আমি। কে আমি? দেখে ঠেকে ঘেটে ঘুটে দুএকটি লাইন শিখে ফেলেছি। ন্যাকা মেকি কান্না আবেগ শিখেছি কিভাবে জোড়া দিতে হয় শুরুতে কিংবা শেষে। কেউ পড়ে বলবে হয়তো, আহারে মেয়েটা বড়ই দুঃখী। আমি তখন নিজেকেই নিজের বাহ্বা দেব। ঝুলিতে জমা করবো উচ্চ নাম।
কোনদিন হয়তো লিখবো পল্লীর সে মেয়েটির কথা যার গায়ে ট্যাগ বেশ্যা। কেঁদে কেঁটে বলেছিল আপু তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, তোমার সব কাজ আমি করে দেব, তোমার পায়ের কাছ থেকে নড়বোই না দেখো। কাঁদবো হয়তো আড়ালে, আহারে ময়না পারিনি তোকে নরক থেকে উদ্ধার করতে, এ সভ্য সমাজের নরক আরো ভয়াবহ বলতে পারিনি তাকে। ওদিকে বিদ্রুপ হাঁসিতে জীবন যাপন পর্যুদস্ত করে দেব হোস্টেলের সে মেয়েটির, কাকে যেন ভালোবেসে বা কোন ভুলে বাথরুমে সন্তান প্রসব করেছিল যে। আমাদের এই অচেনাতেই ‘আমি’, তবু প্রশ্ন প্রশ্ন। হায়, কেন নিজেকে এতো কম প্রশ্ন করি আমরা?
আমি? ধোঁয়া ধোঁয়া আজন্মের স্মৃতি কারো? রাতের পর রাত জেগে জুওলোজি বা বোটানির ছবি এঁকে দেয়া কারো ভীষন ভালো বন্ধু? অনাধুনিক খেয়াল? কারো উন্মত্ত রক্তাক্ত ঘেটে খাওয়া বর্তমান? ঘৃনা? অসহ্যের সিকুয়্যাল? দিনে দিনে সুন্দর হয়ে যাওয়া, গানের মধ্যে না বলতে পারা কিছু?
………………………আমি অস্তিত্ব কারো, কোথাও নিজেকে খুঁজে না পাওয়ার পর শেষ গলি ঘুপচির আস্তানা যেখানে খুঁজে পাই। আমি? অন্ধের যেমন লাঠিটাই বিশ্বাস। ২০ সেপ্টেম্বর, আশির্বাদ দাও, আরো একবার চলতে চাই, ক্লান্তি নয়, অভিশাপ নয়। ব্যাগপ্যাক কাঁধে অই হিমালয় পর্যন্ত চলা। পা টিপে আসছে কেউ। কে? আয়োজন? দূরে কোথাও বাজছে কি বাঁশি? রবি বাবুর গান?
৮৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আমি কে এত সহজ উত্তর
আপনি আমাদের দিদি।
শুন্য শুন্যালয়
আমাদের সবার ভেতরেই আমি থাকে, যা কিছুটা অজানা। এ বোধ হয় তেমন কেউ।
আপনি আমাদের ভালো একটা ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আমরা ওসমাজের
একেক জন একেক রকমের
মানুষ।
নাম হয়ত ভিন্ন হই। এই যা।
আমরা পারিনা কিছুই আবার করি কিছু।
আমরা অনেক ন্সময় ঈশ্বরের থেকে সমাজকে বা মানুষকে বেশি ভয় করি!!!
শুন্য শুন্যালয়
খুব ভালো বলেছেন ভাইয়া। আমার কিন্তু নিজেকেও ভয় করে। কারন আমিও যে মানুষ আর এই সমাজেরই।
অরুনি মায়া
তুমি কে সেকথা থাক। আগে বল পা টিপে টিপে আসছে কে? আবার বাঁশির আওয়াজ ও শুনতে পাচ্ছ।
এ লক্ষণ তো ভালনা মেয়ে ;?
