ক্ষুধার্ত দুঃস্বপ্নরা যখন আয়েশ করে চেটে খায় জৈবিক সত্ত্বা
তখন বুকের ভিতরে অনবরত ছটফট করতে থাকা ভঙ্গুর সুখগুলো কুড়েকুড়ে মরে।
আমার বিরান আঙিনা জুড়ে আনাগোনা বাড়ে লোভী জিভের।
তৃষ্ণার অগ্নিতে পুড়ে খরা হয়ে যাওয়া বুকে
এবার মেঘের জরায়ূ ছিড়ে একফোঁটা বৃষ্টি নামুক সুখের।
হে ঈশ্বর,
প্রথম রিপুর জ্বালা বহনকারী সেই অষ্টাদশীর
বুকের ভেতর লালন করা হাইব্রীড ভালোবাসা দিয়ে
দুঃস্বপ্ন আর যন্ত্রণার গর্ভ হতে ত্রিমাত্রিক সুখ উৎপন্ন করো।
আমায় সুখ দাও, সুখ।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তৃষ্ণার অগ্নিতে পুড়ে খরা হয়ে যাওয়া বুকে
এবার মেঘের জরায়ূ ছিড়ে একফোঁটা বৃষ্টি নামুক সুখের।
কবির আশা পুরন হোক।
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
স্বপ্ন নীলা
অসম্ভব ভাল লেগেছে — দারুন এবং দারুন
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ অবিরাম
খসড়া
কঠিন কথা কঠিন ভাবে সুখ চাওয়া।
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ পাঠ করা র জন্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বরাবরের মতন ভাল লাগল।
মোকসেদুল ইসলাম
ভাল লেগেছে জেনে খুশি হলাম