কবিতা দিবসে হয় না কবিতা লেখা। কলমের আঁচড়ে হয় না শব্দের মালা গাঁথা।। তৃষ্ণার্ত আজি কবিতার খাতা। রাস্তার অলি গলি। জানালার গ্রিলের ফাঁকে। কবিতা খুঁজে বেড়াই নিরানন্দ আয়েশে। আকাশের নীল, ঘাসের বুকে জমানো শিশির, চৈত্রের দুপুরে বর্ষার আমেজ। রাতের আঁধার। পীচ ঢালা পথে গাড়ির অবিরাম ছুটে চলা। খোঁপায় গুঁজে দেয়া শিউলি ফুলের মালা। প্রিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে কেউ গোলাপ হাতে। হতাশায় নিমজ্জিত হয়ে বসে আছে কেউ পার্কের বেঞ্চিতে। চাঁদ আর শুক্র গ্রহের কাছাকাছি আসা। নাহ, তারপরও কবিতার নেই দেখা। সুবোধের মতো কবিতারা পালিয়েছে। নাকি কবিতারা হারিয়েছে পথ।
কবিতা তুমি ফিরে আসো। জেগে ওঠো তুমি। তোমার শব্দের আলো ছড়িয়ে পড়ুক সাহিত্যের পাতায়। কলমের কালো কালিতে লেখা শব্দ গুলো ফোটাক রঙিন ভোর। জেগে উঠুক উষর ভূমি।
৮টি মন্তব্য
নার্গিস রশিদ
কবিতা লেখা বড়ই কঠিন ব্যাপার। ঠিক বলেছেন । সব কিছু ঠিক ঠাক না থাকলে কবিতা আসেনা। শুভ কামনা ।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
খাদিজাতুল কুবরা
একজন কবি যখন লিখতে পারেনা তখন গলার কাঁটা হয়ে থাকে শব্দরা। ওরা আরামে বসে থাকেনা। বসে বসে খুঁচিয়ে রক্তাক্ত করে।
খুব ভালো লিখেছেন আপু লেখক ব্লগ নিয়ে
হালিমা আক্তার
একদম সত্যি কথা বলেছো। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
খাদিজাতুল কুবরা
ব্লগ নয় ব্লক
হালিমা আক্তার
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
মন নেই আজ সেথায়
জারে শব্দের গাথুনীতে ভাসায়
ডোবেনা মন সেভাবনায়
টাই বুঝি গেছি হারিয়ে কাব্যময়তা থেকে।
মোঃ মজিবর রহমান
টাই নই তাই হবে। দুঃখিত ।