শুন্য শুন্যালয়
ওরে মেয়ে, স্পর্শ আর ভালোবাসা শিখিয়ে তোমার মাথা গোল্লায় গেছে। ও কেউনা ভেতরেই থাকা একজন। সে আমিও হতে পারি কিংবা আরেকজন।
তুমিও দেখি লক্ষন চিনে ফেলেছ, বলতো আমি কে?
অরুনি মায়া
তুমি শুন্য।
তোমার মাঝে কেউ নেই।
এমন কি তুমিও নেই,,,,,,,,,,
শুন্য শুন্যালয়
এইটা কি কইলা? না, আমি আজকেই নাম পাল্টামু 🙁
মেহেরী তাজ
নাম পাল্টায়ে কি রাখবেন শুন্য ইন্দ্রিয়??? হাহাহাহাহা
অরুনি মায়া
হা হা হা হা
শুন্য শুন্যালয়
ঐটা তো তোর বয়ফ্রেন্ডের নাম, হা হা হা।
মেহেরী তাজ
শুন্য আপু সব আপনার দোষ…….
শুন্য শুন্যালয়
মায়া আপু, শুন্য ইন্দ্রিয়ের ঘটনা জানো? আমি একবার ফেসবুক ডিএক্টিভেট করেছিলাম, তাজ ভাবলো আমি তাকে ডিলিট করেছি। মনের দুঃখে কান্নাকাটি করে, আমাকে খোঁজে (এইগুলা আমার বানানো অবশ্য), এরপর একদিন শুন্য ইন্দ্রিয় নামের একজন তাকে রিকু পাঠালো নাচতে নাচতে তাকে আমি ভেবে এক্সপ্ট করে নিলো। এরপর এলো সেই ভয়াল দিন। পোলা টা জানি কেমন কেমন মেসেজ দেয়। তাজ ভাবে, শুন্য আপু এমন মেসেজ দেয় কেনে রে? রঙ… নাকি? পরে দেখে অইটা শুন্য ইন্দ্রিয়, শুন্য শুন্যালয় না 😀
এরপরের কাহিনী আমরা জানিনা। হ্যাঁ রে তাজ শুন্য ইন্দ্রিয় কেমন আছে? 😀
শুন্য শুন্যালয়
না, না সবই ইন্দ্রিয়ের দুষ। 😀 :D)
মেহেরী তাজ
আমি জানি নাকি সেই ইন্দ্রিয় কেমন আছে??
সে তাজের হাতে ব্লক খেয়েছে…….!
শুন্য শুন্যালয়
আহারে বেচারা ইন্দ্রিয়! তাজরে চেনেনাই, বন্দুক দেখেও চেনে নাই, পুরাই ব্লক খাইলো? 😀
মেহেরী তাজ
ভাগ্যিস দেখে নাই! কারন আমার বন্দুক থেকে তো শুধু হার্ট( (3 ) বেড় হয়। যা সবার জন্য নয়। 🙂
অরুনি মায়া
হা হা হা বলে কি শুন্য ইন্দ্রিয় নিয়ে এতকিছু ঘটে গেছে। বেচারি তাজ শুন্যের খোঁজে প্রায় পূর্ণ হয়েই যাচ্ছিল।
ও তাজ বলনা একটু শুন্য ভাইয়া তোমারে কি কি গল্প শোনাত? :p
মেহেরী তাজ
আচ্ছা এই শুন্য ভাইয়া টা আবার কে??? ;?
