খেলাটা যদিও পূর্ব নির্ধারিত ছিলো না। প্রাথমিক সিদ্ধান্ত ছিলো মাঠ পরিদর্শনের। আজকাল চাইলেই মনোমতো মাঠ পাওয়া যায়না। বহুকষ্টে যখন একখানা মাঠ আবিষ্কৃত হলো, তখন সূর্য উঠেছে মাথার সোজাসুজি। তা উঠুক, এতদিন পর সুযোগ মিলেছে। ছাড়া যাবেনা কিছুতেই।
মাঠের অবস্থা খুবই করুন। এই মাঠে খেলতে গেলে মান-সম্মান কই যায় কে জানে! তবুও রক্ষা, গ্যালারী ফাঁকা। হারজিৎ দেখার কেউ নেই। অদৃশ্য রেফারী বাঁশিতে ফু দেয়ার সাথে সাথেই খেলা শুরু। খেলা হলো তিন রাউন্ডের। প্রথমার্ধে টস বিজেতা জয়ী হলো। ২য় রাউন্ডে প্রতিপক্ষ। শেষ রাউন্ডের ফলাফল টাই। কিছু করার নেই গ্যালারী ভয়ানক উত্তপ্ত হয়ে গেছে, তাই খেলোয়াড়রা মাঠ ছাড়তে বাধ্য হলো। তবে প্রাইজ ছাড়া মাঠ ত্যাগ কেউ করেনা বলেই একগাদা সারপ্রাইজ হাতে মাঠ ছেড়েছে।
* একটা অনন্যদিনের গল্প বানাতে চাইলাম। কি লিখতে গিয়ে কি হলো ! মনে হয় এই জনমে আর গল্প লেখা হবেনা। কবে লিখবো একটি অনন্যদিনের সোনালী গল্প!….
৩৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
উহ্, এই হচ্ছে আপনার গল্প বলার আসর, খুপ কঠিন লাগছে নবিশ হিশেবে!
ফ্যাক্টরি খুলেছেন অবশেষে!
এসব লিখে আমাদের ভয় দেখানো ঠিক না।
কিচ্ছু বুঝি নাই! মাথার উপরে দিয়ে গেছে-গা।
সাবিনা ইয়াসমিন
ফ্যাক্টরিই বলা চলে। এখন সাপ্লাই দেয়া বাকি।
মাথায় এন্টেনা লাগিয়ে নিন। তাতেও না কুলালে স্যাটেলাইট বসাতে পারেন। কি আর করা! এমন গল্প আরও আসবে।
ছাইরাছ হেলাল
নূতন পাঠের অপেক্ষায় পাঠক!!
সাবিনা ইয়াসমিন
এত্তো দেরিতে খবর দিলেন! স্যাটেলাইট মনে হয় পাক্কা 😀😀
মাসুদ চয়ন
অসুস্থতা কাটিয়ে আবারও ফিরে এলাম।কেমন আছেন আপু।
সাবিনা ইয়াসমিন
ভালো আছি। আপনি ভালো আছেন? কি হয়েছিলো? এখন সুস্থ?
ইঞ্জা
ফাঁকা মাঠে গোল দিয়েই দিলেন আপু। 😄
সাবিনা ইয়াসমিন
দিলাম। ফাঁকা মাঠ পেলে গোল না দিয়ে ক্যামনে থাকি ভাইজান!!
ইঞ্জা
শুভেচ্ছা আপু।
জিসান শা ইকরাম
আমার চুল সাদা হচ্ছে, এমন লেখার মর্ম উদ্ধার করতে গিয়ে চুল যে সব অতি দ্রুত সাদা হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। হয় সাদা হবে না হয় পরে যাবে, এর বিকল্প নেই।
সোনেলাকে ভালোবাসেন আপনি, একে উপলব্দি করেন নিজের মাঝে। প্রমান দিচ্ছেন গত কয়েকটি লেখা সহ এই লেখায়ও সোনালী ছবি দিয়ে। ফেইসবুকে আপনার কভার ফটো, প্রফাইল পিকচারও সোনালী। সোনেলার প্রতি ভালোবাসা কত গভীর হলে এমন করা হয়, তা আমরা বুঝি।
এক বছর পুর্ন হলো সোনেলার মাঠে আপনার আগমনের। এই মাঠের দর্শকগন আপনার পারফর্মেন্সে অত্যন্ত খুশি। দর্শকদের মাতিয়ে রাখছেন আপনার লেখা দিয়ে, উৎসাহ দিয়ে।
আপনাকে বর্ষপুর্তির শুভেচ্ছা।
বছরে মাত্র ৫২ টি নয়, কমপক্ষে ২৫২ টি লেখা চাই আপনার।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
হিসেবে কিন্তু ভুল করলেন..
