অভিশপ্ত তরঙ্গের হাত ধরে
বাস্তব শূন্যতায় খুঁজি সুখ,
আপেক্ষিক সুখের আশায় হই
পরম হইতে বিমুখ।
সদাই জীবন ছুটে চলে
বিমোহিত সুখের পানে,
দুঃখের কিনারায় দাঁড়িয়ে দেখে
সুখের পথ আনমনে।
বাস্তবতার বেড়াজাল এসে
সামনে দাঁড়ায়,
পরম সুখের পথে
অভিশাপের তরঙ্গ ছড়ায়।
মোহময়ী সুখ মোহ ছড়ায়
বয়ে চলে অভিশপ্ত রথে,
মুর্খ জীবন অন্ধ হয়ে ছুটে যায়
অভিশপ্ত তরঙ্গের পথে।
১৬টি মন্তব্য
শিশির কনা
অভিশপ্ত সুখ কেন ? :p আপনি বেশ ভালো কবিতা লিখেন , বুঝতে পেরেছি 🙂
অতিরিক্ত একখান কথা : আপনার লেখা পড়বো যদি আপনি আমার লেখা পড়েন। আমার লেখা পড়ে ভালো খারাপ যা কিছু বলবেন । নইলে এখানেই ইতি :p
মানিক পাগলা
🙂
শুন্য শুন্যালয়
অভিশপ্ত তরঙ্গের মোহ সাংঘাতিক মানিক ভাই… ভালো লেগেছে…
মানিক পাগলা
আপনাদের ভাল লাগাই আমার উৎসাহ
ধন্য – বাদ
আদিব আদ্নান
মুর্খ জীবন ! এখনই এমন ভাবনা !
অনেক পথ যেতে বাকী এখনও ।
আপনি কি অন্যদের লেখা পড়েন না ?
মানিক পাগলা
হুম
নীহারিকা
মাথায় কেমন প্যাচ লাইগা গেলো গো ……
মানিক পাগলা
প্যাচ খোলার ব্যবস্থা আছে
খসড়া
তরঙ্গ অভিশপ্ত, দুঃখের কিনারায় দাঁড়িয়ে দেখে
সুখের পথ আনমনে।
মানিক পাগলা
হুম দেখে …
মা মাটি দেশ
সুখের লাগিয়া বেলা বয়ে যায়
সুখ নাহি পায়।
সুখের যে অভিশাপ লেগেছে!
মানিক পাগলা
হুম অভিশাপের সাথে সুখের হয়েছে প্রেম
জিসান শা ইকরাম
আমারও অভিশপ্ত সুখ লাগবে
পাবো কই আমি ? 🙂
ভালো লেগেছে —
মানিক পাগলা
এক দিন হাফ প্যান্ট পড়ে চলে আসেন জিসান ভাই ফুটপাথে কোনো এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে আপনাকে অভিশপ্ত সুখের ঠিকনাটা বলে দেব।
রকিব লিখন
অভিশপ্ত সুখ
এর চেয়ে বড় আছে কী কোন দুখ
মানিক পাগলা সুখে থাক
এই কামনাই করি
অনেক সুন্দর কবিতা।। (y)
মানিক পাগলা
শুভ কামনার জন্য ধন্য – বাদ লিখন মামা