কেউ কি চেনেন? আমায় এটু চিনায়ে দেন পিলিজ লাগে। :p
শুন্য শুন্যালয়
কেনো রে তাজ, আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে? 🙂
মেহেরী তাজ
আপু আমাদের পথ কোন কালেই সোজা ছিলো না বেঁকে যাবে কি??? ^:^
জিসান শা ইকরাম
নিজকে আমরা আসলে চিনতেই পারিনা তেমন
এটাই হয়ত মানবের স্বাভাবিক গুন
চিনতে পারলে মহামানব হয়ে যেতাম সবাই
কিন্তু মহামানবের সংখ্যা খুবই কম।
আপনি তো লেখায় সত্যি মিথ্যে জুড়ে দিয়ে কিছু একটা দাঁড় করাতে পারেন
আমি তো তাও পারিনা।
গানটি আমার খুবই প্রিয়।
শুন্য শুন্যালয়
মহামানব না হলেও নিজেকে সবারই কিছুটা চিনতে পারা উচিৎ, হতে পারে কারো দেখিয়ে দেয়া পথ ধরে।
আপনি মিথ্যে জুড়ে দিতে পারেন না, এটাই আপনার গুন।
গানটি আমারো প্রিয়।
জিসান শা ইকরাম
আড়ালটা আসে না আমার,নিজকে আড়াল করতে পারিনা
আড়ালের আড়াল তো আমার কাছে আরো কঠিন
আমি এমনই।
শুন্য শুন্যালয়
নিজকে আড়াল করতে সবাই জানে, আপনিও জানেন। এটা defense mechanism. সেটা কষ্ট হতে পারে। লেখাতে চতুরতা না আনাকে আমি আপনার মনের স্বচ্ছতা মনে করি। আপনি এমন বলেই তো আমার পছন্দের। 🙂
মেহেরী তাজ
আপনি কে? এর কত শত উত্তর আপনি নিতে চান বলুন?
যেমন দুচারটা বলি । আপনি সোনেলার শুন্য,আপনি নওগাঁর শুন্য,আপনি ভোরের শুন্য,আপনি ছুটিপুরের না থাক এটা থাক। সব বাদ দিলাম আপনি তো আমার শুন্য আপু। 🙂
শুন্য শুন্যালয়
তুই তো সব বুঝে গেলি, আমিই বুঝতে পারলাম না, তবে নিজেকে বোঝার জন্য তোদের সবার পথ চেয়ে থাকি।
তুই আমার পিচ্চি ভূত, বড় লেখিকা তাজ আপু। (3
মেহেরী তাজ
আপু এটা কি হতে পারে আপনার চেয়ে আপনাকে কেউ বেশি চিনে ফেললো????
শুন্য শুন্যালয়
হুম হতে পারে, সত্যি বলতে আমার নিজেকেই কিছু অচেনা লাগে মাঝে মাঝে। তাছাড়া নিজের ভালো-মন্দের জাস্টিফাই অন্যরা ভালো করতে পারে বলে আমার মনে হয়। অন্যরা অবশ্য এমনটা নাও ভাবতে পারে।
মেহেরী তাজ
হাইলে তো আমি আপনার চেয়ে আপনাকে বেশি চিনি।
হাহাহাহ
শুন্য শুন্যালয়
ডায়াবেটিস নাকি? 😀
মেহেরী তাজ
এইরে আপনার ডায়াবেটিস আছে??? ধুর এটা জানতাম না….! ;(
শুন্য শুন্যালয়
আরে না না, আমার নেই, তবে তুই এতো চিনি চিনি করলে হয়ে যাবে তোর 🙂
মেহেরী তাজ
আপু এটা সুগার নয় তো,এটা নো (কে এন ও ডাব্লিউ) । :p
শুন্য শুন্যালয়
ও কনোও? :p
মেহেরী তাজ
ধুর……….