৩৬৫ দিনে লেখা মোটেও ৫২ টি দেইনি।
১৭৯৮+৫৩+.. এক বছরের হিসেবে লেখা একটু বেশিই লিখে ফেলেছি। (কমেন্ট গুলোওতো আমিই টাইপ করেছি)
দেখবেন বেশি লেখা দেয়ার কারনে আবার জরিমানা চাইতে পারবেন না। আমি এভাবেই লিখি।
জিসান শা ইকরাম
হ্যা মন্তব্যও আপনার মন্তব্যগুলোও এক একটি পোষ্টের সমান। সে হিসেবে এক বছরে অনেক পোষ্ট দিয়েছেন।
লেখুন যত খুশী তত। ব্লগারদের নিয়ে আন্দোলন করি আসুন, চব্বিশ ঘন্টায় এক পোষ্ট মানি না- মানবো না। চব্বিশ ঘন্টায় যত খুশী পোষ্টের অধিকার দিতে হবে, দিতে হবে।
শুভ কামনা, শুভ লেখা লেখি।
তৌহিদ
গল্পে গল্পে মনের কথা জানিয়েই দিলেন আপু। তবে ফাঁকা মাঠ হোক আর গ্যালারি শুন্যই হোক প্রাইজ কিন্তু আপনি ঠিকই বাগিয়ে নিয়েছেন। সোনেলার মাঠে আপনার বিচরণ আমাদের সবাইকে সবসময় উৎসাহ যোগায়। এভাবেই পাশে থাকবেন সবসময়।
একবছর নয় সারাজীবন সোনেলায় আপনাকে চাই। অভিনন্দন জানবেন আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ভাই। শুভ কামনা 🌹🌹
মনির হোসেন মমি
আফসোস থেকেই গেল। কবে আসবে সেই দিন।
সাবিনা ইয়াসমিন
কবে যে আসবে তাই ভাবছি। যত দিন শ্বাস ততোদিন আশ্বাস নিয়েই বেঁচে থাকা।
শুভ কামনা 🌹🌹
শাহরিন
শুভ জন্মদিন সোনেলায়। গল্পের মানে কিন্তু বুঝিনি 😥
সাবিনা ইয়াসমিন
এটা গল্প হয়নি। একদিনের গল্প অন্যদিনে চলে গেছে। সামনাসামনি বসে বুঝিয়ে দেবো।
শুভ কামনা, ভালোবাসা ❤❤
শিরিন হক
খোলাসা করে বলুন।আমি এমাঠে নতুন তাই কিছুই বুতে পারছিনা।শুধু বুঝেছি খেলোয়াড় পালাতে চাইছে। কিন্তু কেনো।এতো সহজে হাল ছাড়লে কি হবে।
চির উজ্জ্বল হয়ে জ্বলতে হবে সবসময়।
সাবিনা ইয়াসমিন
এই মাঠ সেই মাঠ না। অতএব খোলোসা করে বলার কিছু নেই। যে জ্বলতে চায় তাকে নেভানোর সাধ্য কারো নেই।
শুভ কামনা 🌹🌹
রাফি আরাফাত
প্রথমে ছবিটক দেখে অবাক হয়েছি। ফিল মাই লাভ, আহা। তারপর সব মাথার উপর দিয়ে গেছে। অসাধারণ হয়তো বা আরও ভালো কিছু।
একটা অনন্যদিনের গল্প বানাতে চাইলাম। কি লিখতে গিয়ে কি হলো ! মনে হয় এই জনমে আর গল্প লেখা হবেনা। কবে লিখবো একটি অনন্যদিনের সোনালী গল্প!…
প্রতিবারের মতো এবারেও গল্পের নামের প্রশংসা করছি। এ যেন এক বিশেষ ক্ষমতা আপু আপনার। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
রাফি..তোমার কমেন্ট আমার ভালো লাগে কেন জানো? তুমি একদম শুরুটা দিয়েই শুরু করো। গল্পের শিরোনাম একটা গল্প লেখার মতোই। কত ভেবে চিনতে লিখতে হয় একটা শিরোনাম!
