আমি ধূলি মাখা পথের ক্লান্ত পথিক
খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন
ক্লান্ত হয়ে…
এক টুকরো মেঘ যদি আসে
আমায় ছায়া দিতে
চিৎকার করে বলবো –
আমি চাই না তোমার ছায়া
আমি চাই না তোমার শুভ্রতা
আমি চাই না তোমার শান্তির পরশ
আমি ধূলি মাখা পথের পথিক
ধূলির পথেই হাটবো সারাজীবন
চৈত্রের প্রখর রোদে
ঘাম ঝরাবে আমার ক্লান্ত শরীর
ক্রমশ ভারী হয়ে আসবে পা
ক্লান্তিতে অবসাদে
অবশ হয়ে যেতে চাইবে শরীরের প্রতিটি কোষ
তবুও
চিৎকার করে বলবো –
আমি চাই না তোমার বৃষ্টি
আমি চাই না তোমার স্নিদ্ধতা
আমি চাই না তোমার শীতল পরশ
আমি ধূলি মাখা পথের পথিক
ধূলির পথেই হাটবো
খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন
ক্লান্ত হয়ে …
২৩টি মন্তব্য
লীলাবতী
আমি ধূলি মাখা পথের পথিক
ধূলির পথেই হাটবো
খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন
ক্লান্ত হয়ে … -{@ (y)
মানিক পাগলা
\|/
প্রিন্স মাহমুদ
দারুণ
মানিক পাগলা
.\|/
মানিক পাগলা
. \|/
আফ্রি আয়েশা
//খালি পায়ে ধূলি মেখে হাটবো সারাজীবন
ক্লান্ত হয়ে …// সুন্দর লাইন ।
কিন্তু কেনো হাঁটবো ?
মানিক পাগলা
ক্লান্ত হওয়ার জন্য হাঁটবো।
ছাইরাছ হেলাল
অসম্ভব সুন্দর এক চাওয়া আপনার লেখায় ।
অবশ্যই প্রশংসা করছি ।
মানিক পাগলা
ধন্য – বাদ হেলাল ভাই
জিসান শা ইকরাম
অনেক ভালো লাগা কবিতায়
মানিক পাগলা
ধন্য – বাদ জিশান ভাই
নীলকন্ঠ জয়
কবিতায় অনেক ভালোলাগা।
অনেক দিন পরে লিখলেন। -{@
মানিক পাগলা
আপনাদের ভাল লাগাই আমার উৎসাহ।
হুম জয় ভাই, কয়েক দিন হলো খুব দৌড়ের উপর আছি
রকিব লিখন
এক টুকরো মেঘ যদি আসে
আমায় ছায়া দিতে
— এই একটুকরো মেঘের অপেক্ষায় কাটে অনন্ত জীবন।। (3
মানিক পাগলা
আর সে অপেক্ষায় আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই।
খসড়া
ভাল লাগলো।
মানিক পাগলা
ধন্য – বাদ খসড়া ভাই
মা মাটি দেশ
আমি ধূলি মাখা পথের পথিক
ধূলির পথেই হাটবো সারাজীবন
বাহ!চমৎকার ছন্দ…. (y)
মানিক পাগলা
:T
বনলতা সেন
আমি বারবার পড়ব এ লেখা
ক্লান্ত না হয়ে-ই ।
মানিক পাগলা
পড়েন
শুন্য শুন্যালয়
কার উপর এতো অভিমান?
অনেক ভালো লেগেছে, কিন্তু এতো দিন পর পোস্ট দিলে তো চলবে না।।
আবার পড়লাম… 🙂
মানিক পাগলা
এক টুকরো মেঘের উপর অভিমান।