^:^
শুন্য শুন্যালয়
😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নিজেকে যিনি চিনতে পারেন তার কাছে অতৃপ্ত হাজারো প্রশ্ন দেখা দিবে…এটাই স্বাভাবিক দিদি।নিজেকে বার বার পীড়া দিবে ঐ সব সমাধানে সামর্থহীন অতীত। -{@ আপনার লেখাটি বেশ অর্থবহ।
শুন্য শুন্যালয়
আরে না কিসের অর্থবহ। আবজাব কিসব লিখি, নিজেরই পরে অপছন্দ হয়। 🙂
তবুও ধন্যবাদ দিচ্ছি ভাইয়া। ভালো থাকবেন।
সিকদার
আমি ? আমি একজন অক্ষম মানবসত্বা । আমি পারিনা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে, পারি না অসহায়কে দেখাতে নতুন ভোরের সোনালী রোদে নাহাতে ।
শুন্য শুন্যালয়
অনেক কিছুই আমরা পারিনা, আমাদের অক্ষমতার লিস্ট বেশি বই কম নয়। ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর এলেন বলে।
ছাইরাছ হেলাল
আমি কে ? এমন চিরন্তন অথচ কঠিন প্রশ্নের মুখোমুখি দার করিয়ে সাহসের পরিচয়
দিয়েছেন যা সবায় পারেনা, কিন্তু আপনি পেরেছেন।
আশির্বাদ নিয়ে আপনার প্রত্যাশানুযায়ী অনেকদূর আপনারা যাবেন তাই ই চাই।
যাত্রা অব্যাহত থাকুক।
শুন্য শুন্যালয়
বন্ধু স্বজন আছে চারপাশ জুড়ে। যখন যা চেয়েছি, পেয়েছি। তাই থেমে থাকবেনা এই যাত্রা, আশির্বাদ তো রয়েছেই। প্রশ্ন কঠিনের চাইতে উত্তর ঢের কঠিন, সাহস কিনা জানিনা, তবে নিজেকে অনেক শক্তিশালী ভাবছি।
২৪ ঘন্টা পার হয়ে গেছে সেই কখন ভাউ, লেখা দিন এবার।
ছাইরাছ হেলাল
আপনি বরাবর শক্তিশালী। কাজেই সামনে এগিয়ে যান।
লেখাতো দিলাম, কিন্তু আপনি কই!!
শুন্য শুন্যালয়
আমি চলে গিয়েছিলাম তো। নো প্রব, এই যে আজ পড়ে নিলাম।
ব্লগার সজীব
লেখায় একজন দার্শনিককে দেখা যাচ্ছে,যার নাম শুন্য শুন্যালয়।পা টিপে আসছে কেউ?এতদিন কৈ ছিলেন তিনি?আমার জন্য কেউ আসেনা 🙁
শুন্য শুন্যালয়
আহারে সজু ডার্লিং, আপনার জন্যেও আসবে অপেক্ষা করুন। একবারে সব এসে পড়বে, তখন সামলাতে হিমসিম খাবে 🙂
প্রানের মানুষ ছিল প্রানে 🙂
ইমন
ভিতরের আমির খুজে নেমে পরেছেন !। পথ অনেক বিশাল। জোতা ক জোড়া বাড়িয়ে নিয়েন সাথে বন্ধু…… 🙂
শুন্য শুন্যালয়
হাঁটাহাঁটি না করে ধ্যানে বসলে হবেনা? আমিতো বেশি হাঁটতে পারিনা 🙁
নীলাঞ্জনা নীলা
কে আমি? প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারো?
“আমি” এক অস্তিত্ত্বহীন অস্তিত্ত্ব কারো।
জীবাত্মা এবং সত্ত্বার মিলিত রূপ
হাসছো? আপত্তি নেই, করো বিদ্রূপ।
ঘর এবং বাইরে একই মানুষের রং-রূপ-চরিত্রের কতোই না বদল। “আমি” মনেরও ভেতরের ভেতরে ঠাঁই নেয়া আরেক “আমি।” ধরা যায়না, চেনা যায়না, বোঝা যায়না। আমরা তাকে অন্ধকারেই রাখি, এমনকি এই পরিচিত “আমি”র সাথেও পরিচয় করিয়ে দেইনা।
তোমার লেখায় জীবনের ঘ্রাণ পাই শুন্য আপু। -{@ (3
লেখাটা এলো দিলাম, আউল-ফাউল লেখা। 🙂
নীলাঞ্জনা নীলা
বসে আছি পথ চেয়ে। কোথায় তুমি আজ? ;?
