মাহবুবুল আলম
ইচ্ছাপূরণ ||
সে কেবল চোখের ভেতরে হাঁটে
মনের ভেতরে থাকে, রাত হলে
ভাঙিয়ে ভাতঘুম স্বপনে সে আসে
সারারাত স্বপ্নবিহারে মেতে
ভাসিয়ে যায় জলে।
একদিন ক্যামেরার চোখে
একপলকের দেখা একা একা
কাশবনের পথ ধরে হেঁটে যাচ্ছিল সে
নরম দুর্বাঘাসে পায়ের
আলপনা পড়েছিল তার।
তবু যেনো কত দিনের চেনা
কতদিনের জানাশোনা পরিচয়
হৃদয়ের নায়িকা সুন্দরী অপ্সরা
সেই দিলরুবা।
আমি তাই সেই পথে বার বার যাই
যদি দেখা পাই দিলরুবা
ধরা যদি দেয় ক্যামেরার চোখে
এবার বাঁধিবো তারে ফ্রেমে
যতই সে মন্দ বলুক
অসৌজন্যতার দোষে করুক দোষি
আমায় কে আর থামায় ইচ্ছা পূরণে।
চাইনিতো অতকিছু ||
বেশি কিছু চাইনিতো আমি
চেয়েছিলাম একটুকুন ছায়া
সামান্যই শাক-ভাত
একপ্রস্ত আটপৌরে শাড়ি
এইটুকুন নিখাদ প্রণয়।
চাইনিতো অতকিছু
চাইনিতো বিলাসি জীবন,
হাতভরা চুড়ি, কন্ঠে সিতাহার
বিলতিশিপন চাইনি
চাইনিতো প্রাসাদ জীবন।
আমি চাই তুমি শুধু
ছায়া হয়ে থাকো, মায়া হয়ে
হৃদয়ে উষ্ণপরশ মাখো
এটুকু চাই শুধু এইটুকু দাবী
বিরহীর বিশুষ্ক হৃদয়
সুখে রাখো ঢাকি
ক্ষোভ ||
ব্যাংক থেকে ঋণ নিচ্ছে যারা
হাজার কোটি টাকা,
বারে বারে টাকা নিয়ে
ব্যাংক করেছে ফাঁকা।
তবু তাদের হয় না কিছু
দিব্যি ঘুরে বেড়ায়
কৃষিঋণের টাকার জন্য
ব্যাংক আমায় দৌড়ায়।
তার পরেও ব্যাংক দিয়ে দেয়
সার্টিফিকেট মামলা
টাকা আদায় করতে প্রায়ই
বাড়িতে দেয় হামলা।
রাঘববোয়াল পার পেয়ে যায়
শক্ত তাদের খু্ঁটি
ঋণের জালে আটকে থাকে
ক্ষুদ্র চুনোপুঁটি।
আমার বাড়ি পুলিশ আসে
পালিয়ে বেড়াই রোজ
সরকার আসে সরকার যায়
নেয় না আমার খোঁজ।
মুক্তি চাই প্রভু হে ||
…এসব কারণে আমি প্রতিনিয়তই
লজ্জায় নিমজ্জিত হই, তাই মাটিকে
বলি- হে মাটি তুমি বিদীর্ণ হও
তোমার অতলান্ত গহ্বরে ঢুকে
যতসব লজ্জা ও অপমান থেকে
মুক্তিলাভ করি।
আকাশকে বলি-
হে আকাশ! তুমি বজ্রআঘাত হেনে
গুড়িয়ে দাও সেসব মানুষের
লালাসা ও পাপাচারের লালাঝরানো
উদ্যত জিহ্বাটাকে।
পরম স্রষ্টাকে বলি- হে স্রষ্টা!
তুমি সর্বোত্তম মহিমায় ধ্বংস করে দাও
ওইসব পাপিষ্ঠদের, যাদের কারণে
সৃষ্টির সেরা জীব মানুষ আজ কলঙ্কিত।
একমাত্র তুমিই পারো যাবতীয় অন্তর্গত
যাতনা থেকে লজ্জিত ও অপমানিত
আমাকে মুক্ত করতে!
২২টি মন্তব্য
এস.জেড বাবু
রাঘববোয়াল পার পেয়ে যায়
শক্ত তাদের খু্ঁটি
ঋণের জালে আটকে থাকে
ক্ষুদ্র চুনোপুঁটি।
নিদারুন সত্য।
সবকটি লিখা অসাধারণ।
চমৎকার
মাহবুবুল আলম
ধন্যবাদ আপনাকে!
