আমার ধমনী শিরায় বয়ে চলা
অনুভুতি গুলোর আর্তনাদ শুনি
রাত্রির নিরবতায় আঁধারের বুক চিরে
ভেসে আসে পলাতক হৃদয়ের
করুন আর্তনাদ
সুখ নয় দুঃখ নয়
কোনো তৃতীয় অনুভুতি
এসে আঘাত করে মস্তিস্কে
ধমনী শিরায় বয়ে চলে
হৃদ স্পন্দনে
কম্পিত হয় প্রতিটি নিউরনে
অচেনা নাম না জানা
অনুভুতি গুলোর করুন আর্তনাদ
১৬টি মন্তব্য
রকিব লিখন
খোঁজে খোঁজে দিশেহারা হয়ে খোঁজ সেই অনুভূতি।।
পেয়ে যাবে মাঝ পথে।।
কবিতায় ভাল লাগা।। (y)
মানিক পাগলা
খোঁজে যাই অবিরত সেই অচেনা অনুভুতি…
খসড়া
কবিতার কিছুই বুঝিনাই ক্ষমা চাচ্ছি।
মানিক পাগলা
আমি দুঃখিত
লীলাবতী
অচেনা অজানা !! তার নাম জানার কি চেষ্টা করেছেন ?
মানিক পাগলা
না, নাম জানার চেষ্টা করি নাই।
কিছু অনুভুতি অজানাই থেকে যাক।
আমীন পরবাসী
সুখ নয় দুঃখ নয়
কোনো তৃতীয় অনুভুতি
এসে আঘাত করে মস্তিস্কে
ধমনী শিরায় বয়ে চলে
হৃদ স্পন্দনে
কম্পিত হয় প্রতিটি নিউরনে
অচেনা নাম না জানা
অনুভুতি গুলোর করুন আর্তনাদ
অসাধারন লাগল। শুভেচ্ছা রইল কবি।
মানিক পাগলা
ধন্যবাদ পরবাসী
শুন্য শুন্যালয়
সুখ দুঃখ ছাড়াও কিছু অনুভুতি থাকে, নাম না থাকলেও আছে তেমন কিছু…
ভালো লেগেছে কবিতা… শুভেচ্ছা -{@
মানিক পাগলা
ধন্যবাদ শুন্যালয়
মোঃ মজিবর রহমান
হ্যাঁ মানিক ভাই, কি সেই অনুভুতি? জানতে চাই। পাঠক হিসেবে অধিকার কি আছে?
\|/
মানিক পাগলা
জানার অধিকার অবশ্যই আছে মজিবর ভাই।
কিন্তু সেই অনুভুতি কলমে প্রকাশ করার ক্ষমতা আমার নাই। কেবল আনুভব করতে পারি মাত্র।
যদি কখনো তা কলমের ডগায় নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই পাঠকরা জানবেন।
ছাইরাছ হেলাল
আর্তনাদ আমরাও টের পাচ্ছি ।
তবে এমন লেখা এলে অসুবিধা নেই ।
মানিক পাগলা
সেই আর্তনাদ সযতনে আলগে রাখুন হেলাল ভাই
নীহারিকা
অনুভুতির আর্তনাদ, মন খারাপ হয়ে যায়। সুন্দর লিখেছেন।
মানিক পাগলা
খুব বেশি মন খারাপ লাগলে ছাদে চলে যান। কিছু নক্ষত্র দেখে আসুন ভাল লাগবে। নীহারিকা