এই মেয়ে

নীলাঞ্জনা নীলা ১২ এপ্রিল ২০১৯, শুক্রবার, ১১:৪২:০৪পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

তুমি যাচ্ছো মেয়ে কোন পথে?
মেনে নিতে হবে সবকিছুই, যেখানেই যাওনা কেন!

তোমার জন্যে নিত্য-নতুন নিয়ম
ঘাড় গুঁজে মেনে নিতে হবে সব—
পথে হেঁটে যাচ্ছো,
তোমাকে কেউ জড়িয়ে নিতে পারে আলগোছে
অথবা ভীড়ের মধ্যে তোমার গোপনীয়তা ছুঁয়ে ফেলতে পারে
তোমাকে চুপ করে সয়ে যেতে হবে।
যদি প্রতিবাদ করো, বাজে মেয়েমানুষ আখ্যা পাবে।

চাকুরীতে উন্নতি চাও?
বসের কাছে উন্মুক্ত করো নিজেকে।
লক্ষ্মী মেয়ে হতে চাও? কোনোদিকে দেখোনা, কিছু চেয়োনা, ঘাড় গুঁজে, মাথা নুয়ে সবকিছু মেনে নাও।
ভালো বৌ হতে চাও? তাহলে মুখ বুজে থাকো,
শরীর খুলে দাও রাতে, মন না চাইলেও।

তোমার জন্যেই কেবল নিয়ম মেয়ে
পোষাকে, চলাফেরায়, আচার-আচরণে, ধর্মে সবকিছুতেই।
সমাজপতিদের তথাকথিত নিয়ম মেনে নিয়েও পেয়েছো কি ভালো চরিত্রের তকমা?
তোমাকে তোমার বিরুদ্ধে উসকে দিয়েছে,
মেয়েমানুষ হিসেবে পরিচিত করেছে এই অসভ্য সমাজে।
এতোকিছুর পরেও কিভাবে তুমি চুপ করে আছো?

শোনো মেয়ে, অনেক তো সয়েছো;
শরীর-মন দুটোকেই ধর্ষিত করেছো
বালিশে মুখ চেপে কেঁদেছো কতো কতো রাত,
কতো কতো দিন!
কে দেখেছে তোমার চোখের জল?
কেউ কি মুঁছিয়ে দিয়েছে আদর করে নিঃস্বার্থভাবে?
তিলে তিলে যে যন্ত্রণা প্রতিটি ক্ষণ তোমাকে দগ্ধ করেছে,
তোমার হৃদয় খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষত তৈরী করেছে
তোমার মৃত শরীরকেও ছাড় দেয়নি যারা
আজ তাদেরকে পোড়াও।

এই মেয়ে অনেক তো মুখ বুঁজে রইলে,
এবার একটু বদল করো নিজেকে।
এ সমাজ বদলাবে না কোনোদিনও, অন্তত তুমি পাল্টাও নিজেকে।

এন্টিগোনিশ , কানাডা
১২ এপ্রিল , ২০১১ ইং

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