শুন্য শুন্যালয়
আমি তোমার লেখায় ঘ্রান নয়, জীবনকে চেটেপুটে নেবার স্বাদ পাই।
অস্তিত্বহীন অস্তিত্ব, বেশ বলেছো কিন্তু তবে কি শেষে মায়া আপুই রইলো, আমার মাঝে আমিও নেই।
আমি কে ধরার প্রচেষ্টা নিয়েছি আপু, মাথা তাই আউলা ঝাউলা 🙂
শুরু করলাম তবে,
কেউ আছে বসে পথ চেয়ে
আজ নয়, কাল নয় তবে কবে কোথায় দেখা হবে?
দেখা ছাড়াও হয় দেখা
আমার ভেতর না হয় হোক
তাই বলে নীলা নীলই রবে?
নীলাঞ্জনা নীলা
আপু এটা কিন্তু ঠিক না। :@
কতো কষ্ট করে মন্তব্য করলাম, আর তুমি এসে আমার লেখাকে চেটেপুটে খাচ্ছো ;(
ওমাগো ;( ;( আমি কিভাবে মন্তব্য করবো গো মা।
এতো সুন্দর করে লেখে আর আমার বারোটা বাজে মন্তব্য নিয়ে 🙁
নীলা আর নীল রইবে কিভাবে? নীলার নীল তো নিয়ে চলে গেছে ওই আকাশ-নীল। 🙁
তবুও জানি দেখা হবে, আপু ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা -{@ (3
https://www.youtube.com/watch?v=opfXMFt9su8
শুন্য শুন্যালয়
দেখা হবে বন্ধু কারনে বা অকারণে 🙂
না খেলে তোমার লেখার ভাইটামিন কিভাবে ছড়াবে বলো! হৃষ্টপুষ্ট শরীরে শব্দ ইমিউনিটির বড় অভাব। আমি আবারো ক্ষুধার্ত, কই তুমি?
ঈদে মজাই হয় এখানে। কমিউনিটির অনেক গেস্ট আসে, যাইও। তবে রান্নার ধকল টা যে অসহ্য। 🙁
নীলাঞ্জনা নীলা
আপু গো আমাদের এখন যা হচ্ছে তা হলো, “শুধু যাওয়া-আসা, শুধু স্রোতে ভাসা।”
আমার খুব প্রিয় গানটি তোমায়।
https://www.youtube.com/watch?v=te_z6aLufdI
-{@ (3
নীলাঞ্জনা নীলা
কোথায় তুমি আপু? আনন্দ খুঁজে পাচ্ছিনা। এসো প্লিজ।
শুন্য শুন্যালয়
গান শোন তবে, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে। আমার মন খারাপ হলেই এই গান শুনি। 🙂
তুমি আসো রবিবারে, আর সেদিন থেকেই আমার অফ শুরু হয়। কেন এমন যাওয়া আসা, স্রোতে ভাসা 🙁
অরুণিমা
আরো একবার চলতে চাই,পথচলা কি থেমে গিয়েছিল জীবনের?আশির্বাদ থাকলো দিদি।
শুন্য শুন্যালয়
না আপু, অলিগলি কখনো ভুল হয়ে যায়। ভালো থাকুন খুব।
অরুণিমা
নিজকে আমরা চিনিনা,জানিনা।যা চিনি,জানি তা আংশিক।
শুন্য শুন্যালয়
নিজেকে চিনতে পারলেও মাঝে মাঝে আমরা অস্পৃশ্য হয়ে যাই অনেকটা absence seizure এর মত।
ধন্যবাদ আপু।
অরণ্য
আপনার মাথাতো বেশ ভাল লোড নিতে পারে দেখছি!
