বরাবর,
মডুগন (????)
আপনার আমার সবার প্রানের ব্লগ,
সোনেলা।
বিষয়: একটা বন্দুক চেয়ে আবেদন।
জনাব/ জনাবাগন,
সবিনয় নিবেদন এই যে আমি সোনেলা ব্লগের একজন নিয়মিত ব্লগার ও পাঠক। প্রায় একবছর ধরে আমি নিজ ব্লগিং এর দায়িত্ব নিষ্টার সাথে পালন করে যাচ্ছি। গত এক বছরে এই ব্লগের সাবার কাছ থেকে আমি এতো এতো নাম পেয়েছি যে নিজেরে আসল নামটা প্রায় ভুলতে বসেছি। এখানে সদ্য একটা নাম পেয়েছি আর তা হলো” পাড়ার মোড়ে গুলতি হাতে দাড়িয়ে থাকা সেই মেয়েটা”। আমার কাছে গুলতি না থাকলেও একটা বন্দুক আছে আর আছে গোটা পনেরো গুলি। আমরা এ পাড়ায় অনেক দিন যাবত সুখে শান্তিতেই বসবাস করছিলাম।
কিন্তু কিছুদিন হলো এপাড়ার কিছু পুরাতন বাসিন্দা ফিরে এসেছে। তাতে আমরা সবায় অনেক খুশিই ছিলাম।কিন্তু তার মধ্যে একজন( নীতেশ বড়ুয়া) কেমন করে যেনো আমার সেই একনলা বন্দুক খানা দেখে ফেলেছে। তিনি প্রকাশ্যে বলেছেন আমার বন্দুক খানা চুরি করে নিয়ে যাবেন। শুধু কি তাই সেই বন্দুক দিয়ে তিনি আমারই এক বড় আপুকে( লীলাবতী) তাড়া করবেন। সেই থেকেই আমার আর আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এমন কি সময় ভেদে আমরা পালা করে ঘুমাচ্ছি। আমি বন্দুক কোথাও রেখে শান্তি পাচ্ছি না। আর সেই শান’ত শিষ্ট বড় আপু কোন গুরুত্বপূর্ণ কাজেও পাড়া ছেড়ে বেরুতে পারছেন না। ঝামেলার এখানেই শেষ নয়। মরার উপর খাঁড়ার ঘা এর মত কোন অজ্ঞাত কারনে এ পাড়র আর এক বড় আপু( শুন্য শুন্যালয়) সেই একজন ( নীতেশ বড়ুয়া) কে ব্রাজিল- আর্জেন্টিনার পাগলা সাপোর্টারের মত সাপোর্ট করেই যাচ্ছেন প্রতিনিয়ত।
অতএব জনাব/ জনাবাগন আমার বন্দুক ও বড় আপুর মূল্যবান প্রাণ বাঁচাতে অনাতিবিলম্বে কোন অঘটন ঘটার পূর্বেই(যাতে সাপও মরবে লাঠি ও ভাংবেনা) সোনেলা তাহবিল থেকে কিছু অর্থ ব্যায় পূর্বক সেই একজনা ( নীতেশ বড়ুয়া) কে একটা খেলনা বন্দুক কিনে দিতে আপনার একান্ত মর্জি হয়।
নিবেদীকা
একান্ত বাধ্যগত
ব্লগের পিচ্চি তাজ।
৩৪টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
ঠা ঠা ঠা ঠা করে (3 গুলি বের হয় এই বন্দুক থেকে… এই বন্দুক আমি নিবোই নিবো ;? চাইলে গুলতি দিতে পারি পাল্টাপাল্টিতে :D)
মেহেরী তাজ
আমার কিন্তু এখন খুব সন্দেহ হচ্ছে আপনিই মডুদের একজন নয় তো? ??
তা না হলে এত বড় কথা বলেন কি ভাবে???? :p :p
নু পাল্টা পাল্টি। আপনার গুলতি আপনার আছেই থাকে আমার বন্দুক আমার আছেই থাকবে। আমি বন্দুক দেবো না প্রয়োজনে প্রাণ দিয়ে দেবো। ;( :p
ছাইরাছ হেলাল
বিনিময় সদা শান্তি আনয়ন করে।
মেহেরী তাজ
ভাইয়া আপনার বিষয় টা ঠিক বুঝতে পারছিনা।আপনি কি আমার বন্দুক খানা সেই একজনকে দিয়ে দিতে বলছেন??? ;?
