ক্লান্ত, শ্রান্ত আমি, সাথে বিষণ্ণ গোধূলিবেলা
আঁকাবাঁকা পথের দু’ধারে গোলাপি কৃষ্ণচূড়া
লালচে-নীলচে মিশেলে আকাশ, আলো আঁধারির খেলা
আচমকা পিছনে ফিরে দেখি, ঠায় দাঁড়িয়ে তুমি
হ্যাঁ, সেই তুমি, চোখে যার নির্ঘুম ছুঁয়ে যাওয়া ক্লান্তি
রাজ্যের বিস্ময়, বিস্মিত শিহরিত বিমোহিত আমি
অসহায় কণ্ঠস্বরে বলি, এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ
কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে
রেখে যাবে শুধুই ক্ষত, দগদগে এক মহাকাল দীর্ঘস্থায়ী ক্ষত__।
২২টি মন্তব্য
তন্দ্রা
হ্যাঁ শুধুই ক্ষত এ দেহমনে
রিমি রুম্মান
ধন্যবাদ…
নীলকন্ঠ জয়
অসাধারণ (y)
ক্ষত হীন জীবন আর মেঘহীন আকাশ কোনটিই পরিপূর্ণতা দিতে পারে না সৌন্দর্য্যের।
রিমি রুম্মান
সুন্দর বলেছেন… ভাল থাকবেন।
মা মাটি দেশ
যেখানে জীবনের ছন্দ সেখানে আবার ক্ষত স্হান।এটাই জীবন। (y)
রিমি রুম্মান
জীবন কাটুক ক্ষতহীন।
বনলতা সেন
এ যে যন্ত্রণা মহা যন্ত্রণার কাব্য ।
রিমি রুম্মান
যন্ত্রণাহীন থাকুন… ভাল থাকুন।
ছন্নছাড়া
রাস্তা আমার পছন্দ হয়েছে ……………………।।
এ রকম একটা রাশ্তায় হাটার মজাই আলাদা আর সাথে যদি মনের মানুষ থাকে তাহলে তো কথাই নাই …।।
অসাধারণ
রিমি রুম্মান
এ রাস্তা আমার বাড়ির ধারে। হেঁটে আসুন কল্পনায় মনের মানুষকে সঙ্গে নিয়ে।
জিসান শা ইকরাম
” এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ
কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে
রেখে যাবে শুধুই ক্ষত, দগদগে এক মহাকাল দীর্ঘস্থায়ী ক্ষত — ” অসাধারণ এবং সত্য উপলব্দি ।
ধন্যবাদ এমন কবিতা শেয়ারের জন্য —
রিমি রুম্মান
বাস্তবতা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়… ধন্যবাদ।
মর্তুজা হাসান সৈকত
সুন্দর কবিতা শেষ লাইনটি অসাধারণ।
রিমি রুম্মান
অসাধারন ভাল থাকুন। ধন্যবাদ অশেষ।
ছাইরাছ হেলাল
আমিও বলি শেষ লাইনটি সত্যিই অনেক সুন্দর ।
রিমি রুম্মান
ধন্যবাদ… -{@
আবু জাঈদ
ভাল লিখেছিস রে,
রিমি রুম্মান
তুই এই প্রথম এলি আমার ঘরে… :T ভাল থাকিস সবসময়।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো …
রিমি রুম্মান
ধন্যবাদ… ভাল থাকবেন।
খসড়া
ভালবেসে সখি নিভৃতে যতনে আমার নামটি লিখ তোমার মনেরও মন্দিরে। কবিতা পড়ে এই কলি গুলি মনে পরলো।
রিমি রুম্মান
এটা আমারও খুব ভালোলাগা একটি গান। ধন্যবাদ।