শহীদ সাহেব মন্ত্রীত্ব চলে যাওয়ার পরে মুসলিম লীগ প্রতিষ্ঠানের দিকে মন দিলেন। যুদ্ধের প্রথম ধাক্কা সামলিয়ে ইংরেজ যুদ্ধের গতি পরিবর্তন করে ফেলল। এই সময় কংগ্রেস ‘ভারত ত্যাগ কর আন্দোলন’ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিল। পাকিস্তান আন্দোলনকেও শহীদ সাহেব এবং হাশিম সাহেব জনগণের আন্দোলনে পরিণত করতে পেরেছিলেন। ইংরেজের সাথেও আমাদের লড়তে হবে, এই শিক্ষাও হাশিম সাহেব আমাদের দিচ্ছিলেন। আমাদেরও ইংরেজের বিরুদ্ধে একটা জাত ক্রোধ ছিল। হিটলারের ফ্যাসিস্ট নীতি আমরা সমর্থন করতাম না, তথাপি যেন ইংরেজের পরাজিত হওয়ার খবর পেলেই একটু আনন্দ লাগত। এই সময় নেতাজী সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতবর্ষের হিন্দু ও মুসলমান সৈন্যদের দলে নিয়ে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। মনে হত, ইংরেজের থেকে জাপানই বোধহয় আমাদের আপন। আবার ভাবতাম, ইংরেজ যেয়ে জাপান আসলে স্বাধীনতা কোনোদিনই দিবে না। জাপানের চীন আক্রমণ আমাদের ব্যথাই দিয়েছিল। মাঝেমাঝে সিঙ্গাপুর থেকে সুভাষ বাবুর বক্তৃতা শুনে চঞ্চল হয়ে উঠতাম। মনে হত, সুভাষ বাবু একবার বাংলাদেশে আসতে পারলে ইংরেজকে তাড়ান সহজ হবে। আবার মনে হত, সুভাষ বাবু আসলে তো পাকিস্তান হবে না। পাকিস্তান না হলে দশ কোটি মুসলমানের কি হবে? আবার মনে হত, যে নেতা দেশ ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব বিলিয়ে দিতে পারেন তিনি কোনোদিন সাম্প্রদায়িক হতে পারেন না। মনে মনে সুভাষ বাবুকে তাই শ্রদ্ধা করতাম।
অখণ্ড ভারতে যে মুসলমানদের অস্তিত্ব থাকবে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতাম। পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু নেতারা ক্ষেপে গেছেন কেন? ভারতবর্ষেও মুসলামান থাকবে এবং পাকিস্তানেও হিন্দুরা থাকবে। সকলেই সমান অধিকার পাবে। পাকিস্তানের হিন্দুরাও স্বাধীন নাগরিক হিসাবে বাস করবে। ভারতবর্ষের মুসলামানরাও সমান অধিকার পাবে। পাকিস্তানের মুসলামানরা যেমন হিন্দুদের ভাই হিসাবে গ্রহণ করবে, ভারতবর্ষের হিন্দুরাও মুসলামানদের ভাই হিসাবে গ্রহণ করবে। এই সময় আমাদের বক্তৃতার ধারাও বদলে গেছে। অনেক সময় হিন্দু বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা এ নিয়ে আলোচনা হত। কিছুতেই তারা বুঝতে চাইতো না। ১৯৪৪-৪৫ সালে ট্রেনে, স্টিমারে হিন্দু ও মুসলামানদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক হত। সময় সময় এমন পর্যায়ে আসত যে, মুখ থেকে হাতের ব্যবহার হবার উপক্রম হয়ে উঠত। এখন আর মুসলমান ছেলেদের মধ্যে মতবিরোধ নাই। পাকিস্তান আনতে হবে এই একটাই স্লোগান সকল জায়গায়।
একদিন হক সাহেব আমাদের ইসলামিয়া কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধিকে খাওয়ার দাওয়াত করলেন। দাওয়াত নিব কি নিব না এই নিয়ে দুই দল হয়ে গেল। শেষ পর্যন্ত আমি বললাম, “কেন যাব না, নিশ্চয়ই যাব। হক সাহেবকে অনুরোধ করব মুসলিম লীগে ফিরে আসতে। আমাদের আদর্শ যদি এত হালকা হয় যে, তাঁর কাছে গেলেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে যাব, তাহলে সে পাকিস্তান আন্দোলন