ঈশ্বর আমায় সুখ দাও

মোকসেদুল ইসলাম ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১১:০৭:২৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ক্ষুধার্ত দুঃস্বপ্নরা যখন আয়েশ করে চেটে খায় জৈবিক সত্ত্বা
তখন বুকের ভিতরে অনবরত ছটফট করতে থাকা ভঙ্গুর সুখগুলো কুড়েকুড়ে মরে।
আমার বিরান আঙিনা জুড়ে আনাগোনা বাড়ে লোভী জিভের।

তৃষ্ণার অগ্নিতে পুড়ে খরা হয়ে যাওয়া বুকে
এবার মেঘের জরায়ূ ছিড়ে একফোঁটা বৃষ্টি নামুক সুখের।

হে ঈশ্বর,
প্রথম রিপুর জ্বালা বহনকারী সেই অষ্টাদশীর
বুকের ভেতর লালন করা হাইব্রীড ভালোবাসা দিয়ে
দুঃস্বপ্ন আর যন্ত্রণার গর্ভ হতে ত্রিমাত্রিক সুখ উৎপন্ন করো।
আমায় সুখ দাও, সুখ।

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