লুতু পুতু ধরনের এয়নরয়েড , আই ফোন তাগ করেছি ।
কাছে টেনে নিয়েছি আমার প্রিয় মোবাইল নকিয়া ১১০০ কে আবার।
যেমন খুশি তেমন করে এটি ব্যবহার করি । হাত থেকে ছিটকে ১০ ফুট দূরে ছিটকে গেলেও কোন সমস্যা নেই ।
কল আসে রিসিভ , আর কল করা , মেসেজ দেয়া , সারাক্ষণ সার্ভিস ।
জোরে জোরে টিপি নব গুলো , কিচ্ছু হয়না । একটুও রাগ নেই , অভিমান নেই। বিশ্বস্ত একজন বন্ধুর মত আচরন করে সে।
অথচ
এনরয়েড , আই ফোন ? এত আহ্লাদি এনারা , খুব সাবধানে ব্যবহার করতে হয়।
কথা বলছি , গালের ঘসায় কেটে যায় লাইন । আমার প্রিয় এই নকিয়ায় গালের খোঁচা খোঁচা দাড়ির ঘষাতেও কোন সমস্যা নেই।
আই ফোন , এনরয়েড হচ্ছে ধনীর দুলালী , ধনীর স্ত্রীর মত । সহজে মন বুঝা যায় না । এত জটিলতা এদের মাঝে । হাত দিয়ে পরে গেলেই শেষ ।
তাই প্রিয় এই সেট আবার ব্যবহার শুরু করেছি।
লাভ ইউ নকিয়া ১১০০ (3
১৩টি মন্তব্য
নীলকন্ঠ জয়
নকিয়া ১১০০ ঢিল দিয়ে আম পেড়ে খেয়েছি বন্ধুরা। তাই বন্ধু মহলে ইহা “আমপাড়া” সেট নামেই পরিচিত। অক্ষয় কোম্পানীর প্রোডাক্ট। :D)
প্রজন্ম ৭১
“আমপাড়া” সেট :D) ? প্রথম শুনলাম এই নাম ।
জিসান শা ইকরাম
ভালো করেছেন ।
আমিও করুম কিনা চিন্তা করতাছি :p -{@
প্রজন্ম ৭১
করুন করুন , এটি রাফ এন্ড টাফ সেট 🙂
ছাইরাছ হেলাল
বেশ কাকতালীয় ,
হাতি ঘোড়া বাদ দিয়ে আমি এখন এই সেটটিই ব্যবহার করি ।
প্রজন্ম ৭১
তাই নাকি ? আসুন কোলাকুলি করি 🙂
খসড়া
নকিয়া সেটগুলি আসলেই অক্ষয়।
প্রজন্ম ৭১
এই সেটা সহজে ভাংগে না । আহ্লাদি সেট ব্যবহার করবে মেয়েরা , আমরা হচ্ছি রাফ এন্ড টাফ। আপনিও করুন ভাই।
আদিব আদ্নান
হারানো দিনের কথা মনে পড়ে যায় ।
প্রজন্ম ৭১
পূরানো দিনের সব কিছুই ভালো আসলে ।
শুন্য শুন্যালয়
বেশি করে দাড়িতে ঘষুন… 😀 অল দা বেস্ট…
প্রজন্ম ৭১
আচ্ছা , রাফ এন্ড টাফ সেট এটি। কিছুই হবেনা ।
রিমি রুম্মান
আহা নোকিয়া ১০২০ বেরিয়েছে… এটা হলে মনে হয় আরও ভাল হত!!