অটুট হেমলক

ছাইরাছ হেলাল ৩১ মার্চ ২০১৯, রবিবার, ১২:৫৮:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

এই আধো রাত্রি কেটে যাক
ভরে যাক বিষ-পেয়ালা
অটুট হেমলক ছড়িয়ে পড়ুক
ধীর স্থিরতায়, ধীরে ধীরে;

আমি নতজানু হবো ঈশ্বর-পল্লীতে
নীরব নিবিড় সান্নিধ্য-আনন্দ-খোঁজে,

হে ঘুমহীন বিধাতা, চির ঘুমের বিধাতা,
আমি জেগে আছি, জেগেই থাকি
বিধাতার আকুল আহ্বানে,
বিধাতার অহোরাত্রি নিবিড় আলিঙ্গনে,
অনন্তের তৃষ্ণায়।

৮১৭জন ৫৭৫জন

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