আমি গান পাগল তা জেনেই গেছেন। গানটা আমার খুব পছন্দের। আমি আবার গানে ভাসি পুরান সময়ে। আপনার এ গান আমাকে নিয়ে গেল ১৯৯৪-৯৫ এর দিকে বগুড়ায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি আর আমার এক বন্ধু কবর খুঁড়ছি একটা কুকুরকে কবর দেব তাই। অনেক আদরের কুকুর ছিল তা। আমরা দু’জন ছাড়া বাসায় আর কেউ নেই। ঘরে ইন্দ্রানী সেন গেয়েই চলেছে। মজা না?
শুন্য শুন্যালয়
পোষা কুকুর, ইন্দ্রানী সেন, ১৯৯৪-৯৫। না চাইতেও মাথা লোড কিন্তু নিয়েই নেয় কি বলেন? 🙂
লীলাবতী
কে আমি?মারাত্মক প্রশ্ন এবং উপলব্দি।আমি তো হিমালয়ে থেমে যেতে চাইনা।হিমালয় পেরিয়ে দূরে আরো বহুদূরে।
শুন্য শুন্যালয়
পায়ে ব্যথা ছিলো তাই হিমালয় লিখেছি এবার চলো দূরে আরো বহুদূরে।
ঈদ কেমন হলো গো ভত্তাবতী?
নীতেশ বড়ুয়া
‘আমি’ কে আবার?? আপনি তো শুন্যাপু মানে Nobody/Nothingআপু আর তাই তো নিজেই জানেন না আপ্পনি কে :p
নীতেশ বড়ুয়া
তবে আমার কাছে আপনি হচ্ছেনঃ বেশ নাদুস নুদুসস হেড টীচার। চোখে গোল ফ্রেমের ভারী না হলেও হাল্কা একটা চশ্মা। হাতে ক’গাছা চুড়ি বা ব্রেসলেট আর খোঁপা করে চুল বাঁধা যিনি সারাক্ষণ সামনের দিকে চেয়ে থাকেন যাতে
কেউ দিচ্ছে না তো ফাঁকি!
কাজ কি শুধু আমিই করি?
ধরা গেলেই দেবো ঝাড়ি,
আচ্ছা, কেউ দিচ্ছে না তো ফাঁকি?
:D) 😀 :D)
শুন্য শুন্যালয়
😀 আপনি ক্যাম্নে ধরলেন? 😀
আসলেই এতো কাজ কি একা একা করা যায়। যত্তোসব ফাঁকিবাজের দল! কোথায় কোথায় গরুর মাংশ খায় আর বনবাদাড়ে ঘুরে বেড়ায়। :@
নীতেশ বড়ুয়া
তাজাপুরে ধরেন। সারাওক্ষণ বনবাদাড় আর পাহাড় পর্বতে তাজা বন্দুক আর তাজাগুলতি নিয়ে চড়ে বেড়ায় :p
মেহেরী তাজ
বলেছে আপনাকে….. ! :@
শুন্য আপু আপনি অনুমিত দেন আমি নীতেশ দা কে ঠা ঠা গুলি করে উড়ায়ে দিতে চাই।
শুন্য শুন্যালয়
আর আপনি কি নিয়ে ঘুরে বেড়ান? sword of Tipu Sultan? @নীতেশ দাদা
শুন্য শুন্যালয়
অনুমতিরে গুল্লি মার, ইচ্ছে হলেই ঠা ঠা চালিয়ে দিবি। ইশ আমার হাতে যদি একটা বন্দুক থাকতো 🙁
নীতেশ বড়ুয়া
ক্যাম্নে ধরলাম মানে কি! আপনি তো এ’রামই!!!!!!!!! নাকি?
