ইজরায়েলের প্রতিষ্ঠা ও তার অবৈধ বৈধতা নিয়ে বিতর্কের ইতিহাস অত্যন্ত জটিল এবং অনেক পরতে বিস্তৃত। নিম্নে এই ইতিহাস ও বিতর্কের বিস্তারিত বিবরণ দেওয়া হলো: প্রাক-ইজরায়েলি যুগ: ফিলিস্তিনের ঐতিহাসিক পটভূমি ফিলিস্তিনের ভূমি ঐতিহাসিকভাবে বিভিন্ন জাতি, সংস্কৃতি এবং ধর্মের মানুষের বাসস্থান ছিল। রোমান, বাইজেন্টাইন, ওমেইয়া, আব্বাসিয়া, অটোমান তুর্কি— প্রতিটি সাম্রাজ্য এই ভূমির উপর তাদের নিয়ন্ত্রণ রেখেছে। আধুনিক [ বিস্তারিত ]