অনন্য একদিন

সাবিনা ইয়াসমিন ২২ জুলাই ২০১৯, সোমবার, ০৩:২৫:০৪পূর্বাহ্ন গল্প ৩৫ মন্তব্য

খেলাটা যদিও পূর্ব নির্ধারিত ছিলো না। প্রাথমিক সিদ্ধান্ত ছিলো মাঠ পরিদর্শনের। আজকাল চাইলেই মনোমতো মাঠ পাওয়া যায়না। বহুকষ্টে যখন একখানা মাঠ আবিষ্কৃত হলো, তখন সূর্য উঠেছে মাথার সোজাসুজি। তা উঠুক, এতদিন পর সুযোগ মিলেছে। ছাড়া যাবেনা কিছুতেই।

মাঠের অবস্থা খুবই করুন। এই মাঠে খেলতে গেলে মান-সম্মান কই যায় কে জানে! তবুও রক্ষা, গ্যালারী ফাঁকা। হারজিৎ দেখার কেউ নেই। অদৃশ্য রেফারী বাঁশিতে ফু দেয়ার সাথে সাথেই খেলা শুরু। খেলা হলো তিন রাউন্ডের। প্রথমার্ধে টস বিজেতা জয়ী হলো। ২য় রাউন্ডে প্রতিপক্ষ। শেষ রাউন্ডের ফলাফল টাই। কিছু করার নেই গ্যালারী ভয়ানক উত্তপ্ত হয়ে গেছে, তাই খেলোয়াড়রা মাঠ ছাড়তে বাধ্য হলো। তবে প্রাইজ ছাড়া মাঠ ত্যাগ কেউ করেনা বলেই একগাদা সারপ্রাইজ হাতে মাঠ ছেড়েছে।

* একটা অনন্যদিনের গল্প বানাতে চাইলাম। কি লিখতে গিয়ে কি হলো ! মনে হয় এই জনমে আর গল্প লেখা হবেনা। কবে লিখবো একটি অনন্যদিনের সোনালী গল্প!….

১জন ১জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