অবাধ্য

নীলাঞ্জনা নীলা ৫ নভেম্বর ২০১২, সোমবার, ০৯:৩৫:০৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ২৯ মন্তব্য

চোখ দুটোকে বললাম ,
অতো স্বপ্ন দেখিস কেন ?
এবার একটু বাস্তবটাকে দেখ ।

আমার ঠোঁট দুটোকে বললাম ,
নিশ্চুপ থাক ।
চাওয়া-পাওয়ার দরজাটাকে বন্ধ করে দে ।

কন্ঠটাকে বললাম ,
আর কোনো চিৎকার নয় ,
ক্রোধ নয় ।
নীরবতা দিয়ে ঢেকে রাখ মুখ ।

হাত দুটোকে বললাম ,
ব্যথা দিসনা ,
আর নিজেও ব্যথা নিসনা ।

পা দুটোকে বললাম ,
সাবধানে পা ফেলিস ।
খুব দ্রুততার সাথে , কিন্তু হোঁচট না খেয়ে পথ চলিস ।

ছোট্ট এই হৃদয়টাকে বললাম ,
নীরবে সয়ে যেতে…
যতো যন্ত্রণা-কষ্ট-অভিমান-রাগ-ক্ষোভ ।

নিজের আদলে গড়া এই মনটাকে বললাম ,
নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে নে ।
কে শোনে কার কথা !

এই আমার আমিটা বড়ো অবাধ্য ।
কিছুতেই বোঝাতে পারিনা ও যে একদিন মারাত্মক একাকী হবে ।

হ্যামিল্টন , কানাডা
১-লা নভেম্বর , ২০১২ ইং ।

.

৬৫৯জন ৬৫৯জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