জিসান শা ইকরাম
সব গুলোই ভালো লেগেছে ভাই,
তবে ‘ ইচ্ছাপূরণ || ‘ এর কথা বাসায় জানে? 😛
শুভ কামনা।
মাহবুবুল আলম
জিসান ভাই ! বাসায় সব জানে!!
ধন্যবাদ আপনাকে!
সুরাইয়া পারভিন
অসাধারণ সব কবিতা গুচ্ছ
শব্দ চয়ন, উপস্থাপন সব মিলিয়ে অনবদ্য সৃষ্টি
পাঠে মুগ্ধতা অনিমেষ
মাহবুবুল আলম
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ!
হালিম নজরুল
“সে কেবল চোখের ভেতরে হাঁটে”
————চমৎকার।
রাঘববোয়াল পার পেয়ে যায়
শক্ত তাদের খু্ঁটি
ঋণের জালে আটকে থাকে
ক্ষুদ্র চুনোপুঁটি
———নির্ভুল ছন্দ।
মাহবুবুল আলম
হালিম নজরুল ভাই! ধন্যবাদ ও শুভেচ্ছা!
সাবিনা ইয়াসমিন
চারটি ভিন্ন স্বাদের আলাদা আলাদা কবিতা দিলেন। কোনটা থেকে মন্তব্য দিবো ভাবছি!
দিলরুবা দেখছি আপনাকে ভালো ভাবেই হরণ করে ফেলেছে। পরেরবার গালা-গালি করলেও তাকে ক্যামেরায় আটকাবেন! আপনার সাহস দেখছি আকাশ ছোঁয়া! 😀
নিজেদের অক্ষমতা ঢেকে দিতে সৃষ্টিকর্তার দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নেই আসলেই।
মাহবুবুল আলম
সুহৃদ সাবিনা ইয়াসমিন!
কবিতাগুলো আপনার ভাল লেগেছে জেনে যারপর নােই খুশি হলাম।
আপনাকে ধন্যবাদ!
ছাইরাছ হেলাল
প্রত্যেকটিই বার বার পড়ার মত, পড়েছি ও তা।
একমাত্র ঈশ্বর-কৃপাই আমাদের বাঁচাতে পারে নরক যন্ত্রণার হাত থেকে।
মাহবুবুল আলম
ছাইরাছ হেলাল ভাই!
কবিতাগুলো ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে!
রাফি আরাফাত
ভিন্নধর্মী লেখা ভাই। খুবই অসাধারণ উপস্থাপন। ভালো লাগলো।
ভালো থাকবেন
মাহবুবুল আলম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে! ভাল থাকবেন সব সময়!
শিরিন হক
আত্মার শুদ্ধি বিধাতাই দিতে পারেন।
কুলশিত সমাজ থেকে মুক্তি পাক সকলে।
মাহবুবুল আলম
আপনার প্রার্থনায় নিজেও শরিক হলাম! ধন্যবাদ!
শামীম চৌধুরী
আমার বাড়ি পুলিশ আসে
পালিয়ে বেড়াই রোজ
সরকার আসে সরকার যায়
নেয় না আমার খোঁজ।
কেউ কারো খোঁজ নেয় না ভাই। শুধু পুলিশই খোঁজ রাখে ধান্ধার আশায়।
মাহবুবুল আলম
হা হা হা ! “শুধু পুলিশই খোঁজ রাখে ধান্ধার আশায়” ভাল বলেছেন তো! ধন্যবাদ!
তৌহিদ
প্রতিটি কবিতা দারুণ লিখেছেন। মুক্তিচাই প্রভু হে- কবিতাটি মনে দাগ কেটে গেলো। এতো আমার মনের কথাই যেন লিখেছেন কবিতায়।
শুভকামনা রইলো ভাই।
মাহবুবুল আলম
তৌহিদ ভাই!
সব মুক্তচিন্তার মানুষের চিন্তাও এক। ধন্যবাদ!
আরজু মুক্তা
সবকটিই হৃদয় ছুঁয়ে গেলো।
মনির হোসেন মমি
চারটি কবিতার চার রকম বিষয় বেশ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। খুব ভাল লাগল।