আজকাল হেটে বেড়াই সেই ইচ্ছে পুরনের দেশে যেখানে ইচ্ছে প্রকাশের সাথে সাথেই তা চলে আসে নাগালের মাঝে। আমার ইচ্ছেরা খুব বড় ছিলনা কোন কালেই । ছোট ছোট ইচ্ছে । তবে আমার কাছে এই ইচ্ছে গুলোর মুল্য অনেক , অমূল্য ই বলা চলে।
আলাপের প্রথম দিনেই কেন যেন মনে হয়েছিল , এই সেই যাকে আমি খুঁজেছি এতকাল , মিসিসিপি , তাইগ্রিস , গংগা , পদ্মার তীরে তীরে । সাহারার তপ্ত রোদে দিনের পর দিন খুজে বেড়িয়েছি তৃষ্ণার্ত হয়ে । এই সেই তিনি যার স্পর্শে জগত সংসারের সমস্ত সঙ্গীত এক সাথে বেজে উঠলো ।
ইচ্ছে পুরন দেবী হয়ে মটর বাইকের সঙ্গী হলে সেদিন । শুধু বলার অপেক্ষা , উঠে বসলে আমার বাইকের পিছনে। ছুটছি ছুটছি আমার স্বপ্নের সড়ক দিয়ে । হাওয়ায় উড়ছিল তোমার চুল। মাঝে মাঝে উল্টো হাওয়া আমার মুখে এনে ফেলছিল তোমার চুল। পিছনে না তাকিয়েও ঠিকই বুঝতে পেরেছিলাম , জড়িয়ে ধরতে চাইছ তুমি। লজ্জা সংকোচ এ পারছো না । আমার কাছে এতটা লজ্জা কেন মিথুন ? মনে মনে চাচ্ছিলাম , জড়িয়ে ধরো জড়িয়ে ধরো। কিন্তু ধরছো না । আমি বলার সাথে সাথে জড়িয়ে ধরলে একান্ত নির্ভরতায় , লতার মতই । মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম তোমার সুখ। আমার মিথুনের সুখ। চোখ বুজে সুখকে যেন উপভোগ করছো ।
স্বপ্নের যাত্রা একসময় শেষ হয়। এর সুখ প্রবাহিত এখনো আমার সমস্ত অস্তিত্বে (3 (3
১৬টি মন্তব্য
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া মিথুনের সাথে লতার কি সম্পর্ক ? 🙂
স্বপ্ন
মিথুন লতার মত জড়িয়ে থাকে স্বপ্নকে 🙂
জিসান শা ইকরাম
ইচ্ছে পুরনের দেশ!!
আহা আমাদের সবার যদি এমন এক দেশ থাকতো !
স্বপ্নের অভিযাত্রী আপনার দুজন , বুঝতে পেরেছি 🙂
স্বপ্ন চলুক ——
ভালো লিখেছেন ।
স্বপ্ন
জি , স্বপ্নের অভিযাত্রী আমরা দুজন 🙂 নিজের জন্য এমন দেশ গড়ুন ।
লীলাবতী
স্বপ্ন ভাইয়া , আমারও তো এমন স্বপ্ন দেখতে ইচ্ছে করছে । ইচ্ছে পুরনের দেশের ঠিকানাটি চাই ই চাই আমার। -{@
স্বপ্ন
দিদি , আপনার ইচ্ছে পুরনের দেশ আপনাকেই খুজে নিতে হবে 🙂
ছাইরাছ হেলাল
স্বপ্ন দেখছি ধড়ায় এসেছে নামি ।
স্বপ্ন
জি 🙂
নীহারিকা
স্বপ্ন ধরা দিয়েছে হাতের নাগালে। খুব ভালো।
স্বপ্ন
হ্যা আপু। দোয়া করবেন আমার জন্য ।
খসড়া
আপনার ইচ্ছে পুরন হোক, আমরাও একটা ইচ্ছে পূরনের দেশে যাই।
স্বপ্ন
যান যান , ইচ্ছে পুরনের দেশ গুলো খুব সুন্দর ।
প্রিন্স মাহমুদ
বাহ
স্বপ্ন
🙂
শুন্য শুন্যালয়
স্বপ্নের যাত্রা শেষ না হোক … চলতে থাকুক…চলতেই থাকুক…
স্বপ্ন
আল্লাহ্ আপনার মঙ্গল করুন 🙂