কবিতা দিবসে হয় না কবিতা লেখা। কলমের আঁচড়ে হয় না শব্দের মালা গাঁথা।। তৃষ্ণার্ত আজি কবিতার খাতা। রাস্তার অলি গলি। জানালার গ্রিলের ফাঁকে। কবিতা খুঁজে বেড়াই নিরানন্দ আয়েশে। আকাশের নীল, ঘাসের বুকে জমানো শিশির, চৈত্রের দুপুরে বর্ষার আমেজ। রাতের আঁধার। পীচ ঢালা পথে গাড়ির অবিরাম ছুটে চলা। খোঁপায় গুঁজে দেয়া শিউলি ফুলের মালা। প্রিয়ার অপেক্ষায় [বিস্তারিত]