অভিশপ্ত সুখ

মানিক পাগলা ২৩ অক্টোবর ২০১৩, বুধবার, ১১:৫৬:২৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

অভিশপ্ত তরঙ্গের হাত ধরে
বাস্তব শূন্যতায় খুঁজি সুখ,
আপেক্ষিক সুখের আশায় হই
পরম হইতে বিমুখ।

সদাই জীবন ছুটে চলে
বিমোহিত সুখের পানে,
দুঃখের কিনারায় দাঁড়িয়ে দেখে
সুখের পথ আনমনে।

বাস্তবতার বেড়াজাল এসে
সামনে দাঁড়ায়,
পরম সুখের পথে
অভিশাপের তরঙ্গ ছড়ায়।

মোহময়ী সুখ মোহ ছড়ায়
বয়ে চলে অভিশপ্ত রথে,
মুর্খ জীবন অন্ধ হয়ে ছুটে যায়
অভিশপ্ত তরঙ্গের পথে।

৫৫১জন ৫৫১জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