ফিরে এসো কবিতা

হালিমা আক্তার ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১০:৫৭:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

কবিতা দিবসে হয় না কবিতা লেখা। কলমের আঁচড়ে হয় না শব্দের মালা গাঁথা।। তৃষ্ণার্ত আজি কবিতার খাতা। রাস্তার অলি গলি। জানালার গ্রিলের ফাঁকে। কবিতা খুঁজে বেড়াই নিরানন্দ আয়েশে। আকাশের নীল, ঘাসের বুকে জমানো শিশির, চৈত্রের দুপুরে বর্ষার আমেজ। রাতের আঁধার। পীচ ঢালা পথে গাড়ির অবিরাম ছুটে চলা। খোঁপায় গুঁজে দেয়া শিউলি ফুলের মালা। প্রিয়ার অপেক্ষায় দাঁড়িয়ে কেউ গোলাপ হাতে। হতাশায় নিমজ্জিত হয়ে বসে আছে কেউ পার্কের বেঞ্চিতে। চাঁদ আর শুক্র গ্রহের কাছাকাছি আসা। নাহ, তারপরও কবিতার নেই দেখা। সুবোধের মতো কবিতারা পালিয়েছে। নাকি কবিতারা হারিয়েছে পথ।

কবিতা তুমি ফিরে আসো। জেগে ওঠো তুমি। তোমার শব্দের আলো ছড়িয়ে পড়ুক সাহিত্যের পাতায়। কলমের কালো কালিতে লেখা শব্দ গুলো ফোটাক রঙিন ভোর। জেগে উঠুক উষর ভূমি।

৪৪৬জন ৩৫৬জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