
এই খর চৈত্রে
কোন্ খেলা খেলতে, খেলিয়ে নিতে ভারি মজা!
হাজার-বিজার খেলে দেয়া খেলায়;
ঢিশুম্-ঢাশুম, ফুটবল, ক্রিকেট, টেনিস, টেবিল টেনিস
ছি-বুড়ি, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, এক্কা দোক্কা,
আর-ও কতশত কত কী, জানা অজানা;
সব থেকে সহজ, পড়া-পড়া খেলা;
নিবিষ্ট নিবিড় নিঝুমে, চৈত্রের কোকিল দুপুরে
একাকী রাত্রির নিশুম গভীরে;
চাঁদ/কাক জ্যোৎস্নায় শুদ্ধ/অশুদ্ধ গদ্য/পদ্য ছাইভস্ম
তৃষিত হৃদয়ে, আকণ্ঠ জলে ডুবে/ভেসে
হিক্কা তুলে, গপ-গপ থপ-থপ করে
দু’কলম দাগিয়ে দিতে হবে, খেলে খেলে,
খেলতে খেলতে, খেলার ভান করে, ভান ধরে,
শাসিয়ে-কাঁদিয়ে-নাচিয়ে, জিপসি ভাব নিয়ে;
তবে লিখতে হবে সোনার কালিতে
জলে-ভাসা পদ্ম-পদ্যে।
কাঁপতে কাঁপতে ভাবি, নিথর মনে,
পোড়ামুখো হদ্দ-পাজি গৌরি সেন
কোথায় লুকিয়ে এখন?
বস্তা খানেক পড়া-লেখা ফিক্কা দেয় না কেন?
কেন? কেন?
একাকার সৃষ্টির দোলাচলে!! দগ্ধ হৃদয়ে।
ছবি নেটের।
২৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হলাম। বিজার মানে বুঝিনি ভাইয়া। পড়া পড়া খেলা আসলেই মজা। যখন তখন খেলা যায়। অনেক গুলো খেলার নাম মনে করিয়ে দিলেন। ধন্যবাদ আপনাকে। ইদানিং লেখা হচ্ছে না আমারও। কিযে একটা অবস্থা, দম বন্ধ হয়ে আসে লিখতে না পেরে। আমারে একটু ফুঁ দিয়ে দিয়েন যেন লিখতে পারি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
বন্যা লিপি
ছোটদি, হাজারে-বিজারে ” সমার্থক শব্দ ধরে নেয়া যায়, সংখ্যা তত্বে।
@ মহারাজ ভুল হলে শুধরে দেবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। আর ফিক্কা কি ফিকাহ থেকে এসেছে?
ছাইরাছ হেলাল
ছুড়ে মারা থেকে ফিক্কা মারা, মজা করে বলা।
ছাইরাছ হেলাল
আপনি একদম সহি বলেছেন, ভুল-টুলের কোন ব্যাপার নেই।
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই লিখতে পারবেন, ব্যাপার না।
আপনি জানেন রাইটার’ছ ব্লগ বলে একটি কথা আছে, ঠিক হয়ে যাবে।
অন্য একটি উপায় হতে পারে ডায়েরি লিখুন, তবে লেখার মধ্যে থাকতে হবে, যা খুশি লিখে।
আজকেই শুরু করে দিয়ে দেখতে পারেন।
বন্যা লিপি ঠিক বলেছে, অনেকটা ধুন-ফুন বলা-টলা এমন করেই হাজার-বিজার
ভাল থেকে লিখতে শুরু করুন। আর পড়তেও।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সুপর্ণা ফাল্গুনী
হ মুই বুঝছি বরিশাইল্লা ভাষা ফিক্কা মারা 😂😂
ছাইরাছ হেলাল
বাহ্, ধরে ফেলছেন দেখছি।
সুপর্ণা ফাল্গুনী
না ধরে উপায় আছে!!
ছাইরাছ হেলাল
কবি বলে কথা।
বন্যা লিপি
খেলিলাম আমিও আপনার এই শব্দের শব্দ/শব্দ খেলায়। চৈত্রের খর গরমে আমিও সাঁতারহীন ডুবে নিলাম একচোট। আরো ডুবতে পারতাম যদি সময় পেতাম আরো একটু,,, বলছিলাম আপনার জ্ঞানের ভান্ডারে আমার নজর সেঁটে গেছে এইবার। আরো কিছুদিন নিশ্চিন্তে থাকতে পারলে কতক সাবাড় করে আসতুম। আপনি খরায় ভূগলে আমরা তো নাই।
ছাইরাছ হেলাল
আল্লাহর অসীম দয়া, খরা নেই, বান ডাকা দু’কুল উপচে পড়া স্রোত চারপাশে।
আপনি এ রাজ্যে সব সময় ই স্বাগত।
চৈত্রের হাঁসফাঁসে একটু মজা নিলাম, পড়ে-লিখে।
ভাল থাকবেন, নিয়ম করে, নিয়ম মেনে।
পপি তালুকদার
পড়া পড়া খেলা বিষয় টি ব্যতিক্রম খেলা তবে সবচেয়ে সেরা ও আনন্দ দায়ক খেলা।।
ছাইরাছ হেলাল
পড়তে ভালবাসি তাই এমন করেই লিখলাম।
ভাল থাকুন।
সঞ্জয় মালাকার
অনেক দিন পার আপনার লেখা পড়লাম দাদা,
মনে তৃপ্তি পেলা।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক দিন পর দেখে আনন্দিত হচ্ছি।
ভাল থাকুন।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শব্দের খেলা আর উপমার ব্যবহার।
অতিশয় হৃদয়গ্রাহী লেখা।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা আপনাকে, পড়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
গৌরী সেন আমাদের সবাইকে বস্তাখানেক লেখা ফিক্কা দিক।
তাহলে তো ভালোই হয়।
সুন্দর লিখনি। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
সবাইকে না, শুধু আমাকে দিলেই হবে।
ধন্যবাদ।
আরজু মুক্তা
কেমনে কি? শব্দ খরায় আপনি? তাহলে, প্রকৃতি কালবৈশাখী ঝড়ে প্রলয় উঠাক। আম কুড়ানোর জন্য হলেও গা ভিজিয়ে নিয়ে। একটু ঠাণ্ডা গরমে কলম চলবে দিগ্বিদিক। দগ্ধ হৃদয়ে এট্টু আবেগ আসুক।
ছাইরাছ হেলাল
আম কুড়ানো ঝড় উঠলে মন্দ কী!! আমার ভাগ তো পাবো অন্তত।
কিছু আবেদ ধার দিলে পারতেন!!
ধন্যবাদ, দ্রুত লেখায় ফিরুন।