বরিজহাটিতে ধোনাই মোনাই নামে দুই ভাই বাস করত। একদা ধোনাই বাদাবনে সাত-ডিঙ্গা নিয়ে মোম-মধু এনে ব্যবসা করার জন্য প্রস্তুত হয়। কিন্তু তার ডিঙ্গার জন্য একটি লোকের অভাব পড়ে। তখন সেই পুঁথিটিঃ "ধোনাই খুঁজিতে লোক, রওনা হইল।। সেই গ্রামে দুখে নামে এক গরিব ছিল। ধোনা মৌলে তাহার বাড়িও পৌছাল।। দুখে বলে ডাকে তারে দরজাতে খাড়া হইল"। [ বিস্তারিত ]