শুন্য শুন্যালয়
এহ আমি মটু মানে নাদুসনুদুস না, আমার চুলে খোঁপা হয়না। আমার চোখে চশমা নাই। আপনি অনুমানে গোল্লা। @দাদাভাই
শুন্য শুন্যালয়
হুম, নামেই আমারে খাইলো 🙁
বোনের ছেলের নাম পূর্ন। দেখি অইটার কপালে কি আছে। তাই বইলা আমি nobody? 🙁
নীতেশ বড়ুয়া
nobody থেকেই তো everybody (3 -{@ (3 -{@
শুন্য শুন্যালয়
when it sits on right……. থ্যাঙ্কস দাদাভাই। -{@
নীতেশ বড়ুয়া
😀 (3 -{@
মেহেরী তাজ
থাকেন কই????
আপনাদের ওখানের আবহাওয়া নাকি খুব খারাপ?
আর ইউ ওকে আপু???
শুন্য শুন্যালয়
আমি ভালো আছিতো রে আপু। এখানের আবহাওয়া সবসময়ই এমন চলে।
এভাবে খোঁজখবর রাখিস আপু। যদি কোনদিন উত্তর আর না পাস?
মেহেরী তাজ
আপু আমি উত্তর পাবো না তা তো হতে পারে না। হয়তো দুদিন চার দিন পরে উত্তর পাবো। সেই কদিনই তো অস্থির লাগে। উত্তর/ খোজ পাবো না তা কখনও ভেবে দেখি নি। জানি না এমন হলে কি করবো? ভেবে দেখতেও চাই না। আপনি সব সময় ভালো থাকুন প্রিয় আপু। (3
শুন্য শুন্যালয়
আমি তোকে অনেক পছন্দ করি, জানিস তুই? আমিও চাই তুই সবসময় ভালো থাক। (3
সীমান্ত সৈকত
আমি ????
উত্তম পুরুষে লেখা তে লেখার মান , লেখার গাম্ভীর্য ,লেখার গভীরতা , লেখার সারল্যতা
ফুটে উঠেছে দীপ্তি শিখার মত ।।
বরাবরের মতই শুভ কামনা
শুন্য শুন্যালয়
অথচ এই হযবরল লেখা শেষ পর্যন্ত দেব কিনা এইটাই ভেবেছিলাম। ভালো লেগেছে বলে খুশিই হয়েছি ভাইয়া। অনেক ধন্যবাদ জানবেন।
স্বপ্ন
নিজকে আমরা কতটুকুই বা জানি?আমার মাঝে অন্য কোন আমি ঘুমিয়ে আছে হয়ত,যাকে আমি জানি আমাকে ভুলে গিয়ে কখন সে ভিতরের আমি অনিদ্দৃষ্ট গন্তব্যে যাত্রা করে কে জানে?তবে ফিরে আসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।সেপ্টেম্বর আপনার কাছে বিশেষ কোন মাস মনে হচ্ছে।আমার কাছেও সেপ্টেম্বর একটি বিশেষ মাস আপু,যে কারনে আজ আমাকে দেখতে পাচ্ছেন।ভালো থাকুন আপনি।
শুন্য শুন্যালয়
অনির্দিষ্ট গন্তব্যে যাত্রা করা উচিৎ নয়, পথ যখন ভুল। হ্যাঁ সেপ্টেম্বর আমার জন্য অনেক গুরুত্বপূর্ন। আপনার লেখায় পড়েছি ভাইয়া। দেখতে চাই আপনাকে সবসময়ই সোনেলাতে। ভালো আছেন তো আপনি? আমি ভালোই আছি।
স্বপ্ন
‘ব্যাগপ্যাক কাঁধে অই হিমালয়’ অংশটুকু নিলাম আপু 🙂
শুন্য শুন্যালয়
লেখার কোন অংশ নিয়ে নিলে এত আনন্দ হয় জানা ছিলনা। খুশি হয়েছি স্বপ্ন। চাইলে পুরো লেখাই নিয়ে নিতে পারেন। কোনদিন যে এমন লেখা লিখবো !! ভালো থাকবেন।