চোখ দুটোকে বললাম ,
অতো স্বপ্ন দেখিস কেন ?
এবার একটু বাস্তবটাকে দেখ ।
আমার ঠোঁট দুটোকে বললাম ,
নিশ্চুপ থাক ।
চাওয়া-পাওয়ার দরজাটাকে বন্ধ করে দে ।
কন্ঠটাকে বললাম ,
আর কোনো চিৎকার নয় ,
ক্রোধ নয় ।
নীরবতা দিয়ে ঢেকে রাখ মুখ ।
হাত দুটোকে বললাম ,
ব্যথা দিসনা ,
আর নিজেও ব্যথা নিসনা ।
পা দুটোকে বললাম ,
সাবধানে পা ফেলিস ।
খুব দ্রুততার সাথে , কিন্তু হোঁচট না খেয়ে পথ চলিস ।
ছোট্ট এই হৃদয়টাকে বললাম ,
নীরবে সয়ে যেতে…
যতো যন্ত্রণা-কষ্ট-অভিমান-রাগ-ক্ষোভ ।
নিজের আদলে গড়া এই মনটাকে বললাম ,
নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে নে ।
কে শোনে কার কথা !
এই আমার আমিটা বড়ো অবাধ্য ।
কিছুতেই বোঝাতে পারিনা ও যে একদিন মারাত্মক একাকী হবে ।
হ্যামিল্টন , কানাডা
১-লা নভেম্বর , ২০১২ ইং ।
২৯টি মন্তব্য
Ajharul H Shaikh
Mohit!
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আজহারুল ভাই।
জিসান শা ইকরাম
এটা অবাধ্যতা কোথায় ? এটাই তো স্বাভাবিক ।
বাধা দেয়াটা স্বাভাবিকতা কে রুদ্ধ করা ।
ভিন্ন চিন্তার কবিতায় ভালো লাগা অনেক।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ
ছাইরাছ হেলাল
কখনও কখনও অবাধ্যতা মন্দ নয় কিন্তু ।
তবে এ অবাধ্যতা মারাত্মক একাকীত্বে রূপ নিক তা কিন্তু চাই না ।
আপনি সব সময়ই ভাল লেখেন ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ —–ছাইরাছ হেলাল
জবরুল আলম সুমন
দিদি, তুই একটুও সাবধানে পা ফেলবিনা। তুই সাবধান হয়ে গেলে আমরা পাঠকেরা সুন্দর সুন্দর সব কবিতা থেকে বঞ্চিত হবো… 🙂 বরাবরের মতোই দারুণ হয়েছে দিদি। ভালো থাকিস অনেক।
যাযাবর
একটুও অবাধ্য হবেন না , বাধ্য হলে কবিতা পাবো না আমরা । ভালো লেগেছে খুব।
এই মেঘ এই রোদ্দুর
102% ঠিক…….. সহমত
যাযাবর
১০২% সহমত 🙂
নীলাঞ্জনা নীলা
কি বলবো , বুঝছি না যে । 🙂
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর হইছে……… শুভকামনা সতত
নীলাঞ্জনা নীলা
শুভকামনা পেয়ে গেলাম , অনেক শক্তি পাওয়া যায় এতে । ধন্যবাদ এই মেঘ এই রোদ্দুর 🙂
লীলাবতী
দারুণ অবাধ্যতা
নীলাঞ্জনা নীলা
মনটা কিন্তু বাধ্য এবং আদব । কথা শোনে । কিন্তু সময়টা বেয়াদব এবং অবাধ্য । এতোদিন পর মন্তব্যের জবাব দিতে সময়ের কাছে আবদার করে তবেই এলাম । 🙁
আদিব আদ্নান
আমিও অবাধ্য হতে চাই ।
দারুন লেখেন আপনি ।
নীলাঞ্জনা নীলা
সবথেকে সহজ অবাধ্য হওয়া । হতে চাই বুঝি ? লিখি কেমন সে জানিনা , তবে অবাধ্যতা ভালোই দেখাতে পারি কিন্তু । 😀
শিশির কনা
এমন অবাধ্যতা চাই আমরা আপনার কাছে দিদি ।
নীলাঞ্জনা নীলা
তাই ? ঠিক আছে সেই অবাধ্যতা পাবেন । 😀
সুলতানা সোনিয়া
মুগ্ধ হলাম
নীলাঞ্জনা নীলা
আপনার লেখায় মুগ্ধতা আমাকেও ছোঁয় । 🙂
প্রজন্ম ৭১
আপনার আমিটা অবাধ্য থাকুক । অনেক ভালো লাগা।
নীলাঞ্জনা নীলা
আজীবনই থাকবে , কিন্তু সমস্যা হলো বেশীদিন কি সহ্য করা যাবে ? ধন্যবাদ আপনাকে । 🙂
আফ্রি আয়েশা
//এই আমার আমিটা বড়ো অবাধ্য ।
কিছুতেই বোঝাতে পারিনা ও যে একদিন মারাত্মক একাকী হবে ।//
🙁
নীলাঞ্জনা নীলা
এই তো এখন একাকী বসে আছি । কষ্ট ;(
আবু জাঈদ
daruuuuuun likhechen kobi
নীলাঞ্জনা নীলা
আপনার মন্তব্যে লজ্জ্বাই পাচ্ছি । ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
কি সুন্দর লিখেছ আপু, অবাধ্যতার শাস্তি তো তাকে পেতেই হবে, তাই বলে এতো?? মারাত্মক একাকী, ভয় লাগছে শব্দটাকে দেখে। 🙁
নীলাঞ্জনা নীলা
আপু ওটা লেখা। আদতে আমি এ জীবনে একাকী হবো না। বয়ফ্রেন্ড নয়তো গার্লফ্রেন্ড থাকবেই। নিশ্চিন্তে থাকো :p