অভিনন্দন -{@
ছাইরাছ হেলাল
না না,আমি মহামহিম ঈশ্বর কে নিয়ে কিছু বলছি না, তিনি মাথায় থাকুন।
এ অন্য কথা অন্য ভাবনা।
আপনাকেও অভিনন্দন।
লীলাবতী
আমি বলছি মাথা মোটা সেই সব জীবদের কথা, যারা কিছু না বুঝেই লাফ দিয়ে পরে 🙂
জিসান শা ইকরাম
এমন লেখা লিখবার সময় ভাবনার কোন স্তরে বিচরন করেন তাই ভাবছি।
কম লেখেন আপনি
যেটি লেখেন তার রেস থেকে যায় মনে।
অবশ্য মহামুল্যবান রত্ন কমই আসে আমাদের মাঝে
যখন আসে দ্যুতি ছড়ায়।
ছাইরাছ হেলাল
আমি পাঠক মাত্র। প্রায় সবার লেখা পড়ি।
বেশি বেশি লিখলে পড়ব কখন!এখানে এখন অনেকেই অনেক ভাল লেখেন।
ধন্যবাদ।
খেয়ালী মেয়ে
একদিনেই কেন সবাই হাফ সেঞ্চুরি হাঁকাচ্ছে? ;?
বাই দ্যা ওয়ে অনেক অনেক অভিনন্দন -{@
ইচ্ছে পূরণের বাতিটা কেমন দেখতে মন চাচ্ছে :p
ছাইরাছ হেলাল
আমিও আপনার মতই ভাবি, এত্ত হাফ সেঞ্চুরির দরকারটা কি?
সেঞ্চুরি হলেই ভাল হত।
আমি নিশ্চিত আপনি দেখে ফেলেছেন, আপনি না দেখলেও ড্যামিশ দেখে ফেলেছে।
ব্লগার সজীব
ইচ্ছে পুরন হোক (y) হাফ সেঞ্চুরির অভিনন্দন -{@ যেন দ্রুত ফুল সেঞ্চুরি হয়।
ছাইরাছ হেলাল
দিল্লী অনেক দূরে বলেই জানি।
ভাল থাকুন।
নুসরাত মৌরিন
হাফ সেঞ্চুরীর জন্য অভিনন্দন ভাইয়া! :c
উপমা গুলো কী দারুন!!
“কোকিল চোখা জোৎস্না”
“বুনো লতাপাতায় ঘেরা বনোজোৎস্না”!!
“লাঠি চকলেটে মুখ লালের সুখ”-
বার বার পড়ছি,প্রতিবারই যেন একটু বেশি করে ভাল লাগছে!
ইচ্ছাপূরন হোক।
তবে…
ইচ্ছাপুরনের বাতি হাতে ডুব দেয়া কি সম্ভব ঈশ্বর হলে?
এরওর ইচ্ছা দিনরাত যে ঈশ্বরকেই পূরন করতে হয়। ;?
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়েন আপনি তা বুঝতে পারছি। অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
ইচ্ছে পুরন হলে ভালই লাগবে কিনতি ইচ্ছেরা ধরা দেয় না।
ঈশ্বর নয় কিন্তু ইশ্বর।
এবারে অনেক কিছুই সম্ভব।
স্বপ্ন
ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে………… ভাইয়া জল সমুদ্রে কি পাওয়া যায়? ইচ্ছে পুরন হয় সেখানে?
ছাইরাছ হেলাল
সবার সব ইচ্ছে পুরন না হলেও ওখানে কিছু ব্যবস্থা আছে।
আপনি চেষ্টা করে দেখতে পারেন।
আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন!
মিথুন
হাফ সেঞ্চুরী পোস্ট করে ফেলেছেন? গ্রেট। অনেকদিন পর সোনেলায় এসে তাল হারিয়ে ফেলেছি। অনেক নতুন ব্লগার দেখছি, ভালো লাগছে।
কিন্তু আপনার লেখা পড়ে ভাবছি এরকম আর না জানি কতো মিস করে ফেলেছি।
জল সমুদ্রের অতলে কি আছে? কেনো যেতে চান?
মিথুন
আমি কিন্তু কারো মন্তব্য লক্ষ্য করিনি, কেউ আগে এ প্রশ্ন করে থাকলে আমি কিন্তু দায়ী নই।
ছাইরাছ হেলাল
সমস্যা নেই ,আমরা তো আমরাই। এতদিন পরে এলে হবে না।
আপনাকেও অভিনন্দন এই লেখা পড়ার জন্য।
শিশির কনা
‘ ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন।’…… দিন ডুব,আমাদের জন্য মুক্তো তুলে আনুন 🙂 অর্ধ শতকের জন্য শুভেছা।
ছাইরাছ হেলাল
মুক্তো ,সেতো আপনাদের জন্যই। আপনাকেও শুভেচ্ছা।
মেহেরী তাজ
ইচ্ছে পুরন হয় কিভাবে ভাইয়া? এমন কবিতা আরো নিয়ে আসুন ভাইয়া।
ছাইরাছ হেলাল
ইচ্ছেদের সাথে রফা করে ফেলতে হবে, তাহলে ইচ্ছেরাই আপনাকে উৎরে নেবে।
উহা কিন্তু কবিতা না কোন ভাবেই।
আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন কিন্তু।
প্রহেলিকা
এই কোন ইশ্বর! প্রথমে কি ইশ্বরের উপর অভিমান ছুড়ে দিলেন নাকি ইশ্বর আপনার কাঙ্খিত ইচ্ছের মতো হয়নি দেখে? গুণটানা নৌকা! আজব ভাবনা যদিও শব্দের কারসাজি।
ভাইয়া রাখল ছেলে কিন্তু স্বভাবেই চঞ্চল ধীর পায়ে গেলে ক্যামনে হবে? তবে আপনার হবে তাও জানি, দৃষ্টিতেই সৃষ্টি হবে সকল পরিবর্তন!
ইচ্ছেগুলো পূরণ হোক ডুব না দিয়েই, ডুব দিলে পাবো কোথায় সাঁতার জানি না।
এখনি হাফ সেঞ্চুরীর অভিনন্দন জানাচ্ছি না, অনেকটা পথ সামনে বাকী রয়েছে ভাইয়া। আরো দেখেতে চাই দশক পেড়িয়ে অযুতের পান্থশালায়।
ছাইরাছ হেলাল
ইশ্বরের সাথে গপ-সপ করি আর কি।
ইচ্ছে পুরন হলে ভাল না হলেও সমস্যা নেই।
হাফ সেঞ্চুরি করতেই জান বেরিয়ে যাচ্ছে তাই অন্য ভাবনা ভাবি না।
প্রহেলিকা
প্রতি পঞ্চাশটি লেখার শব্দগুলো একলেখায় জুড়ে দিলে এমনি হবে, অবশ্য আমাদের উচিত প্রতি একটি লেখাকে ৫০টির সমতুল্য করে দেখে অভিনন্দন জানানো, বেশি বেশি পাবার উদ্দেশ্যে একটু কম জানাই আর কি।
নীলাঞ্জনা নীলা
এত ভালো লেখাটি চোখ এড়িয়ে যায়,নিয়মিত না থাকার কারনে।ইচ্ছে পুরন হোক কবির।
ছাইরাছ হেলাল
চোখ এড়িয়ে যায়নি দেখতেই পাচ্ছি।
অনেক ভাল থাকবেন আপনি।