খুব ভালো থেকো, সোনেলার সাথে থেকো সব সময়। শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ফাকা মাঠে গোল দিয়ে প্রাইজটা নিয়ে নিলেন দিদি।
সোনেলার মাঠের আপনার বেশ ভালো পারফর্মেন্সে আমরা অত্যন্ত খুশি। প্রতিনিয়ত দর্শকদের মাতিয়ে রাখছেন আপনার লেখা দিয়ে।
.
গল্পটা কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন বাহ্!
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিদি।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, তুমিও সবার মতোই ভাবছো প্রদীপ !! এটা মোটেও ফাঁকা মাঠ ছিলো না। প্রতিপক্ষ ছিলো, প্রতিযোগীতা ছিলো। দর্শক ছিলো না কেবল 😀😀
সোনেলার আকাশে তুমিও নিজেকে উজ্বল নক্ষত্রে পরিনত করছো। এটা দেখে তোমার জন্যে আমার গর্ব হয়। ভালো থাকো। নিত্ত-নূতন লেখায় আরও বড় লেখক হিসেবে প্রতিষ্ঠিত হও। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আমরাও ঘটি বাটি দারুচিনি বিছানা সব নিয়ে রেডি হলাম।কবে গল্প আসবে!
সাবিনা ইয়াসমিন
ঘটি-বাটি-চিনি-দারুচিনি সব নিয়ে রেডি! এত ভয় দেখালে লিখবো কেমন করে। এমন শক্ত পাঠক দেখেতো আমার হাত এখুনি কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে!!
শুভ কামনা আরজু, 🌹🌹
শবনম মোস্তারী
এরকম আরো গল্পের প্রত্যাশায়..
শুভেচ্ছা আপু।
সাবিনা ইয়াসমিন
অনেকদিন পর আপনাকে দেখলাম শবনম। কেমন আছেন আজ/কাল? লেখা নিয়ে কবে আসছেন? আমরাও অপেক্ষা করছি আপনার না-বলা অনন্যদিনের গল্প পড়ার। শিঘ্রি লেখা দিন প্লিজ।
ভালোবাসা ❤❤
রেহানা বীথি
খেলাগুলো পূর্বনির্ধারিত হয় না। আমরা অদৃশ্য হাতছানিতে খেলে যাই। প্রাইজ না পেলেও সারপ্রাইজ হই মুহুর্মুহু।
সুন্দর লেখা।
সাবিনা ইয়াসমিন
জীবনটাই একটা প্লে গ্রাউন্ড। এখানে প্রতিনিয়ত প্রাইজ / সারপ্রাইজ পেতে হয় বিথী আপু। এগুলোকে আমরা কখনো উপভোগ করি, কখনো নিজেরাই উপভোগ্য হই।
শুভ কামনা, ভালোবাসা ❤❤
আসিফ ইকবাল
সর্বনাশ! এ তো দেখি খেলারাম খেলে যা!!
সাবিনা ইয়াসমিন
খেলারাম কেন হবে? খেলাসীতা নয় কেন?
আসিফ ইকবাল
খেলাসীতা নামটাই কেমন উদ্ভট, বেমানান লাগছে খেয়াল করেছ? অথচ খেলারাম কতো স্বাভাবিক, লাগসই! খেলারাম-ই হয়, হয়ে এসেছে, ভবিষ্যতেও হবে 😀
শাফিন আহমেদ
খেলার ফলাফল যেহেতু টাই
সুতরাং আমার কিছুই বলার নাই
এই লেখা আমার চিন্তা করার শক্তি বৃদ্ধি করেছে । অনেক ধন্যবাদ এরকম লেখা দেয়ার জন্য । আশা করি একসময় এধরনের লেখার মূল বক্তব্য খুব সহজেই অনুধাবন করতে পারবো । শুভ কামনা ।
সাবিনা ইয়াসমিন
তুমি অত্যন্ত মেধাবী, তাই আমি নিশ্চিত তুমি এই লেখার মানে একদিন বুঝবে। 🙂
মন্তব্যের জন্যে ধন্যবাদ। 🌹🌹
লেখা দাও প্লিজ 🙂