আমাদের না করাই উচিৎ।” আমি খুলনার একরামুল হককে সাথে নিলাম, যদিও সে ইসলামিয়ায় পড়ে না। তথাপি তার একটা প্রভাব আছে। আমাকে সে মিয়াভাই বলত। আমরা ছয়-সাতজন গিয়েছিলাম। শেরে বাংলা আমাদের নিয়ে খেতে বসলেন এবং বললেন, “আমি কি লীগ ত্যাগ করেছি? না, আমাকে বের করে দেয়া হয়েছে? জিন্নাহ সাহেব আমাকে ও আমার জনপ্রিয়তাকে সহ্য করতে পারেন না। আমি বাঙালি মুসলমানদের জন্য যা করেছি জিন্নাহ সাহেব সারা জীবনে তা করতে পারবেন না। বাঙালিদের স্থান কোথাও নাই, আমাকে বাদ দিয়ে নাজিমুদ্দিনকে নেতা করার ষড়যন্ত্র।” আমরাও আমাদের মতামত বললাম। একরামুল হক বলল, ” স্যার, আপনি মুসলিম লীগে থাকলে আর পাকিস্তান সমর্থন করলে আমরা বাংলার ছাত্ররা আপনার সাথে না থেকে অন্য কারও সাথে থাকতে পারি না। ‘পাকিস্তান’ না হলে মুসলমানদের কি হবে?” শেরে বাংলা বলেছিলেন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাব কে করেছিল, আমিই তো করেছিলাম! জিন্নাহকে চিনত কে?” আমরা তাঁকে আবার অনুরোধ করে সালাম করে চলে আসলাম। আরও অনেক আলাপ হয়েছিল, আমার ঠিক মনে নাই। তবে যেটুকু মনে আছে সেটুকু বললাম। তাঁর সঙ্গে স্কুল জীবনে একবার ১৯৩৮ সালে দেখা হয়েছিল গোপালগঞ্জে। আজ শেরে বাংলার সামনে বসে আলাপ করার সৌভাগ্য আমার হয়েছিল।
অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। (পৃষ্ঠা নং- ৩৫ ও ৩৬)
১৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
জিন্নাহকে পরিচিত করিয়ে দিয়েছিলেন শেরে বাংলা?
তবে আলাদা পাকিস্তান এনে কি হলো? কিছু রাজাকার এবং আরোও কিছু মীরজাফরদের জন্ম হলো।
লিখুন আপু। কতো কি যে জানছি!
মারজানা ফেরদৌস রুবা
সেটাই। বৃটিশদের পাতা ফাঁদে পা দিয়ে পাকিস্তান, হিন্দুস্তান ভাগ আজীবন সাম্প্রদায়িকতার বিষবাষ্পে বন্দি হলো এককালের ভারতবর্ষ।
মৌনতা রিতু
আমি পড়েছি কিছুটা। তুমি যখন লেখা শুরু করলা, কিছুটা তখন থেকে আপু। কিনেছিলাম আগে অবশ্য। তুমি আপু, এতো কষ্ট করে লিখছ সত্যি সাধুবাদ জানাই।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ মৌনসোনা। (3
ইঞ্জা
অনেক অজানা জানছি, অপেক্ষায় রইলাম পরবর্তী লেখার।
মারজানা ফেরদৌস রুবা
ধন্যবাদ পড়তে আসায়। কষ্ট করে লিখার সার্থকতা পায়। -{@
জিসান শা ইকরাম
হিন্দু মুসলমান বিতর্কে তখন হাতের ব্যবহার ছিল, আর এখন তো রামদা, আগুন, ধর্ষন, চাপাতি, বন্দুকের ব্যবহার চলে।
মারজানা ফেরদৌস রুবা
মানুষ দিনকেদিন ভয়ঙ্করভাবে নিষ্ঠুরতার দিকে এগিয়ে যাচ্ছে।
শুন্য শুন্যালয়
শুধু এক হিন্দু-মুসলিম দ্বন্দ্বের পিঁপড়ায় এক দানা চিনি ছিটিয়ে কতকিছু হয়ে গেলো। পাকিস্থান আলাদা, আবার বাংলাদেশ আলাদা। মানুষ নরপশু হলে, ধর্মের আর কি দোষ!!
সহজ সরল মানুষটার অভিব্যক্তিও সরল।
মারজানা ফেরদৌস রুবা
তাঁর সারল্যতাই মানুষকে ছোঁয়ে গিয়েছিলো।
ব্লগার সজীব
নিয়মিত পড়ছি। ধন্যবাদ আপনাকে আপু, নিয়মিত এই লেখাটি প্রকাশ করার জন্য।
মারজানা ফেরদৌস রুবা
-{@ -{@ -{@
আবু খায়ের আনিছ
এই সিরিজটার নিয়মিত পাঠক হয়েও কোন মন্তব্য করতে পারি না, শুধু পড়েই যাচ্ছি। জানান কোন শেষ নাই, নিশ্চুপ হয়ে জেনেই যাই।
মারজানা ফেরদৌস রুবা
😮 পাঠক তো হয়েছেন।