খেয়ালী মেয়ে
মাত্র একটা বন্দুকের আবেদন–মঞ্জুর করা হোক এই আবেদন–
মেহেরী তাজ
আপু আপনার কোন পরিচিত মডু থাকলে একটু বলে দেন প্লিজ।
এটা তো আর আমার জন্য না! ব্লগের সবার ভালোর জন্য তাই না। 🙁
খেয়ালী মেয়ে
ঠিক তাই-এটাতো সবার ভালোর জন্যই, আমি তোমাকে বুঝি তাজ 🙂
আছেন কেউ আমার পরিচিত মডু? 🙁 প্লীজজজজ তাজের আবেদনটা মঞ্জুর করে ফেলুন 🙂
মেহেরী তাজ
ইয়ে পরী আপু বলে দিছে। \|/ আপু আপনি এত্তোগুলা ভালো। দেখি এবার মডুরা কত দিনে পদক্ষেপ নেন! 🙂
খেয়ালী মেয়ে
তুমিও এত্তোগুলাআআআআআআআ ভালো (3
ব্লগার সজীব
ওস্তাদ, আপনাকে আর লীলাপুকে হুমকি ধামকি?আমরা আছিনা? ভয়ের কিছু নেই।শুন্যাপু একটা পচা।আজ আমাকে কেমন পচিয়ে দিলো।সুযোগের অপেক্ষায় আছি ওস্তাদ।
মেহেরী তাজ
হুম শিষ্য তোমরা আছো বলেই তো একটু স্বস্তি।
শুন্য আপু পচাঁ নয়। উনার কি যেনো প্রব্লেম হয়েছে। আমার তো মনে হয় নীতেশ দা উনাকে হিপনোটাইজ করে ফেলছেনন। তাই আর কি। তুমি সুযোগ পেলে উনাকে অল্প করে পচিয়ে দিয়ে। বেশি না কিন্তু হ্যা???
অরণ্য
তাজ, কি চাইলি এটা! বন্দুক চাইলে কি বন্দুক দিবে তোকে? এপ্রোভাল প্রসেসে কিছু কাটাকাটি মাথায় রাখলে ভাল হতো, হয়তো বন্দুকই দিতো। আমি চিন্তায় আছি বন্দুক পাবি কি না! ;? চাওয়া উচিত ছিল কামান। নীতেশ দা তোপ চালানো নিয়ে ব্যস্ত থাকতো, তোর কাজ ঠিক হয়ে যেতো।
যাগগে, আরেকটা অপশন আছে। যদি খুব কম বাজেটের মধ্যে কিছু দিতে চায়, তাহলে সুপার গ্লু চেয়ে নিস। অনিকেত নন্দিনী দেখলাম ফিরেছে। উনাকে একটু চিকন করে বুঝিয়ে বলবি নীতেশ দার আঙ্গুলের চিপায় লাগায় দিতে। ব্যস। তোর আর চিন্তা নাই। একটু সাবধান থাকিস। অনিকেত নন্দিনীকে আবার কিছু অফার করতে যাস না যেন, হিতে বিপরীত হয়ে যেতে পারে সে ক্ষেত্রে!
তোর দরকার কাজ। 🙂 নে, এবার ঘুমা। (y)
মেহেরী তাজ
এহে সামান্য ভুল হয়ে গেছে! ^:^
কিন্তু চিন্তা কি আমার ভাইয়া তো সাজেশন দিয়েই দিছে আর আর চিন্তা নাই? কিন্তু সুপার গুল আইডিয়া আবার ফ্লপ হবে না তো? আর নন্দীনি আপু উনার ফিরে আসা প্রথম লেখায় যে তাড়া টা দিছেন আমারে আমি তো ভয়ই পাইছি। 😮
সীমান্ত উন্মাদ
হা হা হা, আমার কাছে অনেকগুলো খেলনা বন্দুক আছে, চাইলে দুই একটা নিতে পারেন। ঠুস ঠুস ব্রোম্মম্মম্মম্ম।
মেহেরী তাজ
😮 আপনার কাছে খেলনা বন্দুক কেন?
আবার তা দিয়েও দিতে চান।
আপনি ই আবার মডু না তো?
আচ্ছা সোনেলায় মডু কতজন??? ;? ^:^
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু এতো বড়ো সাহস সেই একজনের!!! :@
আমি আছি আমার এই আপুটার সাথে। -{@ (3
“নাই, নাই ভয়”
আমরাই করবো জয় (y)
আর এই যে সেই একজন(নীতেশ) সাবধান কিন্তু, আমার পিচ্চি আপুর বন্দুক চুরী করলে খবরই আছে। :@
মেহেরী তাজ
এই যে একজন ( নীতেশ দা) নীলা আপু কিন্তু আমার সাথে আছে হুম্মম্মম। আমার বন্দুক চুরি করলে আপনার খবর আছে। 😀
” আমরা করবো জয় একদিন”।।।। 🙂
নীলাঞ্জনা নীলা
😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ওওমম শান্তি
শান্তপ্রিয় সোনেলায় অস্ত্রের আগমন।মামলা হবে উভয় পক্ষের বিরুদ্ধে -{@
মেহেরী তাজ
এটা কেমন কথা হলো ভাইয়া??? 😮
যার চুরি যাবে সে কেনো মামলা খাবে????
