অটুট হেমলক

ছাইরাছ হেলাল ৩১ মার্চ ২০১৯, রবিবার, ১২:৫৮:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

এই আধো রাত্রি কেটে যাক
ভরে যাক বিষ-পেয়ালা
অটুট হেমলক ছড়িয়ে পড়ুক
ধীর স্থিরতায়, ধীরে ধীরে;

আমি নতজানু হবো ঈশ্বর-পল্লীতে
নীরব নিবিড় সান্নিধ্য-আনন্দ-খোঁজে,

হে ঘুমহীন বিধাতা, চির ঘুমের বিধাতা,
আমি জেগে আছি, জেগেই থাকি
বিধাতার আকুল আহ্বানে,
বিধাতার অহোরাত্রি নিবিড় আলিঙ্গনে,
অনন্তের তৃষ্ণায়।

৭৭৩জন ৫৩১জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