অনুকাব্য

মোকসেদুল ইসলাম ২৪ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ১০:০৪:৪০পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

প্রেম নয় খাল কেটে কুমির এনেছো
সর্বগ্রাসী কামড় দেবে সদা প্রস্তুত থেকো ।

ভালোবাসা নয় রসায়নের জটিল সূত্র
ঢুকে গেছে তোমার ভোঁতা মস্তিষ্কে,

এবার ভৌত আসক্তিতে তোমার
বাঁকী জীবনটা কেটে যাবে।

৪৩৫জন ৪৩৫জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