অনিকেত নন্দিনী
তাজের হাতে অবৈধ অস্ত্র রাখা এবং তার হাত থেকে সেই যে একজনের জোরপূর্বক সেই অস্ত্র হাতিয়ে নেয়া – দুইই ঘোর অন্যায়। অরণ্য কিনা বুদ্ধি দিচ্ছে আমাকে চিকন বুদ্ধিতে পটিয়ে সেই যে একজনের হাতে সুপার গ্লু লাগিয়ে দিতে! :@
আমি মোটা মানুষ, চিকন বুদ্ধি মাথায় খাটেনা। আমার মাথায় যেইটা খাটে তা হলো এসব কুবুদ্ধি যে বা যারা করে এবং লেখালেখির মাধ্যমে তা ছড়িয়ে দেয় তার বা তাদের হাতের আঙুলের চিপায় সুপার গ্লু দিয়ে দেয়া উচিত! না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরী না হইয়া হইবে – বাঁশরী আছে কিন্তু সুপার গ্লু দ্বারা ছিদ্র বন্ধ বলিয়া উহা পেঁ পুঁ করিয়া বাজিপেনা। :D)
মেহেরী তাজ
আপু অবৈধ না লাইসেন্স আছে….. ! তা না হলে সেটা রক্ষারর জন্য আবেদন করতে পারি???? 🙁
অনিকেত নন্দিনী
লাইসেন্স আসল না নকল? লাইসেন্সের মেয়াদ আছে তো? যদি কাগজপত্তর ঠিকঠাক থাকে তো সেই একজনের মোটিভ কী তা খুঁজে বের করতে হবে। এসবের মাঝে চিকন বুদ্ধিতে আমাকে পটিয়ে অরণ্যরই বা কী ফায়দা তাও খুঁজে বের করতে হবে। চক্রান্তের গন্ধ পাই মনে হয়! ;?
মেহেরী তাজ
চক্রান্তের গন্ধ তো আমি পাচ্ছি। নকল আসল বলে প্রশ্ন করছেন বন্দুক টা আমার কাছে রাখতে চাইছেন না তাই না।!!!??? 🙁
অরণ্য
সুপার গ্লু আমার আঙ্গুলের চিপায় এমনিতেই লাগিয়া গিয়াছে। আমার অফিসের নেট হইতে আমি যেন আর কাউকে এরূপ কুবুদ্ধি না দিতে পারি তাহার জন্যই তাহারা আমার ল্যাপটপে ‘সোনেলাকে’ ব্লক মারিয়াছে। ইহা তাহারা আসমান থেকে খবর পাইয়াছে। শুধু ইহাতেই তাহারা ক্ষান্ত হননাই; তাহারা আমার নিকট হইতে ইউটিউবও ছিনাইয়া লইয়াছে। অনিকেত নন্দিনী যাহা যাহা চাহিয়াছে তাহারা সবকিছুই উজাড় করিয়া পূর্ণ করিয়াছে। 🙁
আর তাজ, তোকে বলি। তেলে নাক দিয়ে ঘুমা। তোর কাজ হয়ে গেছে। তবে নেক্সট টাইম নিজের দূর্বলতা নিয়ে মডুদের কাছে যাবিনা। অল্পতেই প্যাঁ-ভ্যাঁ করার সময় তুই পার করে এসেছিস। ভাল থাকিস। (y)
মেহেরী তাজ
হায় হায় ভাইয়া বলেন কি? অফিসে বসে কাজে ফাঁকি দিয়ে আপনি ব্লগিং করতেন??? ;?
হুম মডুদের কাছে আর যাওয়া হবে না। এরা কোন কাজের না। আমার কাজ হয়েই গেছে। এবার লম্বা ঘুম দেবো। 🙂
জিসান শা ইকরাম
এত্ত বড় সাহস সেই একজনের?মডু/মডুনিদের প্রতি অনুরোধ তাজের আবেদন অতিসত্বর মঞ্জুর করা হোক।
মেহেরী তাজ
হুম জিশান ভাইয়া বলেছেন তাজের আবেদন মঞ্জুর করা হোক।
শুন্য শুন্যালয়
আমারে কি কিছু কইলা? ভত্তাবতী মহা ফাঁকিবাজ, তাকে বাগে আনতে তার হৃদয় বরাবর বন্দুক মারতে আমি পাগলা সাপোর্টার হইতে রাজি। নীতেশ দা কই আপনি? ঘুষ টুষ কিছু দিবেন? নাইলে কিন্তু পাল্টি খেয়ে তাজের পক্ষ নিমু। ;?
মেহেরী তাজ
আপু আমি কোন ঘুষ টুষ দিতে পারবো না। আপনি আমার দলে আসবেন কি না বলেন। তা না হলে আমি আপনার হার্ট বরাবর বন্দুক চালাবো বলে দিলাম।
বি:দ্র: আমার বন্দুক থেকে খালি (3 বের হয়।
আপনাকে ২/ ৪ টা (3 দেওয়া যেতেই পারে। 🙂
মিথুন
পাড়ার মোড়ে গুলতি হাতে দাঁড়িয়ে থাকা মেয়ে 😀
আপু সাবধানে থাকবেন আপনাকে কিডন্যাপ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি…….
মেহেরী তাজ
তাই তো! আমি ভাবিই নি এমন ও হতে পারে। হুম সাবধানে থাকতে হবে!
ধন্যবাদ 🙂
অরুনি মায়া
এ দেখি দস্যি মেয়ে 🙂
মেহেরী তাজ
নতুন নাম। হাহ 🙂